১০ রমাদান, ০২ এপ্রিল ২০২৩
দৈনিক আয়াত
আয়াত ০১:
وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسولَهُ وَالَّذينَ آمَنوا فَإِنَّ حِزبَ اللَّهِ هُمُ الغالِبونَ
আর যারা আল্লাহ তাঁর রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী। [আল মায়িদাহ ৫:৫৬]
আয়াত ০২:
وَمَن يَبتَغِ غَيرَ الإِسلامِ دينًا فَلَن يُقبَلَ مِنهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الخاسِرينَ
যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত। [আল ইমরান ৩:৮৫]
দৈনিক হাদিস
হাদিস ০১:
এক মুমিন অপর মুমিনের জন্যদেয়ালের মত, যার এক অংশ অপর অংশকে মজবুত করে। (এ বলে) তিনি তার এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের আঙ্গুলে প্রবেশ করিয়ে দেখালেন। [বুখারি - ৪৬১]
হাদিস ০২:
যে ব্যক্তি অসুস্থকে দেখতে যায়, ফিরে আসা পর্যন্ত সে জান্নাতের বাগিচায় থাকে। [ সহীহ মুসলিম, হাদীস: ২৫৬৮]
দৈনিক দোয়া
اللهم إني أعوذ بك أن أشرك بك وأن أهلم، واستعطيرك لما لا أعلم
হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থণা করছি। জেনে শুনে আপনার সাথে শিরক করা হতে, আর ক্ষমা প্রার্থণা করছি ঐসব বিষয়ের জন্য যা আমার অজানা।
[সহিহুল জামে ৩৭৩১,বাদায়ুল ফাত্তায়েদ২/২৪২,]
দিনের কাজ
একজন অভাবীকে একবেলা খাবার কিনে দিন।
আল্লাহর নাম (মুখস্থ)
المتين মহাশক্তিমান
الولي বন্ধু, অভিভাবক
الحميد সর্বপ্রশংসিত
আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী
গানিম ইবনে কায়েস বলেন, আমরা পরস্পরকে চারটি উপদেশ দিতাম, অবসরে ব্যস্ততার জন্য আমল করো, সুস্থাবস্থায় অসুস্থাবস্থার জন্য আমল করো, যৌবনে বার্ধক্যের জন্য আমল করো এবং জীবদ্দশায় মৃত্যুর জন্য আমল করো।
স্মৃতিময় রমাদান
২২৩ হিজরির রমাদানে আব্বাসী খলিফা মুতাসিম বিল্লাহ একজন মুসলিম নারীর আহবানে সাড়া দিয়ে আমুরিয়া অভিমুখে স্বশরীরে বাহিনী নিয়ে রওনা হন। বাইজান্টাইনদের সবচেয়ে সুরক্ষিত দূর্গ আমুরিয়া অবরোধ করেন। দূর্গের দেয়াল লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে দেয়াল। ধ্বসিয়ে দেওয়া হয়। খ্রিস্টানরা আত্মসমর্পণ করে। একজন নারীর সম্মান রক্ষায় এভাবেই রচিত হয় ইসলামের মহান আমুরিয়া বিজয়ের গাথা।
সালাত ও কুরআন ট্র্যাকার
▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল
দৈনিক মুহাসাবা
▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না
রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত