১১ রমাদান, ০৩ এপ্রিল ২০২৩
দৈনিক আয়াত
আয়াত ০১:
يا أَيُّهَا الَّذينَ آمَنوا لا تَتَّخِذُوا اليَهودَ وَالنَّصارى أَولِياءَ بَعضُهُم أَولِياءُ بَعضٍ وَمَن يَتَوَلَّهُم مِنكُم فَإِنَّهُ مِنهُم إِنَّ اللَّهَ لا يَهدِي القَومَ الظّالِمينَ
হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না। [আল মায়িদাহ ৫:৫১]
আয়াত ০২:
وَلا تُصَعِّر خَدَّكَ لِلنّاسِ وَلا تَمشِ فِي الأَرضِ مَرَحًا إِنَّ اللَّهَ لا يُحِبُّ كُلَّ مُختالٍ فَخورٍ
অহংকারবশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ করো না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। [লোকমান ৩১:১৮]
দৈনিক হাদিস
হাদিস ০১:
তোমরা তোমাদের পূর্ববর্তীদের আদর্শ পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করবে, তাদের প্রতিটি বিঘতের এবং প্রতিটি গজের অনুসরণ করবে। এমনকি যদি তারা গুঁই সাপের গর্তে প্রবেশ করে। তোমরাও তাদের পিছনে পিছনে যাবে।" আমরা বললাম, ইয়া রাসুলুল্লাহ, ইহুদি-নাসারাদের কথা বলছেন কি? তিনি বললেন, এছাড়া আর কারা? (বুখারী - ৭৩২০)
হাদিস ০২:
যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করবে, তার জন্য এর বিনিময় একটি সাওয়াব হবে। আর প্রতিটি সাওয়াব ১০ গুন বৃদ্ধি করে দেওয়া হবে। আমি বলি না যে আলিম-লাম-মীম একটি অক্ষর, বরংং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর মীন একটি অক্ষর [সুনানে তিরমিযী, হাদিস: ২৯১০]
দৈনিক দোয়া
رَبِّ أَدخِلني مُدخَلَ صِدقٍ وَأَخرِجني مُخرَجَ صِدقٍ وَاجعَل لي مِن لَدُنكَ سُلطانًا نَصيرًا
হে পালনকর্তা! আমাকে দাখিল করুন সত্যরূপে এবং আমাকে বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য। [ বনী-ইসরাঈল ১৭:৮০]
দিনের কাজ
আপনার পিতা-মাতা ও পরিবারের কাজে সাহায্য করুন।
আল্লাহর নাম (মুখস্থ)
القدير মহাপ্রতাপশালী সর্বশক্তিমান
الرب প্রভু, প্রতিপালক
الطيب মহাপবিত্র
আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী
মুসলিম ইবনে ইয়াসার রাহিঃ বলেন, এমন বান্দার ঈমান আর কতটুকু, যে আল্লাহর অপছন্দনীয় বিষয় থেকে বিরত থাকতে পারে না।
স্মৃতিময় রমাদান
১৪ হিজরির রামাদান মাসে সাইয়্যেদুনা উমর রাদিঃ মুসলমানদেরকে তারাবীহর নামায একসাথে আদায় করার উদ্দেশ্যে একটি জামাত কায়েম করেন। উবাই বিন কাব রাদিঃ কে তারাবীহর ইমামতির দায়িত্ব দেন। তারপর থেকেই জামাতের সাথে তারাবীহ আদায় করার নিয়মিত আমল চালু হয়।
সালাত ও কুরআন ট্র্যাকার
▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল
দৈনিক মুহাসাবা
▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না
রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত