দৈনিক আয়াত
আয়াত ০১:
وَاسأَل مَن أَرسَلنا مِن قَبلِكَ مِن رُسُلِنا أَجَعَلنا مِن دونِ الرَّحمنِ آلِهَةً يُعبَدونَ
আপনার পূর্বে আমি যেসব রসূল প্রেরণ করেছি, তাদেরকে জিজ্ঞেস করুন, দয়াময় আল্লাহ ব্যতীত আমি কি কোন উপাস্য স্থির করেছিলাম এবাদতের জন্যে? [আয্-যুখরুফ ৪৩:৪৫]
আয়াত ০২:
يَمحَقُ اللَّهُ الرِّبا وَيُربِي الصَّدَقاتِ وَاللَّهُ لا يُحِبُّ كُلَّ كَفّارٍ أَثيمٍ
আল্লাহ তা’আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে। [আল বাকারা ২:২৭৬]
দৈনিক হাদিস
হাদিস ০১:
এমন অনেক রোযাদারর য়েছে, তাদের রোযায় ক্ষুৎ-পিপাসার কষ্ট ব্যতীত কিছু
লাভ হয় না। আবার এমন অনেক রাতেরই বাদতগুযার রয়েছে রাত্রিজাগরণের কষ্টব্য তীত তাদের কিছুই লাভ হয় না।[ মুসনাদে আহমাদ, হাদীস ৯৬৮৫]
হাদিস ০২:
ইননু আব্বাস (রা:) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (সা:) ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল। রামাদানে তিনি আরো। অধিক দানশীল হতেন, যখন জিনরীল (আ:) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। আর রামাদানের প্রতি রাতেই জিবরীল (আ:) তাঁর সঙ্গে দেখা করতেন তাঁরা একে অপরকে কুরআন তিলাওয়াত করে শুনাতেন রাসুল (সা:) প্রবহমান বাতাসের চেয়েও অধিক দানশীল ছিলেন [সহীব বুখারী, হাদিস: ০৬]
দৈনিক দোয়া
اللهم منزل الكتاب سريع الحساب الهزم الأحزاب اللهم الهزمهم وزلزلهم--متفق عليه
হে আল্লাহ, কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী। কাফেরদের দলগুলোকে পরাজিত করুন, হে আল্লাহ, তাদের পরাজিত করুন এবং তাদেরকে প্রকম্পিত করুন।
দিনের কাজ
কোনো সিয়াম পালনকারীকে খুজুর কিংবা পানি দিয়ে ইফতার করান।
আল্লাহর নাম (মুখস্থ)
البارئ উদ্ভাবনকর্তা
المصور আকৃতি-দানকারী
الغفار পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল
আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী
ইমাম বুখারি রাহি, রমাদানের প্রত্যেক দিনে কোরআন এক খতম করতেন আবার। তারাবিহ এর পরে প্রত্যেক তিন রাতে কোরআন এক খতম করতেন।
স্মৃতিময় রমাদান
৯৩৫ হিজরির রমাদান মাসে হাবাশার অবিসংবাদিত নেতা আহমাদ জারান মুসলিমদের বিচ্ছিন্ন জনগোষ্ঠীগুলোকে সঙ্ঘবদ্ধ করে মুসলিমদের উপরে জুলুমকারী খ্রিস্টান সাম্রাজ্য আকসুমের।বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন। আকসুমের খ্রিস্টান রাজারা মুসলিম শাসকদের জিম্মি বানিয়ে রেখে।মুসলিমদের উপর শোষণ চালাত। এই লড়াইয়ের মাধ্যমে আকসুম সাম্রাজ্যের পতন ঘটে।
সালাত ও কুরআন ট্র্যাকার
▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল
দৈনিক মুহাসাবা
▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না
রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত