JustPaste.it

Ramadan Planner 06

User avatar
Safwan @Safwan313 · Mar 29, 2023

দৈনিক আয়াত

আয়াত ০১:  

رَبُّ السَّماواتِ وَالأَرضِ وَما بَينَهُما فَاعبُدهُ وَاصطَبِر لِعِبادَتِهِ هَل تَعلَمُ لَهُ سَمِيًّا

 তিনি নভোমন্ডল, ভূমন্ডলে এতদুভয়ের মধ্যবর্তী সবার পালনকর্তা। সুতরাং তাঁরই বন্দেগী করুন এবং তাতে দৃঢ় থাকুন আপনি কি তাঁর সমনাম কাউকে জানেন? [মারইয়াম ১৯:৬৫] 

 

আয়াত ০২: 

يا أَيُّهَا الَّذينَ آمَنوا لا تُحِلّوا شَعائِرَ اللَّهِ وَلَا الشَّهرَ الحَرامَ وَلَا الهَديَ وَلَا القَلائِدَ وَلا آمّينَ البَيتَ الحَرامَ يَبتَغونَ فَضلًا مِن رَبِّهِم وَرِضوانًا وَإِذا حَلَلتُم فَاصطادوا وَلا يَجرِمَنَّكُم شَنَآنُ قَومٍ أَن صَدّوكُم عَنِ المَسجِدِ الحَرامِ أَن تَعتَدوا وَتَعاوَنوا عَلَى البِرِّ وَالتَّقوى وَلا تَعاوَنوا عَلَى الإِثمِ وَالعُدوانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَديدُ العِقابِ

 হে মুমিনগণ! হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং হরমে কুরবানীর জন্যে নির্দিষ্ট জন্তুকে এবং ঐসব জন্তুকে, যাদের গলায় কন্ঠাভরণ রয়েছে এবং ঐসব লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে, যারা স্বীয় পালনকর্তার অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে। যখন তোমরা এহরাম থেকে বের হয়ে আস, তখন শিকার কর। যারা পবিত্র মসজিদ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল, সেই সম্প্রদায়ের শুত্রুতা যেন তোমাদেরকে সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। [ আল মায়িদাহ ৫:২]

 

দৈনিক হাদিস

হাদিস ০১: 

যে আল্লাহর জন্য ভালোবাসল, আল্লাহর জন্য ঘৃণা করল, আল্লাহর জন্য দান করল এবং আল্লাহরই জন্য দান থেকে বিরত থাকল সে তার ঈমান পূর্ণ করল। [আবু দাউদ:৪৬৮১]

 

হাদিস ০২: 

যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহ তায়ালার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না [সুনানে তিরমিযী, হাদিস: ১৯৫৪]


দৈনিক দোয়া

 

اللهم أنجز لي ما وعدتني، اللهم آت ما وعدتني ابو داود
হে আল্লাহ, আপনি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করুন। হে আল্লাহ, আপনি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আমাকে দান করুন।

 

দিনের কাজ

 যার প্রতি আপনা হিংশা কিংংবআ পার্থিব প্রতিযোগিতা আছে, তার উন্নতির জন্য দোয়া করুন।

 

আল্লাহর নাম (মুখস্থ) 

 القهار প্রবল প্রতাপশালী
الوهاب মহাদাতা
الرزاق মহারিযকদাতা

 

আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী

আহনাফ ইবনে কাইস কে বলা হয়েছিল আপনি তো বুদ্ধ আর রোজা আপনাকে দুর্বল করে দিচ্ছে। তিনি বলেন আমি অনেক দীর্ঘ সফরের প্রস্তুতি নিচ্ছি আল্লাহর আনুগত্যে সবর করা. তার আজাবে সবর করা থেকে সহজ।


স্মৃতিময় রমাদান

৫৮৪ হিজরির রামাদান মাসে বাইতুল
মাকদিস বিজেতা সালাহউদ্দিন আইয়ুবি ফিলিস্তিনের সাফদ শহর অবরোধ করেন।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি ছিল খ্রিস্টানদের একটি মজবুত দূর্গ। ১৪ রমাদানে অবরোধ শুরু হয় যা শাউয়াল মাসে চুক্তির মাধ্যমে

বিজিত হয়।

 

সালাত ও কুরআন ট্র‍্যাকার

▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল


দৈনিক মুহাসাবা

▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার  = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না

 

রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত