JustPaste.it

সালাফদের আত্মশুদ্ধিমূলক বাণী

 

ঈলমওয়েব প্রকাশনী

 

 

সালাফদের আত্মশুদ্ধিমূলক বাণী

 

١ – قال عمر بن عبد العزيز رحمه الله تعالى : أدركنا السلف وهم لا يرون العبادة في الصوم ولا في الصلاة ولكن في الكف عن أعراض الناس فقائم الليل وصائم النهار إن لم يحفظ لسانه أفلس يوم القيامة . التمهيد :لابن عبد البر

 

01 : আমি সালাফদেরকে (সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণকে) দেখেছি, তারা ইবাদত বলতে শুধু নামাজ রোযাই বুঝতেন না বরং তাঁরা মানুষের ইজ্জত সম্মানে আঘাত দেয়া থেকে বিরত থাকাকে (বিরাট ইবাদত বলে মনে করতেন) কারণ, কেউ যদি রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে কিন্তু নিজের জিহবার হেফাজত না করে তাহলে কেয়ামতের দিন সে (নিজের সব নেক আমল অন্যরাকে দিয়ে দিয়ে) একদম ফকির বনে যাবে।

-হযরত ওমর বিন আব্দুল আজীজ রহ.

 

٢ – إنما تحصل العموم والغموم والأحزان من جهتين : إحداهما : الرغبة في الدنيا والحرص عليها والثاني : التقصير في أعمال البر والطاعة .

-الإمام ابن القيم رحمه الله تعالى

.

02 : দুশ্চিন্তা ও পেরেশানি আসে মূলত দুটি কারণে; এক। দুনিয়ার প্রতি ভালোবাসা ও লোভ থাকার কারণে। দুই। নেক আমলের মধ্যে ত্রুটি থাকার কারণে।

-ইমাম ইবনুল কাইয়িম রহ.

٣ – ‏من علم بأن ما أصابه لم يكن ليخطئه، وما أخطأه لم يكن ليصبه هانت عليه المصائب، وقوي إيمانه، وعظم توحيده.

-الشيخ سليمان العلوان فك الله أسره

.

03 : যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে যে, যেই বিপদ তার উপর এসেছে (তা আসারই ছিল) তা থেকে কোনও ভাবেই সে রেহাই পেত না আর যে কল্যাণ তার থেকে ছুটে গেছে তা সে পাওয়ারও ছিল না এমন ব্যক্তির জন্য বিপদ আপদ হালকা হয় এবং তার ঈমান ও তাওহীদ মজবুত হয়।

-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

من كثر كلامه كثر سقطه

.

04 : যে বেশি কথা বলে তার ভুলও বেশি হয়।

-হযরত ওমর বিন খাত্তাব রাযি.

لو أن رجلاً اتقى مائة شيء، ولم يتورع عن شيء واحد، لم يكن ورعًا.

.

05 : যদি কারো মাঝে একশটি বিষয়ে ‘তাকওয়া’ থাকে (ওগুলোর ব্যাপারে আল্লাহর যা হুকুম তা-ই সে পালন করে। করণীয় হলে করে। বর্জনীয় হলে বর্জন করে) তবে মাত্র একটি বিষয়ে তার মাঝে ‘তাকওয়া’ না থাকে (ওটার ব্যাপারে আল্লাহর যা হুকুম তা সে পালন করে না। করে তার উল্টোটা) তাহলে সে মুত্তাকী নয়।

-ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহ.

قال الإمام الحسن البصري رحمه الله تعالى : تدرون ما الإرانة؟ الذنب بعد الذنب، الذنب بعد الذنب حتى يموت القلب . التوبة لابن أبي الدنيا : ١٤٢

.

06 : তোমরা কি জানো ‘অন্তরের জং’ কী? ‘অন্তরের জং’ হল, গুনাহের পর গুনাহ। গুনাহের পর গুনাহ। যার ফলে এক সময় অন্তর মরে যায়।

-ইমাম হাসান বসরী রহ.

٧ – إنّ مما يصفى لك ودّ أخيك أن تبدأه بالسلام إذا لقيته ، وأن تدعوه بأحبّ الأسماء إليه ، وأن توسّع له في المجلس .

.

07 : যেসব আমলের দ্বারা তুমি তোমার ভাইয়ের নিখাদ ভালোবাসা লাভ করতে পারবে তার কয়েকটি হল, তার সাথে সাক্ষাৎ হলে আগে আগে সালাম দেবে। যে নামটিকে সে সবচেয়ে বেশি পছন্দ করে ওই নামটি দিয়ে তাকে ডাকবে। আর (সে তোমার কাছে এলে) তার (বসার) জন্য জায়গা প্রশস্ত করে দেবে।

-হযরত ওমর বিন খাত্তাব রাযি.

٨ – إن من التواضع أن تبدأ بالسلام كلَّ من لقيت.

.

08 : সবাইকে আগে আগে সালাম দেয়া বিনয়ের অংশ।

-হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি.

٩ – كان الأبرار يتواصــــون بثلاث : بسجـــن لســـان، وكثرة الاستغفار، والعزلة.

.

09 : (পূর্বের) নেককারগণ একে অপরকে তিনটি কাজের উপদেশ দিতেন; জিহ্বাকে বন্দি রাখতে, বেশি বেশি ইস্তেগফার করতে এবং একাকী থাকতে।

-হযরত মালেক বিন দীনার রহ.

 

قال الإمام ابن القيم رحمه الله تبارك و تعالى : الْأَفْضَلُ فِي أَيَّامِ عَشْرِ ذِي الْحِجَّةِ الْإِكْثَارُ مِنَ التَّعَبُّدِ ، لَاسِيَّمَا التَّكْبِيرُ وَالْتَهْلِيلُ وَالْتَحْمِيدُ، فَهُوَ أَفْضَلُ مِنَ الْجِهَادِ غَيْرِ الْمُتَعَيَّنِ . مدارج السالكين : ١١٠/١

.

10 : জিলহজের প্রথম দশ দিন বেশি বেশি ইবাদত করা উচিৎ। বিশেষ করে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ও আলহামদুলিল্লাহ বলা। এ সময়ের আমলগুলো ফরজে কেফায়া জেহাদ অপেক্ষাও উত্তম।

-ইমাম ইবনুল কাইয়িম রহ. মাদারিজুস সালিকীন : 1/110

من كفر شخصاً بارتكاب كفر بواح لا يقال عنه بأنه خارجي يكفر المسلمين، ومن زعم ذلك فهو جاهل بالتوحيد أو ملبس مدلس.

 

11 : যে ব্যক্তি কাউকে সুস্পষ্ট কুফরীতে লিপ্ত হওয়ার কারণে কাফের আখ্যায়িত করে তার ব্যাপারে এ কথা বলা যাবে না যে, সে খারিজি, সে মুসলমানদেরকে কাফের আখ্যায়িত করে। বরং যে ব্যক্তি এরূপ মনে করবে সে তাওহীদ সম্পর্কে সম্পূর্ণ জাহেল কিংবা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণকারী ও সত্য গোপনকারী।

-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

الخوارج يكفرون من زنا وسرق و يكفرون بكل كبيرة.

وأهلُ السنة ﻻ يكفرون بالكبيرة ‏ويكفرون الطواغيت والمشركين، فمن جعل هذا مذهب الخوارج فقد جعل الصحابة خوارج .

.

12 : খারিজীরা যিনা, চুরি এবং সব ধরনের কবিরা গুনাহের কারণে মুসলমানদেরকে কাফের আখ্যায়িত করে কিন্তু আহলুস সুন্নাহ কবিরা গুনাহের কারণে কাউকে কাফের আখ্যায়িত করে না তবে তারা তাগুত ও মুশরিকদেরকে কাফের আখ্যায়িত করে। এটিকে (অর্থাৎ তাগুত ও মুশরিকদের কাফের আখ্যায়িত করাকে) যারা খারিজিদের আদর্শ বলে তারা মূলত সাহাবায়ে কেরামকে খারিজি আখ্যায়িত করে।

-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

‏يقول الإمام ابن القيم رحمه الله تعالى : من مغرب يوم الخميس إلى مغرب الجمعة كل ثانية فيها خزائن من الحسنات فليُكثر من الصلاة على النبي صلى الله عليه وسلم

.

13 : বৃহস্পতিবারের মাগরিব থেকে জুমআর দিনের মাগরিব পর্যন্ত প্রতিটি সেকেন্ড নেকি ও সওয়াবের একেকটি ভান্ডার। অতএব (পুরো সময়টাতে যত বেশি সম্ভব) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করুন।

-ইমাম ইবনুল কাইয়িম রহ.

كثرة الصلاة على النبي صلى الله عليه وسلم آية على حبه، وكلما ازداد القلب حبا للنبي صلى الله عليه وسلم اجتهد في التخلق بأخلاقه والتأسي بأفعاله؛ قال تعالى : وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا.

.

14 : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ পড়া তাঁর প্রতি ভালোবাসা থাকার (অন্যতম) নিদর্শন। অন্তরে তাঁর প্রতি ভালোবাসা যত বাড়বে তার চরিত্রে চরিত্রবান হওয়া এবং কাজে কর্মে তার অনুসরণ করার চেষ্টাও ততো বাড়বে। আল্লাহ তা’আলা বলেন,

وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا  তোমরা যদি তাঁর অনুসরণ করো তাহলে হেদায়েত লাভ করবে। সূরা নূর : 54 –

-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করুন)

من أسباب زوال الهموم وغفران الذنوب الصلاة على النبي ﷺ .

ويوم الجمعة يكون أثر الصلاة أعظم .

قال النبي ﷺ للمصلي عليه : (تُكفى همك ويُغفر لك ذنبك).

-الشيخ عبد العزيز الطريفي فك الله أسره

.

15 : গুনাহ মাফ ও দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উপায়গুলোর মধ্যে অন্যতম একটি উপায় হল, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি (অধিক পরিমাণে) দুরুদ পড়া। জুমআর দিন দুরুদ পড়ার প্রভাব আরও বেশি।(অধিক পরিমাণে) দুরুদ পড়তেন এমন এক সাহাবীকে লক্ষ্য করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার দুশ্চিন্তা দূর হবে এবং গুনাহ মাফ করে দেয়া হবে।

-শাইখ আব্দুল আজীজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করুন)

 

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ .

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ .

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبَيِّنَا مُحَمَّدٍ .

.

16 : দৃষ্টির হেফাজত করুন

‏قال وكيع : خرجنا مع سفيان الثوري في يوم عيد، فقال: إن أول ما نبدأ به في يومنا غضّ أبصارنا.

الورع لابن أبي الدنيا

একবার আমরা ঈদের দিন হযরত সুফিয়ান সাওরী রহ.র সঙ্গে বাইরে বের হলাম। তখন তিনি (আমাদেরকে লক্ষ্য করে) বললেন, আজ আমরা যে কাজটি সর্বাগ্রে করব তা হল, আমরা আমাদের দৃষ্টির হেফাজত করব।

হযরত ওয়াকী’ বিন জাররাহ রহ.; কিতাবুল ওয়ারা’

.

17 : জানি না, আজ আমার কী ধরনের আমল আসমানে উঠলো?

كان الضحاك بن مزاحم إذا أمسى بكى، فقيل له : ما يبكيك؟ قال : لا أدري ما صعد اليوم من عملي .

-الرقة والبكاء لابن أبي الدنيا : ١٧٦

হযরত যাহ্হাক বিন মুযাহিম রহ. সন্ধ্যা হলেই কাঁদতে শুরু করতেন। একবার তাঁকে জিজ্ঞেস করা হল, (সন্ধ্যা হলেই) আপনি কাঁদেন কেন? তিনি উত্তর দেন, আমি জানি না, আজ আমার কী ধরনের আমল আসমানে উঠলো। (ভালো আমল? না খারাপ আমল?। এ কথা চিন্তা করেই আমার কান্না আসতে থাকে)

-ইবনে আবিদ দুনিয়া; আর রিক্কাতু ওয়াল বুকা : 176

.

18 : আপনার বন্দি ভাইদের কথা ভুলে যাবেন না

يا معاشر المسلمين! لا يُنسيكم فرحُ العيد والاجتماع بالأهل والإخوان الدعاءَ للمعتقلين الذين يطعمون الحرمانَ ولا يبصرون غيرَ السجان .

-الشيخ سليمان العلوان عجل الله فك أسره

হে মুসলমান ভাইয়েরা! পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজন নিয়ে ঈদ উদযাপনের আনন্দ যেন আপনাদেরকে বন্দি ভাইদের জন্য দোয়া করার কথা ভুলিয়ে না দেয়, যারা (লাঞ্ছনা ও) বঞ্চনা ছাড়া আর কোনও আহার পায় না এবং কারারক্ষী ছাড়া আর কাউকে দেখতেও পায় না।

-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

.

19 : প্রতিটি দিনই ঈদের দিন

كل يوم لا يعصى الله فيه فهو عيد، كل يوم يقطعه المؤمن في طاعة مولاه وذكره وشكره فهو له عيد .

الإمام حسن البصري رحمه الله تعالى؛ لطائف المعارف : ٤٦٥

 

আল্লাহর নাফরমানি করা হয় না এমন প্রতিটি দিনই (একজন মুমিনের জন্য) ঈদের দিন।

এবং আল্লাহর প্রতিটি হুকুম পালন করে তাঁর যিকির ও শোকরের মধ্য দিয়ে কাটানো প্রতিটি দিনই একজন মুমিনের জন্য ঈদের দিন।

-হযরত হাসান বসরী রহ.; লাতাইফুল মাআরিফ : 465

.

20 : এ কাজগুলো নিফাকের লক্ষণ

قال الإمام ابن القيم رحمه الله : فهذه ست صفات في الصلاة من علامات النفاق :

١ – الكسل عند القيام إليها،

٢ – ومراءاة الناس في فعلها،

٣ – وتأخيرها،

٤ – ونقرها،

٥ – وقلة ذكر الله فيها،

٦ – والتخلف عن جماعتها .

-الصلاة وحكم تاركها : ١٧٣/١

নামাজের ক্ষেত্রে ছয়টি কাজ নিফাকের লক্ষণ;

01 : অলসতা করা।

02 : অন্যকে দেখানোর জন্য নামায পড়া।

03 : নামায আদায়ে বিলম্ব করা।

04 : নামায পড়ার সময় তাড়াহুড়া করা।

05 : নামাযে আল্লাহর যিকির ও ধ্যান কম থাকা।

06 : জামাতের সাথে নামায আদায় না করা।

-ইমাম ইবনুল কাইয়িম রহ.;

আস সালাত ওয়া হুকমু তারিকিহা : 1/173

.

21 : প্রতিটি কাজের শেষে ইস্তিগফার পড়ুন

الاستغفار ختام الأعمال الصالحة كلها ، فيختم به الصلاة والحج وقيام الليل، ويختم به المجالس، فإن كانت ذكرا كان كالطابع عليها، وإن كانت لغوا كان كفارة لها . الحافظ ابن رجب رحمه الله؛ لطائف المعارف : ٢١٤/١

প্রতিটি কাজের শেষে ইস্তিগফার পড়া চাই। নামায, হজ, কিয়ামুল লাইল, মজলিস (ইত্যাদি)। কারণ, কাজটি যিকির (বা এ জাতীয়) কিছু হলে ইস্তিগফার হবে মোহরের মতো। (যেন তা তালাবদ্ধ হয়ে যাবে, ফলে বাইরে থেকে ক্ষতিকর কোনো কিছু আর তার ভিতরে ঢুকতে পারবে না) আর কাজটি অহেতুক কিছু হলে ইস্তিগফার ওসব অহেতুক কাজের জন্য কাফফারা স্বরূপ হবে।

-হাফেয ইবনে রজব হাম্বলী রহ.; লাতাইফুল মাআরিফ : 1/214

.

22 : তুমি তাকে চিনতে পারোনি

سمع عمر بن الخطاب رضي الله رجلا يثني على رجل فقال : أسافرت معه ؟ قال : لا قال : أخالطته ؟ قال : لا قال : والله الذي لا آله غيره ما تعرفه.

একবার হযরত ওমর রাযি. শুনতে পেলেন, এক লোক অপর একজনের প্রশংসা করছে। তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো তার সাথে সফর করেছো? সে উত্তর দিল, না। বললেন, তাহলে কি তার সাথে কখনো লেনদেন করেছো? বলল, না। তখন তিনি বললেন, আল্লাহর শপথ যিনি ছাড়া কোনও ইলাহ নেই তাহলে তুমি তাকে চিনতে পারোনি।

.

23 : তিনি যা চান তা করো

إذا أحببتَ أن يدوم الله لك على ما تحب فدُمْ له على ما يحب . الإمام أحمد بن حنبل رحمه الله تعالى

তুমি যদি কামনা করো, আল্লাহ যেন তুমি যা চাও তা তোমাকে দান করেন তাহলে তিনি তোমার থেকে যা চান তুমি তা করো।

-ইমাম আহমদ বিন হাম্বল রহ.

.

24 : দ্বীনি ইলমের প্রচার প্রসার করুন

من أحب أن لا ينقطع عمله بعد موته فلينشر العلم .

الإمام ابن الجوزي رحمه الله تعالى؛ التذكرة : ٥٥

যে ব্যক্তি কামনা করে তার মৃত্যুর পর তার আমল যেন বন্ধ না হয় তার উচিত, দ্বীনি ইলমের প্রচার প্রসার করা। (কারণ, এর মাধ্যমে যতদিন পর্যন্ত যত লোক সেই ইলম অনুযায়ী আমল করবে ততদিন পর্যন্ত সে সওয়াব পেতে থাকবে)

-ইমাম ইবনুল জাউযী রহ.

.

25 : সে অন্যান্য হুকুম আরও বেশি নষ্ট করবে

قال عمر بن الخطاب رضي الله عنه : إذا رأيت الرجل يضيع من الصلاة فهو والله لغيرها أشد تضييعًا.

তুমি যখন কাউকে নামায নষ্ট করতে দেখবে (মনে রাখবে) আল্লাহর শপথ করে বলছি, সে অন্যান্য হুকুম আরও বেশি নষ্ট করবে।

-হযরত ওমর বিন খাত্তাব রাযি.

.

26 : জিহবাকে বন্দী করে রাখো

عَن عَبد الله بن مَسْعود قَالَ ما من شيء أحق بطول السجن من اللسان .

জিহবা অপেক্ষা দীর্ঘ সময় বন্দী করে রাখার মতো আর কিছু নেই।

-হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি.

.

27 : একজন মুমিন কারাবন্দীর মতো

قال الإمام الحسن البصري رحمه الله : المؤمن في الدنيا كالأسير يسعى في فكاك رقبته .

একজন মুমিন দুনিয়াতে কারাবন্দীর মতো। প্রতি মুহূর্তে সে নিজেকে মুক্ত করার জন্য সচেষ্ট থাকে।

-ইমাম হাসান বসরী রহ.

.

28 : তুমি আল্লাহর নাফরমানি করো না

جاء رجل إلى ابن مسعود رضي الله عنه ، فقال له : إن لي جارًا يؤذيني، ويشتمني، ويضيق علي، فقال ابن مسعود: اذهب فإن هو عصى الله فيك، فأطع الله فيه.

একবার এক লোক হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি.র কাছে এসে বলল, আমার এক প্রতিবেশী আমাকে খুব কষ্ট দেয়, গালাগালি করে, (তার কারণে) আমার মনে খুব কষ্ট। তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন, সে তোমার ব্যাপারে আল্লাহর নাফরমানি করছে তবে তুমি তার ব্যাপারে (আল্লাহর নাফরমানি করো না বরং) আল্লাহর যা হুকুম তা পালন করো।

.

29 : তাওয়াক্কুলের সারকথা

جملة التوكل تفويض الأمر إلى الله جل ثناؤه، والثقة به . الإمام أحمد بن حنبل رحمه الله تعالى

তাওয়াক্কুলের সারকথা হল, নিজের সবকিছু আল্লাহর কাছে ন্যস্ত করে তাঁর ওপর আস্থা রাখা।

-ইমাম আহমদ বিন হাম্বল রহ.

.

30 : তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র

إنما أنت أيام مجموعة، كلما مضى يوم مضى بعضك . الإمام حسن البصري رحمه الله تعالى

তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র; যখনই একটি দিন পার হয়ে যায় তখন তোমার জীবনের একটি অংশ শেষ হয়ে যায়।

-ইমাম হাসান বসরী রহ.

.

31 : প্রকৃত বুদ্ধিমান কে?

ليس العاقل الذي يعرف الخير والشر إنما العاقل الذي إذا رأى الخير أتبعه واذا رأى الشر اجتنبه .

প্রকৃত বুদ্ধিমান সে নয় যে ভালো ও মন্দ দুটোই চিনে (কিন্তু ভালোটা গ্রহণ করে খারাপটা থেকে দূরে থাকে না) বরং প্রকৃত বুদ্ধিমান সে-ই যে ভালোটা চিনে তা গ্রহণ করে এবং খারাপটা চিনে তা থেকে নিজেকে দূরে রাখে।

-ইমাম সুফিয়ান বিন উয়াইনাহ রহ.

.

32 : মিথ্যার কুপ্রভাব

الكذب له تأثير عظيم في سواد الوجه .

কারো চেহারা কালো ও মলিন হয়ে যাওয়ার ক্ষেত্রে মিথ্যা বলার বিরাট প্রভাব রয়েছে।

-ইমাম ইবনুল কাইয়িম রহ.

.

33 : গুনাহ বান্দাকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত করে

إذا تأخر نصر الله للأمّة فبسبب معاصيها.

قال تعالى : ﴿ فَمَنْ يَنْصُرُنِي مِن اللَّهِ إِنْ عَصَيْتُهُ ﴾ من سورة هود [63]

উম্মাহর জন্য আল্লাহর সাহায্য আসতে দেরি হলে (বুঝতে হবে) তা তাদেরই গুনাহের কারণে দেরি হচ্ছে। আল্লাহ তা’আলা বলেন,

فَمَنْ يَنْصُرُنِي مِن اللَّهِ إِنْ عَصَيْتُهُ .

(নবী বললেন) আমি যদি আল্লাহর নাফরমানি করি তাহলে কে আমাকে আল্লাহ (র আযাব) থেকে সাহায্য করবে। সূরা হুদ : 63

-শাইখ আব্দুল আজীজ তারিফী হাফি.

.

34 : উত্তম চরিত্রের পরিচয়

سئل ابن المبارك رحمه الله عن حسن الخلق، فقال : هو بسط الوجه، وبذل المعروف.

ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহ.কে উত্তম চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, উত্তম চরিত্র হলো, চেহারা হাস্যোজ্জ্বল রাখা এবং সবাইকে কল্যাণ দান করা। (অর্থাৎ সবার সাথে ভালো আচরণ করা, কাউকে কষ্ট না দেয়া)

.

35 : হতভাগ্য হওয়ার লক্ষণ

قال الفضيل بن عياض رحمه الله : خمس من علامات الشقوة : القسوة في القلب ، وجمود العين ، وقلة الحياء ، والرغبة في الدنيا ، وطول الأمل.

হতভাগ্য হওয়ার লক্ষণ পাঁচটি, অন্তর শক্ত হওয়া, (আল্লাহর ভয়ে) চোখে পানি না আসা, নির্লজ্জ হওয়া, দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, লম্বা আশা রাখা।

-হযরত ফুযায়েল বিন ইয়ায রহ.

.

36 : হকের উপর অবিচল থাকার অন্যতম সহায়ক

الصبر والصلاة والاستغفار والتسبيح من أعظم ما يعين على الثبات على الحق .

قال تعالى : فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ . سورة الغافر : ٥٥

সবর, সালাত, ইস্তেগফার ও তাসবীহ হকের উপর অবিচল থাকার অন্যতম সহায়ক। আল্লাহ তা’আলা বলেন,

فَاصْبِرْ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ .

অতএব আপনি সবর করুন; নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। আর আপনি আপনার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল-সন্ধ্যা আপনার রবের সপ্রশংস পবিত্রতা ঘোষনা করুন। সূরা গাফের : 55

-শাইখ আব্দুল আজিজ তারিফী হাফি.

.

37 : যে অহেতুক সময় নষ্ট করে

قال عبد الله بن مسعود رضي الله عنه : إني لأمقت الرجل أن أراه فارغا ليس في شيء من عمل الدنيا ولا عمل الآخرة.

এমন কাউকে দেখলে আমার খুব রাগ লাগে, যে অহেতুক সময় নষ্ট করে, না দুনিয়ার কাজ করে, না আখেরাতের কাজ করে। -হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযি.

.

38 : নির্বোধ কে?

الأحمق هو الذي يطلب ثناء الناس عليه وهو يعلم أن ربه قد ستر عليه عيوبا وذنوبا لو كشفوها لحثوا على وجهه التراب .

নির্বোধ সে যে মানুষের প্রশংসা কামনা করে অথচ সে জানে যে, তার প্রতিপালক তার বহু দোষ ঢেকে রেখেছেন, যেগুলো মানুষ জানলে তারা তার মুখে মাটি ছুড়ে মারবে।

-শাইখ সুলাইমান আল উলওয়ান (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

.

39 : কঠিন কঠিন কাজ করতে সহায়তা করে

قراءة القرآن بتدبر وتفكر تعين على تكاليف الأعمال وتحمل الشدائد .

قال تعالى : أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْءَانَ تَرْتِيلًا . إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا .

গভীর চিন্তা ভাবনার সাথে কোরআন তেলাওয়াত কঠিন কঠিন কাজ সম্পাদন করতে এবং বিপদাপদে ধৈর্য ধারণ করতে সহায়তা করে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,

وَرَتِّلِ الْقُرْءَانَ تَرْتِيلًا . إِنَّا سَنُلْقِى عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا .

আর কুরআন তেলাওয়াত করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আমি আপনার ওপর গুরুভার এক কালাম নাযিল করব (গোটা বিশ্বব্যাপী যার প্রচার প্রসার করা ও প্রতিষ্ঠা করা খুবই কঠিন একটি কাজ) সূরা মুযযাম্মিল : 4, 5

-শাইখ আব্দুল আজিজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

.

40 : তাঁরা তোমাদের কথা আল্লাহর কাছে পৌঁছে দেন

قَالَ سُفيَان الثَورِي رَحِمَهُ اللَّهِ لِأصحَابهِ : لَو كَان يَجلِسُ مَعكُم مَن يَرفَعُ الحَدِيثَ إلى السُلطَـانَ أكُنتُم تتَكلمُونَ بِشَيءٍ يُغضِبـهُ ؟ قَالوا : لا. قَال : فَإنَّ مَعكُم مَن يَرفَعُ الحَدِيثَ إلى اللَّهِ ( يعني : المَلائِكة )

ذكره الإمام ابنُ الجَوزِي رَحِمَهُ اللَّهِ في التَبصِرَة || ٢ / ٢٣٧ ]

একবার হযরত সুফিয়ান সাওরী রহ.র তাঁর ছাত্রদেরকে বললেন, তোমাদের সাথে যদি এমন কেউ বসা থাকে যে তোমাদের কথা খলিফার কাছে গিয়ে পৌঁছে দেবে তাহলে তোমরা কি এমন কোন কথা বলবে যা দ্বারা খলিফা রাগান্বিত হবেন? তারা বলল, না। (কিছুতেই আমরা এমন কথা বলবো না) তখন তিনি বললেন, তোমাদের সঙ্গে তো এমন বেশ কয়েকজন (ফেরেশতা) রয়েছেন যারা তোমাদের কথা আল্লাহর কাছে পৌঁছে দেন। (এ ছাড়া আল্লাহ তায়ালা নিজেও তোমাদের সব কথা জানেন, তা তো আছেই)

-ইমাম ইবনুল জাউযী রহ.

.

41 : গীবত করার দ্বারা নিজেরই ক্ষতি হয়

قال أبو عاصم : ما اغتبت أحدًا منذ علمت أن الغيبة تضرُّ بأهلها .

যখন থেকে জেনেছি, গীবত করার দ্বারা নিজেরই ক্ষতি হয় তখন থেকে আমি কখনও কারও গীবত করিনি।

-ইমাম আবু আসেম রহ.

.

42 : প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কখনো গীবত করিনি

قال الإمام البخاري رحمه الله تعالى : ما اغتبت مسلما منذ احتلمت .

প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আমি কখনও কোন মুসলমানের গীবত করিনি।

-ইমাম বুখারী রহ.

.

43 : অতি মূল্যবান তিনটি কাজ

قال الإمام الشافعي رحمه الله : أعز الأشياء ثلاثة : الجود من قلة، والورع في خلوة، وكلمة الحق عند من يرجى ويخاف .

তিনটি কাজ খুবই কঠিন। (তবে আল্লাহর কাছে তার মূল্যও অনেক বেশি)

এক. সম্পদ কম হলেও তা থেকে দান করা।

দুই. নির্জনস্থানে গুনাহ থেকে বেঁচে থাকা।

তিন. এমন ব্যক্তির সামনে হক কথা বলা যার থেকে কিছু পাওয়ার আশা থাকে কিংবা তার শাস্তির ভয় থাকে।

-ইমাম শাফেয়ী রহ.

.

44 : আপনার আমলগুলো বরবাদ করে দিচ্ছে

والغيبة أكثر ما يُهلكُ الناسَ، ويُذهبُ حسناتهم وهم لا يشعرون .

-الشيخ عبدالعزيز الطريفي حفظه الله ورعاه

في التفسير والبيان (٢٠٧٦/٤)

যে জিনিসটি বহু মানুষকে তাদের অজান্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের নেক আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে তা হল, গীবত।

-শাইখ আব্দুল আজিজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

.

45 : সত্যিই বড় দূর্ভাগ্যের

إذا أحب الله عبدا وفقه لعمل صالح يسير بأجر عظيم، ولا يوجد عبادة أيسر عملا وأعظم أجرا من ذكر الله، ويظهر حرمان الإنسان بعدم التوفيق لها .

আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তাকে এমন নেক আমলের তাওফিক দেন যা করা সহজ, তবে পুরস্কার অনেক বেশি। আর আল্লাহর যিকির অপেক্ষা সহজ এবং অধিক সওয়াবের আর কোনো আমল নেই। এই আমলটি করার তাওফিক না পাওয়া বান্দার জন্য সত্যিই বড় দূর্ভাগ্যের বিষয়।

-শাইখ আব্দুল আজীজ তারিফী (আল্লাহ তাঁকে দ্রুত মুক্তি দান করেন)

.

46 : আপনার চোখ ও জিহবাও যেন রোজা রাখে

إن صمت فليصم سمعك وبصرك ولسانك .

– الامام جعفر الصادق رحمه الله

আপনি যখন রোজা রাখেন তখন আপনার কান, চোখ ও জিহবাও যেন রোজা রাখে।

-হযরত জাফর সাদেক রহ.

.

47 : ইখলাস ছাড়া আমল করার দৃষ্টান্ত

العمل بغير اخلاص ولا اقتداء كالمسافر يملأ جرابه رملا ينقله ولا ينفعه .

