JustPaste.it

শাইখ উসামা বিন লাদিনের শাহাদাত প্রসঙ্গে মিনবার আল তাওহীদ ওয়াল জিহাদের বিবৃতির একটি বাংলা অনুবাদ

পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি

সকল প্রশংসা আল্লাহ্‌র। শান্তি এবং অনুগ্রহ বর্ষিত হোক যুদ্ধের সেনাপতি আমাদের রসূল সল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লামের উপর।

শুরুঃ

আমরা ইসলামিক উম্মাহর সাধারন জনসাধারন এবং বিশেষভাবে মুজাহিদদেরকে এই যুগের জিহাদের শাইখ উসামা বিন মুহাম্মদ বিন লাদেন (আল্লাহ্‌ তাঁর উপর অনুগ্রহ বর্ষন করুন) এর শহীদ হওয়া উপলক্ষ্যে অভিনন্দন জানাচ্ছি।
আমরা মিনবার আল তাওহীদ ওয়াল জিহাদ যদিও আমাদের শাইখের হত্যাকান্ডে দুঃখিত কিন্তু দুই কারণে আমরা আবার আনন্দিত।

প্রথমঃ

মুজাহিদ শাইখ উসামা বিন লাদিন (আল্লাহ্‌ তাঁর উপর অনুগ্রহ করুন) অর্জন করেছেন সেইটি যার জন্য তিনি গত ত্রিশ বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন।

সর্বশক্তিমান আল্লাহ্‌ বলেনঃ

َلا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتاً بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ. فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلا هُمْ يَحْزَنُونَ . يَسْتَبْشِرُونَ بِنِعْمَةٍ مِنَ اللَّهِ وَفَضْلٍ وَأَنَّ اللَّهَ لا يُضِيعُ أَجْرَ الْمُؤْمِنِينَ

আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না। বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকাপ্রাপ্ত।আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে। আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে। কারণ, তাদের কোন ভয় ভীতিও নেই এবং কোন চিন্তা ভাবনাও নেই।আল্লাহর নেয়ামত ও অনুগ্রহের জন্যে তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে, আল্লাহ, ঈমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না। [সূরা আল ইমরান ১৬৯-১৭১]

আবু হুরায়রা (রাযিআল্লাহুআনহু) বলেছিলেন আল্লাহ্‌র রসূল সল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম বলেছিলেনঃ “আমি শপথ করে বলছি যে আমি চাই আল্লাহ্‌র জন্য যুদ্ধ করব এবং তারপর  মারা যাব, তারপর আবার জীবিত হব এবং আবার মারা যাব, তারপর আবার জীবিত হব এবং আবার মারা যাব এবং তারপর আবার জীবিত হব” [সহীহ হাদিস দ্বারা প্রমানিত]

শাহাদাত এমন একটি বস্তু যা অর্জন করার জন্য আমাদের রসূল (সল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লাম) ইচ্ছা পোষন করেছিলেন, যা অর্জন করেছেন আমাদের শাইখ উসামা বিন লাদিন (আল্লাহ্‌ তাঁর উপর অনুগ্রহ করুন)। এইটি যেকেোন ব্যক্তির জন্য আনন্দ এবং খুশির বিষয় হবে যারা আমাদের শাইখ এবং তাঁর প্রোগ্রামগুলোকে ভালোবাসে।

দ্বিতীয়ঃ

ইসলামের সিংহ শাইখ উসামা বিন লাদিনের(আল্লাহ্‌ তাঁর উপর অনুগ্রহ করুন) শাহাদাতবরনকে আমরা জান্নাতে তাঁর নতুন জীবন হিসেবে বিবেচনা করি এবং আল্লাহ্‌ তাঁর বিচারক। যার জন্য তিনি নিহত হয়েছিলেন তিনি তাঁকে এই দ্বীনে নতুন জীবন দিয়েছেন।

যার প্রতি আপনি দায়িত্বশীল তা যদি আপনি পালন না করেন
সেইদিন কি করবেন যেইদিন আপনাকে শৃঙ্খলাবদ্ধ করা হবে এবং আবৃত করা হবে

 “শহীদের রক্ত হচ্ছে আলো এবং আগুন”
“আমাদের আহবানের প্রমান হচ্ছে আমাদের নেতৃত্বের শাহাদাতবরন”

সর্বশক্তিমান আল্লাহ্‌ বলেনঃ

وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُواْ لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللّهِ وَمَا ضَعُفُواْ وَمَا اسْتَكَانُواْ وَاللّهُ يُحِبُّ الصَّابِرِينَ

 “আর বহু নবী ছিলেন, যাঁদের সঙ্গী-সাথীরা তাঁদের অনুবর্তী হয়ে জেহাদ করেছে; আল্লাহর পথে-তাদের কিছু কষ্ট হয়েছে বটে, কিন্তু আল্লাহর রাহে তারা হেরেও যায়নি, ক্লান্তও হয়নি এবং দমেও যায়নি। আর যারা সবর করে, আল্লাহ তাদেরকে ভালবাসেন। [সূরা আল ইমরান ১৪৬]

আমরা মিনবার আল তাওহিদ ওয়াল জিহাদের পক্ষ থেকে আমাদের শাইখ উসামা বিন লাদেনের পবিত্র আহবানকে সত্যপন্থী লোকজন, গুরাবা, পৃথিবীর সকল ইসলামী জনগনের  জন্য বিশ্বস্থ বন্ধু হিসেবে দেখি। আল্লাহ্‌র ইচ্ছায় এইটি অনেক অমুসলিমদের জন্য ইসলামে প্রবেশের রাস্তা হবে।

وَاللّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ

“আল্লাহ নিজ কাজে প্রবল থাকেন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না”।[সূরা ইউসুফঃ২১]

পরিশেষে আমরা বলতে চাই, যদিও আমেরিকা শাইখ উসামা বিন লাদিনের মৃত্যুতে আনন্দিত, আমরা তাদেরকে আনন্দের সাথে বলতে চাই যে আল্লাহ্‌ যাদেরকে এইখানে রেখেছেন তারাই আমেরিকার ক্ষতি করে যাবে অবিরত।

সকল প্রশংসা আল্লাহ্‌র যিনি সকল কিছুর মালিক।

মিনবার আল তাওহিদ ওয়াল জিহাদ

শুক্রবার, ৪ জুমাদা আল-থানী ১৪৩২ হিজরী
শুক্রবার, ৬ মে ২০১১ খ্রীষ্টাব্দ