JustPaste.it

কবিতা

অলস ভোর

মোঃ ইলিয়াছ

=========================

আর কত চুপটি করে

          থাকবি ঘরে বসে,

বাতিল পথে পিশাচ যারা।

          দিচ্ছে ভূবন ধ্বসে।

আর কত দিন ঘুমাবি তুই

          ঘুম কি তোর ভাঙ্গবে না,

অবিজিত শুষ্ক ভূমি

          খুন দিয়ে কি রাঙাবে না?

সত্য কথা বুক ফুলিয়ে

          বলতে কি তোর ভয় লাগে,

বলতো তবে সাগর বুকে

          কেমন করে দ্বীপ জাগে?

যেমন বেগে বজ্র নামে

          আকাশ বাতাস ফেটে,

তেমন বেগে চলবিরে তুই

          পাহাড় গিরী কেটে।

বুলেট-বোমা, কামান-বারুদ

          আসুক যতই বুকে

শহীদ হবার স্বপ্ন নিয়ে

          লড়বি হাসি মুখে,

খোদার প্রেমে যুদ্ধ মাঠে

          যাবিরে তুই ছুটে,

তোদের হাতে জালিম গুলোর

          পড়বেরে শির লুটে।

প্রভুর হাতে জীবন মরণ

          ভয়কি তবে তোর,

সত্য ন্যায়ের সূর্য জ্বেলে

          ভাঙ্গরে অলস ভোর।

 

 

আহবান

মুহাঃ মুঈনুল ইসলাম, সাইয়্যেদপুরী

-----------------------------------------

 

গাফলতি নিদ ভাঙ্গিয়া আজি

          জাগরে নওজোয়ান,

নব পুরাতন শত বাতিল আজ

          হইতেছে আগুয়ান।

তুই কেন বীর চুপ করে তবু

          ওহে খালিদের দল,

আল্লাহর নামে তাকবীর দিয়ে

          সামনে এগিয়ে চল।

ভয় পাস্ কেন মরলে শহীদ

          বাঁচলে তো হবি গাজী,

তুই তো জাতি ভুলে গিয়েছিস

          মনে কি পড়েনা আজি?

ধর্মের তরে লড়তে যারা

          পিছু হটেনিকো কভু,

বিজয়ী তাঁদের করেছেন : দা

          নিজ অনুগ্রহে প্রভু।

তুই যে উমর, তুই তো আলী

          সিন্ধু বিজয়ী কাসিম।

কেটে ফেল যত বাতিলের শির

          সাথে রহমত তোর অসীম।

গাফলতি নিদ ভাঙ্গিয়া আজি

          জাগরে বীর জোয়ান,

নব পুরাতন শত বাতিল আজ

          গাইতেছে জয়গান।।

 

 

খোদার আইন

মোজাহেরুল ইসলাম

--------------------------------

হত যদি সারা বিশ্বে

          খোদার আইন জারী,

সত্যিই তবে ঝড়ত ভবে

          রহমতেরই বারী।

সুখী হত শান্তি পেত

          দেশের জনগণ,

রইত না আর কারো ঘরে,

          অভাব অনটন।