JustPaste.it

Ramadan Planner 07

User avatar
Safwan @Safwan313 · Mar 30, 2023

দৈনিক আয়াত

আয়াত ০১: 

وَلَقَد بَعَثنا في كُلِّ أُمَّةٍ رَسولًا أَنِ اعبُدُوا اللَّهَ وَاجتَنِبُوا الطّاغوتَ فَمِنهُم مَن هَدَى اللَّهُ وَمِنهُم مَن حَقَّت عَلَيهِ الضَّلالَةُ فَسيروا فِي الأَرضِ فَانظُروا كَيفَ كانَ عاقِبَةُ المُكَذِّبينَ

আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা আল্লাহর এবাদত কর এবং তাগুত থেকে নিরাপদ থাক। অতঃপর তাদের মধ্যে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত করেছেন এবং কিছু সংখ্যকের জন্যে বিপথগামিতা অবধারিত হয়ে গেল। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং দেখ মিথ্যারোপকারীদের কিরূপ পরিণতি হয়েছে। [আন নাহল ১৬:৩৬]

 

আয়াত ০২:  

يا أَيُّهَا الَّذينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكونوا مَعَ الصّادِقينَ

হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক। [আত তাওবাহ্ ৯:১১৯]

 

দৈনিক হাদিস

হাদিস ০১: 

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাঃ কে জিজ্ঞাসা করলেন, ঈমানের কোন রজ্জুটি সবচেয়ে মজবুত? তিনি বললেন, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানের সবচেয়ে মজবুত রজ্জুটি হচ্ছে আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য শত্রুতা করা, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য অপছন্দ করা (বাইহাকি- ৯৫১৩)

 

হাদিস ০২:

তোমরা কেউ প্রকৃত মুমিন হতে পারবে না,যতক্ষন না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করবে। [সহীহ বুখারী হাদিস: ১৩]

 
দৈনিক দোয়া

اللهم أنت عضدي وتصيري، بك أخول، وبك أصول وبك أقاتل (ابو داود
হে আল্লাহ! আপনি আমার সহায় ও সাহায্যকারী। আপনি আমার রক্ষাকারী ।


দিনের কাজ

চোখের গুনাহ থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন।

 

আল্লাহর নাম (মুখস্থ) 

الواسع প্রাচুর্যময়
الحكيم প্রজ্ঞাময়
الودود অতি স্নেহময়, প্রেমময়

 

আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী

কাতাদাহ রাহিঃ বলেন, আমের ইবনে আবদে কায়েস রাদিঃ যখন মূমূর্ষ অবস্থায় উপনীত হলেন, তখন তিনি বলতেন, শীতকালের সালাত আর দ্বিপ্রহরের পিপাসা ছাড়া আর কোনো কিছুর জন্যই আমার আফসোস হচ্ছে না।


স্মৃতিময় রমাদান

১৫ হিজরির রমাদান মাসে সাইয়্যেদুনা উমর ইবনুল খাত্তাব রাদিঃ বিজয়ী বেশে বাইতুল মাকদিসে প্রবেশ করেন। খ্রিস্টানদের দম্ভ চূর্ণ করে মুসলিম বাহিনী যখন একের পর এক শামের অঞ্চল দখল করে বাইতুল মাকদিসের দিকে ছুটে চলছিল তখন বাইতুল মাকদিসের খ্রিস্টান পাদ্রীরা উমর রাদিঃ কে স্বশরীরে এসে বাইতুল মাকদিসের দায়িত্ব বুঝে নিতে বললে উমর রাদিঃ স্বশরীরে বাইতুল মাকদিসে আসেন এবং বিজয়ী বেশে প্রবেশ করেন।

 

সালাত ও কুরআন ট্র‍্যাকার

▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল


দৈনিক মুহাসাবা

▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার  = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না

 

রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত