JustPaste.it

Ramadan Planner 08

User avatar
Safwan @Safwan313 · Mar 31, 2023

দৈনিক আয়াত

আয়াত ০১:  

اتَّبِعوا ما أُنزِلَ إِلَيكُم مِن رَبِّكُم وَلا تَتَّبِعوا مِن دونِهِ أَولِياءَ قَليلًا ما تَذَكَّرونَ

তোমরা অনুসরণ কর, যা তোমাদের প্রতি পালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য সাথীদের অনুসরণ করো না। [আল আরাফ ৭:৩] 

 

আয়াত ০২: 

وَأَقيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكاةَ وَاركَعوا مَعَ الرّاكِعينَ

 আর নামায কায়েম কর, যাকাত দান কর এবং নামাযে অবনত হও তাদের সাথে, যারা অবনত হয়। [আল বাকারা ২:৪৩] 

 

দৈনিক হাদিস

হাদিস ০১: 

যে কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। [আবু দাউদ: ৪০৩১]

 

হাদিস ০২:

রাসুল (সাঃ) বলেছেন, কিয়ামতের দিন সে-ই আমার নিকট তম ব্যক্তি হবে, যে আমার প্রতি বেশি পরিমানণে দরুদ পাঠ করেছে। [ সুনানে তিরমিযী, হাদিস: ৪৮৪]


দৈনিক দোয়া

 اللهم لولا أنت ما اهتديتا ولا تصدقنا ولا صلينا فأنزلن سكينة علينا وثبت الأقدام إن لاقينا إن الأعداء قد بغوا علينا إذا أرادوا فلتة ابينا "متفق عليه
হে আল্লাহ আপনি যদি আমাদেরকে পথ না দেখাতেন তাহলে আমরা সাদাকাও করতাম না নামাযও পড়তাম না। আপনি আমাদের উপর প্রশান্তি ঢেলে দিন এবং আমরা যখন শত্রুর সম্মুখীন হব তখন আমাদেরকে অটল রাখুন। [সহিহ ইবনে ৪৫৩৫]


দিনের কাজ

সালাতের সময় হওয়ার আগেই ওযু করে মসজিদে (মহিলারা জায়নামাযে অবস্থান করুন।

 

আল্লাহর নাম (মুখস্থ) 

الأحد একক, অদ্বিতীয়
المجيد অতি সম্মানিত, মর্যাদাবান
الشهيد প্রত্যক্ষদর্শী

 

আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী

বিশর আল হাফি রাহিঃ বলেন যারা শুধু রমাদানে ই আল্লাহর ইবাদাহ করেন (অন্য সময় করেনা) তারা আল্লাহকে চিনতে পারেনি সালেহ হলেন যারা সব সময় আল্লাহর ইবাদাহ ও মুজাহাদাতে লিপ্ত থাকে


স্মৃতিময় রমাদান

৪০৭ হিজরির রমাদান মাসে মূর্তিবিনাশী সুলতান মাহমুদ গজনবী কাশ্মীর আক্রমণ করেন। কাশ্মীরের হিন্দু রাজারা তার প্রলয়ঙ্কারী বিধ্বংসী শক্তির সামনে একে একে মাথানত করতে থাকে। অসংখ্য মূর্তি ধ্বংস করে সুলতান মাহমুদ ভারতের বুকে তাওহীদের বাণী ছড়িয়ে দিচ্ছিলেন। হিন্দু রাজাদের দূর্গগুলো একের পর এক পতন হচ্ছিল। সুলতান মাহমুদের হাতে রমাদানের বরকতময় লড়াই কাশ্মীরে ইসলামের বিজয়ের ঝাণ্ডা উড়িয়েছিল।

 

সালাত ও কুরআন ট্র‍্যাকার

▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল


দৈনিক মুহাসাবা

▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার  = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না

 

রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত