JustPaste.it
User avatar
@anonymous · May 13, 2016

ইমারাতে ইসলামী আফগানিস্তানের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোল্লা আব্দুল জলিল আখুন্দ হাফিজাহুল্লাহর পক্ষ থেকে

মুহতারাম আমিরুল মুমিনিন হাফিজাহুল্লাহর প্রতি বাইয়াতের ঘোষণা।



ইমারাতে ইসলামী আফগানিস্তানের শাসনকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নায়েব, দেশের অন্যতম জিহাদি ব্যক্তিত্ব আলহাজ মোল্লা আব্দুল জলিল আখুন্দ হাফিজাহুল্লাহ মহামান্য আমিরুল মুমিনিন মোল্লা আখতার মুহাম্মাদ মনসুর হাফিজাহুল্লাহর কাছে স্বীয় বাইয়াতের ঘোষণা প্রদান করেছেন। হযরত আখুন্দ সাহেব আমিরুল মুমিনিন হাফিজাহুল্লাহর কাছে প্রেরিত চিঠিতে লিখেছেন “আমি ইমারাতে ইসলামীর মহামান্য আমিরের হাতে বাইয়াতের ঘোষণা দিচ্ছি। আমি আল্লাহ তায়ালার কাছে দুয়া করি যেন, ইমারাতে ইসলামীর সকল দায়িত্বশীল ও সাথী ওই বিষয়ে কামিয়াব হোন, যাতে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন।


হযরতের পশতু ভাষায় লিখিত চিঠির বাংলা অনুবাদঃ-


আমি মোল্লা আব্দুল জলিল আখুন্দ ইমারাতে ইসলামীর আমির জনাব মোল্লা আখতার মুহাম্মাদ মনসুর হাফিজাহুল্লাহর হাতে ইসলামী শরিয়াহর সীমায় থেকে বাইয়াহ প্রদান করছি। আল্লাহ তায়ালার কাছে দুয়া করি যেন, ইমারাতে ইসলামীর সকল দায়িত্বশীল ও সাথী ওই বিষয়ে কামিয়াব হোন, যাতে আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন।


ওয়াসসালাম


মোল্লা আব্দুল জলিল আখুন্দ


২/৮/১৪৩৭ হিজরি


পরিবেশনা

 

আপনার নেক দুয়ায় আমাদের ভুলবেননা!