দৈনিক আয়াত
আয়াত ০১:
يا أَيُّهَا النّاسُ اعبُدوا رَبَّكُمُ الَّذي خَلَقَكُم وَالَّذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتَّقونَ
হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তার এবাদত কর, যিনি তোমাদিগকে এবং তোমাদের পূর্ববর্তীদিগকে সৃষ্টি করেছেন। তাতে আশা করা যায়, তোমরা পরহেযগারী অর্জন করতে পারবে।[আল বাকারা ২:২১]
আয়াত ০২:
وَأَقيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكاةَ وَأَطيعُوا الرَّسولَ لَعَلَّكُم تُرحَمونَ
নামায কায়েম কর, যাকাত প্রদান কর এবং রসূলের আনুগত্য কর যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। [আন নূর ২৪:৫৬]
দৈনিক হাদিস
হাফিস ০১:
সেই সত্ত্বার কসম যার হাতে আমার প্রাণ। আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকের ঘ্রাণ থেকেও বেশি প্রিয়। [সহীহ বুখারী, হাদীস ১৯০৪]
হাদিস ০২:
যদি তোমাকে তোমার ভালো কাজ আনন্দিত করে এবং মন্দ কাজ তোমাকে পীড়া দেয়, তবেই তিমি মুমিন [মুসনাদে আহমাদ, হাদিস ২২১৬৬]
দৈনিক দোয়া
اللهم إنا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم ابو داود احمد نسای
হে আল্লাহ! আমি আপনাকে তাদের মোকাবেলায় ঢাল বানিয়ে নিয়েছি এবং তাদের অনিষ্ট হতে আপনার আশ্রয় গ্রহণ করছি।
দিনের কাজ
মোবাইল থেকে হারাম ছবি, ভিডিও ও মিউজিক মুছে ফেলা। এর পরিবর্তে গজল নাশিদ কিংবা কুরআন তেলাওয়াত শুনা।
আল্লাহর নাম (মুখস্থ)
المؤمن সত্যায়নকারী
المهيمن সূক্ষ্ম পর্যবেক্ষক
العزيز পরাক্রমশালী, সর্বাধিক সম্মানিত
সত্যায়নকারী
আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী
যখন রমাদান আসতো তখন ইমাম মালেক রাহি, হাদিস অধ্যয়ন ও সমস্ত ইলমি মাজলিস ত্যাগ করে শুধু কোরআন পড়তেন।
স্মৃতিময় রমাদান
১৩ হিজরির রমাদান মাসে উমর রাদিঃ এর শাসনামলে কুফার নিকটস্থ বুয়াইব নামক স্থানে মুসান্না ইবনে হারেসা রাদিঃ এর নেতৃত্বে পারস্য বাহিনীর সাথে মুসলিমদের ঐতিহাসিক বুয়াইব যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করে। পারস্য সেনা নায়ক মাহরান মারা যায়। পারস্য বাহিনী বিপুল ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়।
সালাত ও কুরআন ট্র্যাকার
▪️কুরআন তেলাওয়াত (কত আয়াত বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল
দৈনিক মুহাসাবা
▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না
রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত