JustPaste.it

Ramadan planner 02

User avatar
Safwan @Safwan313 · Mar 25, 2023

screenshot_20230325082706_gallery.jpg

 

দৈনিক আয়াত

আয়াত ০১: 
قُل إِنَّما يوحى إِلَيَّ أَنَّما إِلهُكُم إِلهٌ واحِدٌ فَهَل أَنتُم مُسلِمونَ
বলুনঃ আমাকে তো এ আদেশই দেয়া হয়েছে যে, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য। সুতরাংতোমরা কি আজ্ঞাবহ হবে? [আল আম্বিয়া ২১:১০৮]
 
আয়াত ০২: 
أَفَحَسِبتُم أَنَّما خَلَقناكُم عَبَثًا وَأَنَّكُم إِلَينا لا تُرجَعونَ
তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? [আল মুমিনূন ২৩:১১৫]
 

দৈনিক হাদিস

قال الله: كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به
মানুষের সকল আমল তার জন্য। রোযা বাদে। কেননা রোযা শুধুই আমার জন্য। আর আমি নিজেই তার প্রতিদান দেবো। (সহীহ বুখারী - ৫৯২৭)


দৈনিক দোয়া

لا إله إلا أنت سبحانك اللهم أستغفرك يذنبي وأسألك رحمتك اللهم زدني علما ولا تزغ قلبي بعد إذ هديتني وهب لي من لذلك رحمة إنك أنت الوهابابو داود

আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পূতঃপবিত্র। হে আল্লাহ আমি আপনার কাছে আমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থণা করছি, এবং আপনার কাছে আপনার রহমত কামনা করছি, হে আল্লাহ আমাকে ইলম দান করুন,


দিনের কাজ

সাহরী কেতে উঠে যথা সম্ভব দোয়া করার চেষ্টা করুন। কারন এটি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়।

 

আল্লাহর নাম (মুখস্থ)

 الملك সর্বকতৃত্বময়, অধিপতি মালিক 
القدوس নিস্কলুষ, অতি পবিত্র
السلام নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী 

 

আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী

হজরত হাসান বাসরি বলেন রামাদান হলো বান্দার জন্য সুপ্তঝর্ণা কেউ সেখান থেকে পান করে তৃষ্ণা মিটায় আবার কেউ পিপাসার জ্বালায় কাতরায়।


স্মৃতিময় রমাদান

৭০২ হিজরির রমাদান মাসে ঐতিহাসিক শাকহাব যুদ্ধ সংঘটিত হয়। তাতারদের আগ্রাসনের ভয়ে পুরো মুসলিম জাহান ভয়ে তটস্থ ছিল। এমন মূহূর্তে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিঃ মিসর ও শামের সুলতানদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। মানুষের মাঝে দাওয়াতি কাজ করেন। ফলে মুসলিমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়। রমাদান মাসে শাকহাব প্রান্তরে রক্তক্ষয়ী লড়াই হয়। লড়াইয়ে ইবনে তাইমিয়া রাহিঃ স্বশরীরে অংশ নেন। তাতার বাহিনী মারাত্মকভাবে পরাজিত হয় মুসলিমরা জয়ী হয়।

 

সালাত ও কুরআন ট্র‍্যাকার

▪️কুরআন তেলাওয়াত (কত আয়াও বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
️অন্যান্য নফল


দৈনিক মুহাসাবা

▪️সকালের যিকির। = হ্যা/না
▪️দান-সাদাকাহ = হ্যা/না
▪️দৈনিক তালিম = হ্যা/না
▪️জামাআতে সালাত আদায় = হ্যা/না
▪️আল্লাহর নাম মুখস্থ = হ্যা/না
▪️দিনের আয়াত = হ্যা/না
▪️দিনের হাদিস = হ্যা/না
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর = হ্যা/না
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ। = হ্যা/না
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার  = হ্যা/না
▪️মা বাবার খেদমত = হ্যা/না
▪️দিনের দোয়া মুখস্ত = হ্যা/না
▪️নতুন কিছু জানা = হ্যা/না
▪️পরামর্শক প্রদান কাজ = হ্যা/না
▪️নতুন কিছু শেখা = হ্যা/না
▪️সন্ধার জিকির = হ্যা/না
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল = হ্যা/না
 

রামাদান মাস সকল মুসলমানদের জন্য এক বিরাট নিয়ামত