JustPaste.it

সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ৪ | তাগুতের পরিচয় ও প্রকারভেদ

 

তাগুতের পরিচয়ঃ
♦আভিধানিক অর্থঃ طاغوتএর কয়েকটি অর্থ হলো- সীমালঙ্ঘনকারী,আল্লাহদ্রোহী ও বিরুদ্ধাচরণকারী ইত্যাদি।
♦পারিভাষিক অর্থঃ যার কারণে বান্দা আল্লাহ তা'আলার সীমালঙ্ঘন  এবং সে তাতে সন্তুষ্ট থাকে।


তাগুতের প্রকারভেদঃ তাগুত অনেক প্রকার। তবে নিন্মোক্ত তাগুতেরা উল্লেখযোগ্য।


১.শয়তান।

أَلَم أَعهَد إِلَيكُم يا بَني آدَمَ أَن لا تَعبُدُوا الشَّيطانَ إِنَّهُ لَكُم عَدُوٌّ مُبينٌ

হে বনী আদম, আমি কি তোমাদেরকে এ মর্মে নির্দেশ দেইনি যে, ‘তোমরা শয়তানের উপাসনা করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু’!

(সুরা ইয়াসীন:৬০)


২.কু-প্রবৃত্তি।

أَرَأَيتَ مَنِ اتَّخَذَ إِلهَهُ هَواهُ أَفَأَنتَ تَكونُ عَلَيهِ وَكيلًا

আপনি কি তাকে দেখেন নি, যে তার প্রবৃত্তিকে নিজের ইলাহরূপে গ্রহণ করেছে? তবুও কি আপনি তার যিম্মাদার হবেন?

(সূরা আল-ফুরকান:৪৩)


৩.আল্লাহ তায়ালার হুকুম পরিবর্তনকারী শাসক।

أَلَم تَرَ إِلَى الَّذينَ يَزعُمونَ أَنَّهُم آمَنوا بِما أُنزِلَ إِلَيكَ وَما أُنزِلَ مِن قَبلِكَ يُريدونَ أَن يَتَحاكَموا إِلَى الطّاغوتِ وَقَد أُمِروا أَن يَكفُروا بِهِ وَيُريدُ الشَّيطانُ أَن يُضِلَّهُم ضَلالًا بَعيدًا

তুমি কি তাদেরকে দেখনি, যারা দাবী করে যে, নিশ্চয় তারা ঈমান এনেছে তার উপর, যা নাযিল করা হয়েছে তোমার প্রতি এবং যা নাযিল করা হয়েছে তোমার পূর্বে। তারা তাগূতের কাছে বিচার নিয়ে যেতে চায় অথচ তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে তাকে অস্বীকার করতে। আর শয়তান চায় তাদেরকে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত করতে।

(সূরা আন নিসা:৬০)


৪.গায়েবের খবর জানে দাবিকারী।

وَعِندَهُ مَفاتِحُ الغَيبِ لا يَعلَمُها إِلّا هُوَ وَيَعلَمُ ما فِي البَرِّ وَالبَحرِ وَما تَسقُطُ مِن وَرَقَةٍ إِلّا يَعلَمُها وَلا حَبَّةٍ في ظُلُماتِ الأَرضِ وَلا رَطبٍ وَلا يابِسٍ إِلّا في كِتابٍ مُبينٍ

আর তাঁর কাছে রয়েছে গায়েবের চাবিসমূহ, তিনি ছাড়া এ বিষয়ে কেউ জানে না এবং তিনি অবগত রয়েছেন স্থলে ও সমুদ্রে যা কিছু আছে। আর কোন পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন এবং যমীনের অন্ধকারে কোন দানা পড়ে না, না কোন ভেজা এবং না কোন শুষ্ক কিছু; কিন্তু রয়েছে সুস্পষ্ট কিতাবে।

(সূরা আল আন-আম:৫৯)


৫.গাইরুল্লাহর হুকুম দিয়ে বিচারকারী।

فَلا وَرَبِّكَ لا يُؤمِنونَ حَتّى يُحَكِّموكَ فيما شَجَرَ بَينَهُم ثُمَّ لا يَجِدوا في أَنفُسِهِم حَرَجًا مِمّا قَضَيتَ وَيُسَلِّموا تَسليمًا


অতএব তোমার রবের কসম, তারা মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজদের অন্তরে কোন দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয়।

(সূরা আল মায়েদাহ:৪৪)


৬.ভণ্ড ফকির,দরবারি আলেম, ধর্মযাজক ইত্যাদি যারা আল্লাহ প্রদত্ত হালালকে হারাম ও হারামকে হালাল বানায়।

اتَّخَذوا أَحبارَهُم وَرُهبانَهُم أَربابًا مِن دونِ اللَّهِ وَالمَسيحَ ابنَ مَريَمَ وَما أُمِروا إِلّا لِيَعبُدوا إِلهًا واحِدًا لا إِلهَ إِلّا هُوَ سُبحانَهُ عَمّا يُشرِكونَ

তারা আল্লাহকে ছেড়ে তাদের পন্ডিত ও সংসার-বিরাগীদেরকে* রব হিসেবে গ্রহণ করেছে এবং মারইয়ামপুত্র মাসীহকেও। অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে, তিনি ছাড়া কোন (হক) ইলাহ নেই। তারা যে শরীক করে তিনি তা থেকে পবিত্র।

 

* এ স্থলে أحبار দ্বারা ইয়াহূদীদের ধর্মপন্ডিত আর رهبان দ্বারা নাসারাদের ধর্মপন্ডিতদেরকে বুঝানো হয়েছে।

(সূরা আত তাওবাহ:৩১)

 

যাস্টপেস্ট লিংক

https://justpaste.it/7i58a

 

-----------------
সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট -১ | তাওহিদের পরিচয় ও প্রকারভেদ

https://dawahilallah.com/showthread....B%26%232470%3B

সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ২ | তাওহিদের শর্তসমূহ

https://dawahilallah.com/showthread....B%26%232489%3B

 

সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ৩ | তাওহিদের রুকন সমূহ

 

https://dawahilallah.com/showthread.php?22489-%26%232488%3B%26%232434%3B%26%232453%3B%26%232509%3B%26%232487%3B%26%232495%3B%26%232474%3B%26%232509%3B%26%232468%3B-%26%232468%3B%26%232494%3B%26%232451%3B%26%232489%3B%26%232495%3B%26%232470%3B-%26%232474%3B%26%232509%3B%26%232480%3B%26%232460%3B%26%232503%3B%26%232453%3B%26%232509%3B%26%232463%3B-%26%232534%3B%26%232537%3B-%26%232468%3B%26%232494%3B%26%232451%3B%26%232489%3B%26%232495%3B%26%232470%3B%26%232503%3B%26%232480%3B-%26%232480%3B%26%232497%3B%26%232453%3B%26%232472%3B-%26%232488%3B%26%232478%3B%26%232498%3B%26%232489%3B

 

===========

চলবে ইনশা আল্লাহ


♦সহায়িকা
১.الدرر السنية للأجوبة النجدية
ডাউনলোড লিংক
https://archive.org/details/WAQ41814

 

২.আকিদার দশটি মাসয়ালা যা না জানলে নয়
ডাউনলোড লিংক
https://www.quraneralo.com/10-masalah-about-aqeedah/