JustPaste.it

18 julumer-porinam

জুলুমের পরিণাম...

ইতিহাসে এই বাস্তবতা বারবার পরিলক্ষিত হয়েছে যে, জালিমরা যখন তাদের জুলুমের রাজত্ব কায়েম করে, বেপরোয়াভাবে জুলুম চালিয়ে যায়, জুলুমের পথেই সে বিজয় খুঁজে; পতন তখনি তার চোখের সামনে দৃশ্যমান হয়। যে জুলুমকে সে ক্ষমতা পাকাপোক্ত করার মাধ্যম বানায়, যেটাকে সে উত্থানের সোপান নির্ধারণ করে; সেটিই হয় তার পতনের সিঁড়ি। এভাবেই পতন হয়েছিলো জালিম ফেরআউনের, যখন সে হযরত মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়াকে নিজের চূড়ান্ত বিজয় মনে করেছিলো। এভাবে পতন হয়েছে আবু জাহলের, যখন সে ইসলামের কফিন রচনার প্রত্যয়ে ঔদ্ধত্যভাবে বদরপ্রান্তে গিয়েছিলো। এভাবে পতন হয়েছে। হিটলার-মুসোলিনির। এভাবেই পতন হয়েছিল একদলীয় শাসনের। সুতরাং এ পথ বেয়েই অন্য জালিমের পতন আসবে। যারা মানুষের মৌলিক অধিকারকে পণ্য বানায়, অধিকার যাই হোক। যারা মানুষের চলার পথ চুষে খায়, সে চলা যে পথেই হোক। যারা মানুষের রক্ত ও অশ্রুর উপর নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। তাদেরকেই হিটলার-মুসোলিনি, ফেরআউন আবু জাহলের পরিণাম স্বাগত জানায়। যদিও তারা এটাকে উত্থানের সোপান মনে করে, নিজের জুলুমের প্রাসাদকে শয়তানের বেহেশত মনে করে। প্রকৃতপক্ষে এটাই হয় তাদের জন্যে স্বহস্তে নির্মিত কবরের প্রথম পদক্ষেপ, যা ক্রমান্বয়ে গভীর হতে থাকে। যে স্বহস্তে নিজের কবরকে যত গভীরভাবে খনন করবে, তাকে তত গভীরেই প্রোথিত করা হবে। একেবারে ইতিহাসে আস্তারকুড়েই তাকে দাফন করা হবে। ইতিহাস তাকে চেঙ্গিস-হালাকু খাঁ, হিটলার-মুসোলিনির তালিকায় স্থান দিবে।

 আল বালাগ

ম্যাগাজিন ইস্যু-১