JustPaste.it

মুহতারাম ভাইয়েরা! ফেসবুক খোলার ব্যাপারে আমার জানা কিছু টিপস। আশা করি আপনাদের কাজে আসবে।


১/ প্রথমে আপনারা টর এ গিয়ে একটি নির্দিষ্ট এলাকার আইপি সিলেক্ট করে ফেলুন।


২/ অতঃপর yandex.com অথবা tutanta.com এ গিয়ে একটি ইমেইল আইডি খুলে ওটা দ্বারা একটি ফেসবুক আইডি খুলুন।

৩/ অতঃপর ইমেইল এ যে কোড গিয়েছে, ওটা দ্বারা আপনার ফেসবুক আইডির ভেরিফিকেশনের কাজটি সেরে ফেলুন।


৪/ এর পর যদি কোন সমস্যা না হয়, তাহলে টেনশন ছাড়া ফেসবুক চালাতে থাকুন।


৫/ কিন্তু হয়তো একটু পর বা কয়েকদিন পর আপনার কাছে মোবাইল নাম্বার চেয়ে বসতে পারে, তাহলেও নো টেনশন, চলে যান textnow.com এ। একটি ইমেইল আইডি দিয়ে ওখানে একটি একাউন্ট খুলে ফেলুন। ওটাতে আপনাকে একটি নাম্বার দিবে। যখন আপনার কাছে ফেসবুক কোন নাম্বার চেয়ে বসবে, তখন ওই নাম্বারটি দিয়ে দিন। এলাকা সিলেক্ট করবেন বা us যুক্তরাষ্ট্র।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৬/ অতঃপর আপনার ওই নাম্বারে ফেসবুক একটি কোড পাঠাবে। এবার ওটা দিয়ে আপনি অবশিষ্ট ভেরিফিকেশনের কাজটি সেরে ফেলুন। তবে মনে রাখার বিষয় হল, যদি কোডটি স্পষ্ট বুঝা যায়, তাহলে তো কোন সমস্যা নেই, আর যদি অস্পষ্ট হয়, তাহলে দেখুন ওই অস্পষ্ট জিনিসগুলোর মধ্যে এক সিরিয়ালে কতগুলো নাম্বার রয়েছে, শুধু ওই এক সিরিয়ালের নাম্বারগুলো দিয়ে ভেরিফিকেশনের কাজটি সেরে ফেলুন। আশা করি ফেসবুক আপনাকে ঠেকাতে পারবেনা।


7/ যদি textnow.com এর কোন নাম্বার কাজ না করে, তাহলে কষ্ট করে ভিন্ন কোম্পানির ইমেইল দিয়ে আরেকটি একাউন্ট খুলুন, কাজ হয়ে যাবে।ইনশা আল্লাহ।

 

ভাইয়েরা কেউ না বুজলে জিজ্ঞেস করতে পারেন।