ইখলাস ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া আমল করার দৃষ্টান্ত হল এমন, যেমন কোন মুসাফির বালি দিয়ে ব্যাগ ভর্তি করে বয়ে নিচ্ছে, যা তার কোনোই উপকারে আসবে না।

-ইমাম ইবনুল কাইয়িম রহ. ; আল ফাওয়ায়েদ : 67

.

48 : আপনি যদি নিজের ঈমানের স্তর জানতে চান

إذا أردت أن تعرف مدى إيمانك فراقب نفسك في الخلوات، فإن الإيمان لا يظهر بصلاة ركعتين أو بصيام نهار، بل يظهر بمجاهدة النفس والهوى،

… … وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى ، فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى .

—الشيخ خالد الراشد فك الله أسره

আপনি যদি নিজের ঈমানের স্তর জানতে চান তাহলে নির্জনতার সময় নিজেকে পর্যবেক্ষণ করুন (প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধাচারণ করে পাপ কাজ থেকে কতটুকু বাঁচতে পারেন) কারণ, দু’ রাকাত নামায পড়া কিংবা একদিন রোজা রাখার দ্বারা ঈমান প্রকাশ পায়না। ঈমান প্রকাশ পায় প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধাচারণ করার দ্বারা।

আল্লাহ তাআলা বলেন,

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى ، فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى .

যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করে এবং প্রবৃত্তির চাহিদা পূরণ করা থেকে নিজেকে বিরত রাখে নিশ্চয়ই জান্নাতই হবে তার আবাসস্থল।

-শায়েখ খালেদ আর রাশেদ ফাক্কাল্লাহু আসরাহু

.

49 : সে-ই মানুষের দোষ বলে বেড়ায়

عن محمد بن سيرين أنه قال : إنَّ أكثر الناس خطايا أكثرهم ذكرًا لخطايا الناس . المجالسة وجوهر العلم : ٦/٨٦

যার নিজের মাঝে দোষ বেশি সে-ই মানুষের দোষ বলে বেড়ায়।

-ইমাম ইবনে সীরীন রহ.

.

50 : তোমার মূল্য আমার কাছে এত বেশি না

عن الحسن البصري أنَّ رجلًا قال له : إنك تغتابني، فقال: ما بلغ قدرك عندي أن أُحكمك في حسناتي .

الأذكار للنووي : ٣٤٠

একবার এক ব্যক্তি হযরত হাসান বসরী রহ.র কাছে এসে বলল, আপনি আমার গীবত করেছেন। তখন তিনি বললেন, তোমার মূল্য আমার কাছে এত বেশি না যে, আমার নেকিগুলো তোমাকে দিয়ে দেব।

.

51 : আমি এর কিছুটা বদলা দিতে চাচ্ছি

قد قيل للحسن : اغتابك فلان، فبعث إليه بطبق فيه رطب وقال : أهديت إليَّ بعض حسناتك، فأحببت مكافأتك .

একবার হযরত হাসান বসরী রহ.কে জানানো হলো যে, অমুক ব্যক্তি আপনার গীবত করেছে। তখন তিনি এ কথা বলে তার জন্য পাকা খেজুরে ভরা একটি প্লেট পাঠান যে, তুমি তোমার নেকি আমাকে হাদিয়া দিয়েছো তাই আমি এর কিছুটা বদলা দিতে চাচ্ছি।

 

--------------------------------------------------

 

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক বইয়ের (৪০০+) pdf লিংক
https://justpaste.it/4ne9o

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক Apps, YouTube Video, Quran Recitation, YouTube channel.
https://justpaste.it/islamicappvideo

>> রবের_কাছে_ফেরার_গল্পগুলো
https://justpaste.it/deen_a_ferar_golpo

>> "বিয়ে, রিজিক লাভ, ডিপ্রেশন থেকে মুক্তি"
https://justpaste.it/5gol5

>> র‍্যান্ড, মডারেট ইসলাম, মডার্নিস্ট মুভমেন্ট
https://justpaste.it/76iwz

>> কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক Apps, YouTube Video, Quran Recitation, YouTube channel.
https://justpaste.it/islamicappvideo

>> ফেসবুক ও ইউটিউবের উপকারী সব পেইজ, গ্রুপ, আইডি এবং চ্যানেলের লিংক
https://justpaste.it/facebook_page_grp_link

>> তাকদির আগে থেকে নির্ধারিত হলে মানুষের বিচার হবে কেন? যাদের কাছে ইসলামের দাওয়াহ পৌঁছেনি তাদের কী হবে?
https://justpaste.it/6q4c3

>> কুরআন এবং আপনি
https://justpaste.it/5dds8

>> কখনও ঝরে যেও না …
https://justpaste.it/3bt22

>> ফজরে আমি উঠতে পারি না
https://justpaste.it/6kjl6

>> এই ১০টি ফজিলতপূর্ণ আমল যা আপনার সারাবছরের_ই দৈনন্দিন রুটিনে থাকা উচিত
https://justpaste.it/9hhk1

>> ইস্তিগফার অপার সম্ভাবনার দ্বার
https://justpaste.it/6ddvr

>> দাম্পত্যজীবন, অজ্ঞতা ও পরিণাম
https://justpaste.it/7u5es

>> বিপদাপদে ধৈর্যধারণ : ফজিলত, অর্জনের উপায় ও করণীয়
https://justpaste.it/8dccj

>> মহান রবের আশ্রয়ে সিরিজের সকল পর্ব
https://justpaste.it/6ttuf

>> স্বার্থক মুনাজাত
https://justpaste.it/1xf0t

>> রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ-সংক্রান্ত ৭ পর্বের একটি সিরিজ
https://justpaste.it/4hhtd

>> তাহাজ্জুদ সিরিজ
https://justpaste.it/4ja0n

>> মহিমান্বিত কুরআন সিরিজের সকল পর্ব
https://justpaste.it/3dxi7

>> ধ্বংসাত্মক দৃষ্টি (বদ নজর সিরিজের সকল পর্ব)
https://justpaste.it/7056k

>> বিশুদ্ধ ঈমান সিরিজ
https://justpaste.it/7fh32

>> ইমান ভঙ্গের ১০ কারণ
https://justpaste.it/9icuq

>> দুশ্চিন্তা ও ডিপ্রেশন থেকে মুক্তির ১০ আমল
https://justpaste.it/8gmtk

>> পর্দায় প্রত্যাবতন: পর্দায় ফেরার গল্প
https://justpaste.it/3lqzf

>> নফসের জিহাদ -শায়খ আহমাদ মুসা জিবরীল (হাফিজাহুল্লাহ)
https://justpaste.it/8vnly

>> রাসূলুল্লাহ (সঃ) এর সকাল-সন্ধ্যার দু'আ ও যিকর
https://justpaste.it/sokalsondharjikir

>> সালাফদের আত্মশুদ্ধিমূলক বাণী
https://justpaste.it/9e6qh

>> সন্তান লাভের ৭ টি গুরুত্বপূর্ণ আমল
https://justpaste.it/9hth5

>> Rain Drops, Baseera, Hunafa, Mubashshireen Media ও Ummah Network থেকে প্রকাশিত গুরুত্বপূর্ণ সিরিজগুলোর (তাওহীদ সিরিজ, আকিদা সিরিজ, তাহাজ্জুদ, সালাত, আল্লাহর গুণবাচক নামসমূহ নিয়ে আলোচনা, ধূলিমলিন উপহার রামাদান, আলোর পথে যাত্রা, পরকালের পথে যাত্রা, শ্রেষ্ঠ মানুষেরা(নবীদের জীবনী), জীবন-মৃত্যু-জীবন, সীরাহ(রাসূলুল্লাহ (সাঃ) এর জীবনী), কুরআনের কথা, কোরআনের বিভিন্ন সূরার তাফসীর, আমি তাওবা করতে চাই কিন্তু, সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, বোনদের প্রতি উপদেশ) অডিও ডাউনলোড লিংক
https://justpaste.it/4kes1

>> পাপ থেকে বাঁচার ১০ উপায়: যা সকল মুসলিমের জানা আবশ্যক
https://justpaste.it/3ob7j

>> রমজানের প্রস্তুতি : মুমিনের পথ ও পাথেয়
https://justpaste.it/5tziy

>> কাফির ও ইসলামের শত্রুদের মৃত্যু বা বিপদে আনন্দ প্রকাশ
https://justpaste.it/6ksvm

>> মহিমান্বিত রজনী (লাইলাতুল কদর) সিরিজ, লাইলাতুল কদরের জন্য ১২ টি সহজ আমল এবং ইতিকাফের গুরুত্ব, ফজিলত, উদ্দেশ্য, আমল।
https://justpaste.it/1q3bs

>> বিশেষ নফল নামাজ সিরিজ (ইশরাক, দোহা, চাশত, আওয়াবিন, যাওয়াল, সালাতুল হাজত, সালাতুত তাসবিহ)
https://justpaste.it/9n0kf

>> হাদিসের শিক্ষা সিরিজ
https://justpaste.it/4fywd

>> ইস্তিখারা সিরিজ
https://justpaste.it/2i736

>> আমাদের নবীজি (সাঃ) সিরিজ
https://justpaste.it/4c1tt

>> Words With Nusus সিরিজ
https://justpaste.it/6h968

>> বছরের শ্রেষ্ঠ দশ দিন (জিলহজ মাসের প্রথম দশ দিন)
https://justpaste.it/1s2vv

>> আশুরা দিবস : বাস্তবতা, পালনীয় ও বর্জনীয়
https://justpaste.it/3kn8w

>> বিবাহের কিছু আমল ও দু‘আ এবং সুখী দাম্পত্যজীবনের জন্য ১০টি করণীয়, স্ত্রীকে বশ করে রাখার টোটকা
https://justpaste.it/58k7y

>> দুআ সম্পর্কিত গুরুত্বপূর্ণ লেখাসমূহ, দুআ কবুলের সময় শর্তাবলী ও আদবসমূহ, দুআ কবুলের গল্পগুলো
https://justpaste.it/7ttq6

>> কুরআন কারীম নিয়ে আতিক উল্লাহ হুজুরের অসাধারন কিছু কথা ও উপদেশ
https://justpaste.it/8abde

.

>> ইসলামিক বই, অডিও-ভিডিও লেকচার সিরিজ সহ গুরুত্বপূর্ণ বিষয়ের লিংকগুলো পাবেন এখানে। সবগুলো বিষয়ের লিংক এক জায়গায় রাখা হয়েছে। এই লিংকটা শেয়ার করতে পারেন। 
https://justpaste.it/48f6m