JustPaste.it

c2i_1462021181157.png

বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ২য় পর্ব || সলাত || পাঁচটি হাদিস

=> হাদিস নং ১ | সলাতুল ফজর

 

عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَسْفِرُوا بِالْفَجْرِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ ‏"‏ ‏.‏

 

রাফি’ ইবনু খাদীজ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ তোমরা ফযরের নামায (ভোরের অন্ধকার) ফর্সা করে আদায় কর। কেননা তাতে অনেক সাওয়াব রয়েছে।[১]

হাদিসের মান: সহিহ হাদিস।

{(অন্ধকার) ফর্সা হওয়ার অর্থ হচ্ছে- সন্দেহাতীতরূপে ভোর হওয়া। কিন্তু ফর্সা হওয়ার অর্থ এই নয় যে, নামায দেরী করে আদায় করতে হবে। }


 


=> হাদিস নং ২ | সলাতুজ জোহর 

 

وَعَنْ اَنَسٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ اِذَ كَانَ الْحَرُّ اَبْرَدَ بِالصَّلَاةِ وَاِذَ كَانَ الْبَرْدُ عَجَّلَ.

 

আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (যুহরের সলাত) গরমকালে ঠান্ডা করে (গরম কমলে) আদায় করতেন আর শীতকালে আগে আগে আদায় করতেন। [২]

হাদিসের মান: সহিহ হাদিস।

 

 

=> হাদিস নং ৩ | সলাতুল আসর 

 

وَعَنْ بُرَيْدَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ تَرَكَ صَلَاةَ الْعَصْرِ فَقَدْ حَبِطَ عَمَلُه.

বুরায়দাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: যে ব্যক্তি ‘আসরের সলাত ছেড়ে দিল সে তার ‘আমল বিনষ্ট করল। [৩]

হাদিসের মান: সহিহ হাদিস।

 

 

 

=> হাদিস নং ৪ | সলাতুল মাগরিব

عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْمَغْرِبَ إِذَا تَوَارَتْ بِالْحِجَابِ


সালামাহ ইবনুল আকওয়া (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, সূর্যাস্তের সাথে সাথেই আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম।

হাদিসের মান: সহিহ।[৪]

 

 

 

=> হাদিস নং ৫ | সলাতুল ইশা

 

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لَوْلَا أَنْ أَشُقَّ عَلى أُمَّتِيْ لَامَرْتُهُمْ بِتَأْخِيرِ الْعِشَاءِ وَبِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاَةٍ

 

আবূ হুরায়রাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : আমি আমার উম্মাতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে ‘ইশার সলাত দেরীতে আদায় করতে ও প্রত্যেক সলাতের সময় মিসওয়াক করার আদেশ করতাম। [৫]

 হাদিসের মান: সহিহ।

...............................

[১] জামে' আত-তিরমিজি, হাদিস নং ১৫৪। নাসায়ী ৫৪৮-৪৯, আবূ দাঊদ ৪২৪, আহমাদ ১৫৩৯২, ১৬৮০৬, ১৬৮২৮; দারিমী ১২১৭।

 

[২] সহীহ : নাসায়ী ৪৯৯। মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৬২০।


[৩] সহীহ : বুখারী ৫৫৩, নাসায়ী ৪৭৪, আহমাদ ২২৯৫৭, সহীহ আত্ তারগীব ৪৭৮। মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৫৯৫।

 

[৪] বুখারী ৫৬১, মুসলিম ৬৩৭, তিরমিযী ১৬৪, আবূ দাঊদ ৪১৭, আহমাদ ১৬০৯৭, ১৬১১৫; দারিমী ১২০৯। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৬৮৮।

 

[৫] সহীহ : বুখারী ৮৮৭, মুসলিম ২৫২, আবূ দাঊদ ৪৬। মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ৩৭৬।

--------------------

যাস্টপেস্ট লিংক

https://justpaste.it/2ebqp

বিগত পর্বের লিংক

বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ১ম পর্ব || ঈমান || পাঁচটি হাদিস

https://dawahilallah.com/showthread.php?23294

 

আপনার নেক দোয়ায় ভাইদেরকে স্বরণ রাখুন৷ ৷

<===========[]===========>