সিরিয়ার হালব জেলার শরয়ী বোর্ডের একটি সিদ্ধান্ত
২৮/৪/২০১৬
মানবতা ও দ্বীনে ইসলামের শত্রæ সিরীয় সরকার, রাশিয়ার লাল কুকুর এবং তাদের পশ্চিমা সহযোগী ও সমর্থকদের সমš^য়ে হালব জেলায় পরিচালিত ভয়ংকর, রক্তাত্ব ও নির্বিচার হত্যাকাণ্ড, যা থেকে মসজিদ, মাদরাসা, হাসপাতাল, বাজার কিছুই বাদ যাচ্ছে না-এর কারণে এইা প্রথমবারের মত শরয়ী বোর্ডের পক্ষ থেকে হালব জেলায় আগামী কালের জুমআর নামায না পড়তে অনুরোধ করা হচ্ছে। জুমআর পরিবর্তে জোহর পড়তে বলা হচ্ছে। কারণ জুমআর জন্য একত্রিত হলে একই সময় একই স্থানে শত শত প্রাণ কেড়ে নেয়া শত্রæদের জন্য খুব সহজ হবে।
আমরা জানি এ সিদ্ধান্তের কারণে মুমিনদের অন্তর দু:খভারাক্রান্ত হয়ে পড়বে। কিন্তু জীবনের হেফাজতও যেহেতু জরুরিয়্যাতে দ্বীনের অন্তর্ভুক্ত, তাই মন না মানলেও এ দিকনির্দেশনার উপর আমল করতে অনুরোধ করা যাচ্ছে। আমরা দেখছি আল্লাহর শত্রæরা আত্মীয়তার সৌহার্দ এবং আল্লাহর ঘর মসজিদের পবিত্রতার প্রতি সামান ভ্রæক্ষেপও করছে না। বরং তারা যেন মসজিদগুলো ধ্বংসের জন্যই বদ্ধপরিকর। আল্লাহ তাদেরকে ধ্বংস করুন।
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক।