JustPaste.it

Ramadan Planner 12

User avatar
Safwan @Safwan313 · Apr 4, 2023

 ১২ রমাদান, ০৪ এপ্রিল ২০২৩

দৈনিক আয়াত

আয়াত ০১:  

وَأَقيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكاةَ وَاركَعوا مَعَ الرّاكِعينَ

 আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয়। [আল বাকারা ২:৪৩] 

 

আয়াত ০২: 

إِنَّما وَلِيُّكُمُ اللَّهُ وَرَسولُهُ وَالَّذينَ آمَنُوا الَّذينَ يُقيمونَ الصَّلاةَ وَيُؤتونَ الزَّكاةَ وَهُم راكِعونَ

 তোমাদের বন্ধু তো আল্লাহ তাঁর রসূল এবং মুমিনবৃন্দ-যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র। [আল মায়িদাহ ৫:৫৫] 

 

দৈনিক হাদিস

হাদিস ০১: 

নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সে শহিদ, নিজের দ্বীন রক্ষা করতে গিয়ে যে নিহত হবে সে শহিদ নিজের জীবন বাঁচাতে গিয়ে নিহত হলে শহিদ এবং যে নিজ পরিবারকে রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহিদ। (তিরমিযী - ১৩৩৭)

 

হাদিস ০২:

হাস্যোজ্জ্বল মুখে কারো ঙ্গগে সাক্ষাৎ তোমার জন্য সাদাকাস্বরুপ। সৎকাজে আদেশ এবং অসৎকাজে হতে বিরত থাকার নির্দেশ তোমার জন্য সাদাকাস্বরুপ। [সুনান তিরমিযী, হাদীস: ১৯৫৬]


দৈনিক দোয়া

ربنا اصرف عنا عذاب جهنم، إن عذابها كان غراما
হে আমাদের প্রতিপালক! আমাদের থেকে জাহান্নামের শাস্তি দূর করে দিন। নিশ্চয় এর শাস্তি অবিচ্ছিন্ন। (সূরা আল-ফুরকান ২৫: ৬৫)


দিনের কাজ

ইফতার গ্রহনের মাধ্যমেও  মাগরিবের আযানের জবাব দিতে ভুলবেন না।  

 

আল্লাহর নাম (মুখস্থ) 

 الخلّاق মহাস্রষ্টা
الحي চিরঞ্জীব
القيوم সর্বসত্তার ধারক, স্বয়ংসম্পূর্ণ

 

আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী

হাসান রাহিঃ বলেন সালাত যদি বান্দাকে খারাপ কাজ থেকে বিরত না রাখে তবে তা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয়।


স্মৃতিময় রমাদান

৮ম হিজরির রমাদান মাসে রাসুল সাঃ এর নেতৃত্বে সংঘটিত হয় যুগান্তকারী মক্কা বিজয়। মক্কা বিজয় ছিল ইসলামের একটি টার্নিং পয়েন্ট। দীর্ঘ ২০ বছরের নির্যাতন আর নিপীড়ন সত্ত্বেও মুসলিমরা ঘুরে দাঁড়িয়েছিল। বিজয়ী বেশে প্রবেশ করেছিল মক্কার চিরচেনা শহরে। মক্কা বিজয়ের ফলে পুরো আরব উপদ্বীপে ইসলাম একটি পরাশক্তি হিসেবে বিবেচিত হতে লাগল। ইসলামের সামনে দাঁড়ানোর মত শক্তি আর কারো মাঝে ছিল না। এভাবেই ইসলাম বিজয়ী হল। 

 

সালাত ও কুরআন ট্র‍্যাকার

▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল


দৈনিক মুহাসাবা

▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার  = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না

 

রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত