JustPaste.it

Ramadan Planner 09

User avatar
Safwan @Safwan313 · Apr 1, 2023

৯ রামাদান, ১ এপ্রিল ২০২৩

দৈনিক আয়াত

আয়াত ০১:  

إِنَّما وَلِيُّكُمُ اللَّهُ وَرَسولُهُ وَالَّذينَ آمَنُوا الَّذينَ يُقيمونَ الصَّلاةَ وَيُؤتونَ الزَّكاةَ وَهُم راكِعونَ

 তোমাদের বন্ধু তো আল্লাহ তাঁর রসূল এবং মুমিনবৃন্দ-যারা নামায কায়েম করে, যাকাত দেয় এবং বিনম্র। [আল মায়িদাহ ৫:৫৫] 

 

আয়াত ০২: 

لَن تَنالُوا البِرَّ حَتّى تُنفِقوا مِمّا تُحِبّونَ وَما تُنفِقوا مِن شَيءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَليمٌ

 কস্মিণকালেও কল্যাণ লাভ করতে পারবে না, যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না কর। আর তোমরা যদি কিছু ব্যয় করবে আল্লাহ তা জানেন। [আল ইমরান ৩:৯২] 

 

দৈনিক হাদিস

হাদিস ০১: 

তোমরা মুশরিকদের বিপরীত কর, গোঁফ খাটো কর এবং দাড়ি বড় কর। [বুখারী - ৫৮৯২]

 

হাদিস ০২:

অনর্থক-অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৩৯৭৬


দৈনিক দোয়া

اللهم إني أسألك العافية في الدنيا والآخرة ، اللهم إني أسألك العفو والعافية في ديني ، ودنياي وأهلي ومالي ، اللهم استر عوراتي، وآمن روعاتي ، اللهم احفظني من بين يدي ومن خلفي ، وعن يميني ، وعن شمالي ، ومن فوقي، وأعوذ بعظمتك أن أمثال من تحتي ابو داود

হে আল্লাহ আমি আপনার কাছে এই দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা। করছি। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার ধর্ম, আমার দুনিয়া, আমার পরিবার এবং আমার অর্থের জন্য ক্ষমা ও নিরাপত্তা পার্থনা করছি। আমার গোপন ত্রুটিগুলি ঢেকে রাখুন , আমার উদবিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায়। হে আল্লাহ আপনি আমকে হেফাযত করুন আমার সামনের দিক থেকে, আমার পিছনের দিক থেকে,।আমার ডানদিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরে থেকে এবং।আপনার মহত্ত্বের অসিলায় আশ্রয় চাই আমার নিছ থেকে হঠাত আক্রমন থেকে। [আবু দাউদ ৫০৭৪]


দিনের কাজ

হাসিমুখে সবার সাথে কথা বলুন এবং সাক্ষাৎ করুন পরিবারের ভালো-মন্দ খোজ খবর নিন।

 

আল্লাহর নাম (মুখস্থ) 

الحقّ অতীব সত্য
الوكيل তত্ত্বাবধায়ক
القوى প্রবল শক্তিমান

 

আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী 

হারিম ইবনে হাইয়্যান রাহিঃ বলতেন, আমি এমন সময়ে উপনীত হওয়া থেকে পানাহ চাই, যখন প্রবীণরা দীর্ঘ।জীবনের স্বপ্ন দেখবে, যুবকেরা অবাধ্য হবে অথচ মৃত্যু তাদের কাছে চলে আসবে।


স্মৃতিময় রমাদান

২য় হিজরির রমাদান মাসের (১৭ রমাদান) বদর প্রান্তরেই সলামের সর্বপ্রথম ওযুগান্তকারী লড়াই অনুষ্ঠিত হয়। সাইয়্যেদুল মুরসালিন সাঃ এর নেতৃত্বে মাত্র ৩১৩ জনের নিরস্ত্রপ্রায় মুসলিম ১ হাজার সশস্ত্র কাফেরেরবিরুদ্ধে দাঁড়িয়ে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিলেন। বদর যুদ্ধের মাধ্যমেই ইসলামের ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল যে, ইসলাম চিরকাল বিজয়ীই থাকবে এই পথেই।

 

সালাত ও কুরআন ট্র‍্যাকার

▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল


দৈনিক মুহাসাবা

▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার  = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না

 

রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত