দৈনিক আয়াত
আয়াত ০১:
وَما أَرسَلنا مِن قَبلِكَ مِن رَسولٍ إِلّا نوحي إِلَيهِ أَنَّهُ لا إِلهَ إِلّا أَنا فَاعبُدونِ
আপনার পূর্বে আমি যে রাসূলই প্রেরণ করেছি, তাকে এ আদেশই প্রেরণ করেছি যে, আমি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং আমারই এবাদত কর। [আল আম্বিয়া ২১:২৫]
আয়াত ০২:
يا أَيُّهَا الَّذينَ آمَنُوا استَعينوا بِالصَّبرِ وَالصَّلاةِ إِنَّ اللَّهَ مَعَ الصّابِرينَ
হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন। [আল বাকারা ২:১৫৩]
দৈনিক হাদিস
হাদিস ০১:
রোজাদারের আনন্দের মূহূর্ত দুটি। এক
যখন সে ইফতার করে তখন আনন্দিত হয়।
আর যখন সে তার রবের সাথে মিলিত হবে
তখন তার রোযার কারণে আনন্দিত হবে।
[সহীহ মুসলিম, হাদীস ১১৫১]
হাদিস ০২:
যে তার প্রতিপালকের যিকির আর যে যিকির করে না, তাদের উপমা হলো (যথাক্রমে) জীবিত ও মৃত ব্যক্তির মতো [সহীহ বুখারী, হাদিস: ৬৪০৭]
দৈনিক দোয়া
،لا إله إلا الله العظيم الحليم، لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السموات ورب الأرض ورب العرش الكريم ---متفق عليه
আল্লাহ্ ছাড়া কোনো ইলাহ নেই যিনি মহান ও সহনশীল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যিনি সুবিশাল আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যিনি আসমান সমূহ ও সম্মানিত আরশের মালিক
দিনের কাজ
অনেক দিন কথা বলা হয় না, পরিবার, আত্মীয় - স্বজন বা বন্ধু - বন্ধব এর সাথে কিছুক্ষণ ফোনে কথা বলুন। তাদের একটু খোজ খবর নিন।
আল্লাহর নাম (মুখস্থ)
الجبار মহাপ্রতাপশালী
المتكبر অহংকারী
الخالق সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী
আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী
ইমাম কাতাদা রাহি, প্রত্যেক সাত রাতে একবার কোরআন খতম করতেন। আর যখন রমাদান শুরু হয়ে যেত তখন প্রত্যেক তিন রাতে একবার কোরআন খতম করতেন আবার রমাদানের শেষ দশকে প্রতি রাতে একবার কোরআন খতম করতেন।
স্মৃতিময় রমাদান
৬৬৬ হিজরিররমাদান মাসে মহাবীর সুলতান রুকনুদ্দীন বাইবার্স বর্তমান তুরস্কের অন্তর্গত ইন্তাকিয়াশ হর অবরোধ করে ক্রুসেডারদের পরাজিত করেন এবং শহরটি বিজয় করেন।
১ লক্ষ ক্রুসেডারের বিশাল বাহিনীও মুসলিমদের সামনে টিকতে পারেনি ইন্তাকিয়ার পতন অন্যান্য ক্রুসেডার রাজ্যের পতন ডেকে আনে। এই বিজয়কে ইসলামের মহান একটি বিজয় বলে গণ্য করা হয়।
সালাত ও কুরআন ট্র্যাকার
▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল
দৈনিক মুহাসাবা
▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না
রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত