JustPaste.it

24 nofser-jihad-boro-jihad

সংশয় নিরসন :

নফসের জিহাদ বড় জিহাদ?

 

কেউ কেউ বলেন, নফসের জিহাদ বড় জিহাদ। এ বিষয়ে তারা একটি হাদীসও বর্ণনা করে থাকেন। একদল লোক জিহাদ থেকে ফিরে আসলে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের উদ্দেশ্যে বলেছিলেন,

قدمتم خیر مقدم قدمتم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر محاهدة العبد هواه

“তোমরা খুব উত্তম স্থানেই ফিরে এসেছো। তোমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছো। আর তা হলো অন্তরের সাথে জিহাদ করা। -দাইলামী, কানযুল উম্মাল, জামউল জাওয়ামি

এই হাদীসের কোনো কোনো রেওয়ায়েতে আছে,

رجعنا من الجهاد الأصغر إلى الجهاد الأكبر

‘আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি।’

ইমাম ইবনে তাইমিয়া রহ. এই হাদীসটি উল্লেখ করে বলেন,

 | 32 فلا أصل له ولم يروه أحد من أهل المعرفة بأقوال النبي صلى الله عليه وسلم وأفعاله وجهاد الكفار من أعظم الأغمال ؛ بل هو أفضل ما تطوع به الإنسان

‘এই হাদীসটির কোনো ভিত্তি নেই। আল্লাহর রাসূলের কথা ও কাজ সম্পর্কে জ্ঞান রাখেন এমন কেউই এটি সর্বোত্তম বর্ণনা করেন নি। আর কাফিরদের সাথে জিহাদ করা সর্বোত্তম আমলসমূহের মধ্যে অন্তর্ভুক্ত। বরং এটি আল্লাহর ইবাদতসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। -মাজমুউল ফাতাওয়া

তবে সহীহ হাদীসে আছে

المجاهد من جاهد نفسه

‘মুজাহিদ সেই যে তার নফসের সাথে জিহাদ করে।’ -সুনান তিরমিযি

অন্য রেওয়ায়েতে এসেছে,

وأفضل الجهاد من جاهد نفسه في ذات الله عز وجل

‘সর্বোত্তম জিহাদ হলো আল্লাহর বিধানের ব্যাপারে অন্তরের সাথে জিহাদ করা।’ -জামউল জাওয়ামি, কানযুল উম্মাল

এই সহীহ হাদীস দুটির সাথে উল্লিখিত হাদীস দুটির পার্থক্য হলো- এখানে সরাসরি অন্তরের জিহাদকে কাফিরদের বিরুদ্ধে জিহাদের তুলনায় বড় জিহাদ হিসাবে উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে-অন্তরের জিহাদ সর্বত্তোম জিহাদ। এখন প্রশ্ন হলো, অন্তরের জিহাদ বলতে আমরা কী বুঝবো? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মন যা অপছন্দ করে মনের। অপছন্দ সত্ত্বেও সেটা আদায় করাই কি অন্তরের জিহাদ নয়? যদি তাই হয় তবে আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে বলেন,

كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَّكُمْ ۖ

“তোমাদের উপর কিতাল ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের নিকট অপছন্দনীয়।’’-সূরা বাকারা: ২১৬

অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ একথা বলেননি। সুতরাং যত উত্তম কাজ আছে তার মধ্যে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষের নিকট সর্বাপেক্ষা বেশি অপছন্দনীয়; তাই যারা শত্রুর বিরুদ্ধে জিহাদ করছেন তারাই অন্তরের সাথে সর্বাপেক্ষা বেশি জিহাদ করছেন।

 আল বালাগ

ম্যগাজিন ইস্যু-১