JustPaste.it

Ramadan planner 01

User avatar
Safwan @Safwan313 · Mar 24, 2023 · edited: Mar 25, 2023

20230324_082204.jpg

 দৈনিক আয়াত

আয়াত ০১
يا أَيُّهَا الَّذينَ آمَنوا كُتِبَ عَلَيكُمُ الصِّيامُ كَما كُتِبَ عَلَى الَّذينَ مِن قَبلِكُم لَعَلَّكُم تَتَّقونَ

হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। [আল বাকারা ২:১৮৩]

 

আয়াত ০২: 
وَما خَلَقتُ الجِنَّ وَالإِنسَ إِلّا لِيَعبُدونِ

আমার এবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। [আয-যারিয়াত ৫১:৫৬]

 

দৈনিক হাদিস

হাদিস ০১:
من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে
(তথা ঈমান ও ইখলাসের সাথে সওয়াবের
আশায়) রমাদানের রোযা রাখবে, তার অতীত
গুনাহ ক্ষমাকরে দেওয়া হবে। [সহীহ বুখারী,
হাদীস ৩৮; সহীহ মুসলিম, হাদীস ৭৬০]

 

হাদিস ০২: 

যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রামাদানের
 সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। [সহীহ বুখারী, হাদিস: ৩৮]

 

 দৈনিক দোয়া

দোয়া ০১:

اللهم إني أعوذ بك من ضيق الدنيا وضيق يوم القيامة أبو داود

হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা
করছি দুনিয়া ও সঙ্কীর্ণতা থেকে। (আবু দাউদ)

 

দোয়া ০২:
 اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملاً متقبلاً
হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, উত্তম রিযক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করি। [সুনান ইবনে মাজাহ, হাদীস: ৯২৫]

 

দিনের কাজ

সাফল্য অর্জনের জন্য সূরা আল-মুমিনূনের প্রথম ১৫টি আয়াত অর্থসহ পড়ুন। জুমাবারের দিন সূরা কাহাফ তেলাওয়াত করুন ও বেশি বেশি দোয়া করুন।

 

আল্লাহর নাম (মুখস্থ)

الله আল্লাহ
الرحمن পরম করুণাময়
الرحيم অতিশয়-মেহেরবান অতি দয়ালু


সালাত ও কুরআন ট্র‍্যাকার

▪️কুরআন তেলাওয়াত (কত আয়াও বা কত পারা)
▪️ফজর = সুন্নত-ফরজ-নফল
▪️যোহর = সুন্নত-ফরজ-নফল
▪️আসর = সুন্নত-ফরজ-নফল
▪️মাগরিব = সুন্নত-ফরজ-নফল
▪️এশা = সুন্নত-ফরজ-নফল
▪️বিতর = সুন্নত
▪️তারাবীহ = সুন্নত
▪️তাহাজ্জুদ = সুন্নত
▪️দুহা = সুন্নত
▪️দুখূলুল মাসজিদ = সুন্নত
▪️তাহিয়্যাতুল = সুন্নত
▪️অন্যান্য নফল

 

দৈনিক মুহাসাবা

▪️সকালের যিকির।
▪️দান-সাদাকাহ।
▪️দৈনিক তালিম।
▪️জামাআতে সালাত আদায়।
▪️আল্লাহর নাম মুখস্থ।
▪️দিনের আয়াত। 
▪️দিনের হাদিস।
▪️কুরআন তিলাওয়াত ও তাদাব্বুর।
▪️দৈনিক দাওয়াত ও তাবলীগ।
▪️কমপক্ষে ৭০ বা ১০০ বার ইস্তেগফার 
▪️মা বাবার খেদমত।
▪️দিনের দোয়া মুখস্ত।
▪️নতুন কিছু জানা।
▪️পরামর্শক প্রদান কাজ।
▪️নতুন কিছু শেখা।
▪️সন্ধার জিকির।
▪️ঘুমের পূর্বে যিকির ও আমল।

 

আকাবিরদের রমাদান সংক্রান্ত বাণী

হযরত ওমর ইবনুল খাত্তাব রাযি,বলতেন হে আমাদের গুনাহ বিমোচন কারী রমাদান তোমাকে স্বাগতম।

 

স্মৃতিময় রমাদান

১ম হিজরির রমাদান মাসে সারিয়্যায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাঃ সংগঠিত হয়। এটাই ছিল ইসলামের প্রথম যুদ্ধাভিযান। আমর ইবনে হিশামের নেতৃত্বাধীন ৩০০ মুশরিকের বিপরীতে মুসলিমদের সংখ্যা ছিলো ৩০। সারিয়্যাহ নেতৃত্বে ছিলেন হযরত হামজা রা:। উভয় বাহিনী মুখোমুখি হলেও যুদ্ধ সংঘটিত হয়নি।