ইসলামে বিজয় এর অর্থ ১১ টি
ইসলামে বিজয় এর অর্থ ১১ টি-
১। বিজয়ের প্রথম অর্থ ৮ টি প্রতিবন্ধকতার বিরুদ্ধে বিজয় লাভ করা।
আল্লাহ তায়ালা কোরআন শরিফের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেনঃ
অর্থঃ বল, তোমাদের নিকট যদি আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয়
(ক) তোমাদের পিতা,
(খ) তোমাদের সন্তান,
(গ) তোমাদের ভাই,
(ঘ) তোমাদের স্ত্রী,
(ঙ) তোমাদের ¯^জাতি,
(চ) তোমাদের অর্জিত সম্পদ,
(ছ) তোমাদের ব্যবসা- বানিজ্য যার মন্দা পড়ার আশংক্ষা কর,
(জ) এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালবাসতে,
তাহলে অপেক্ষা কর আল্লাহর বিধান আসা পর্যন্ত, আল্লাহ তায়ালা সত্য ত্যাগী
সম্পদায়কে সৎপথ প্রদশন করেন না। ( সুরা তাওবা- ২৪)
হযরত উমর বিন খাত্তাব (রাঃ) বলেনঃ
যদি আমরা আমাদের পিতাদের অমান্য না করতাম আমাদের কেউই জিহাদ ফি
সাবিলিল্লাহে অংশ গ্রহন করতে পারতাম না।
পিতা মাতার অবাধ্যতা এক্ষেত্রে একটি গুন যেহেতু সে আল্লাহকে মান্য করছে।
রাসুল (সঃ) বলেন সস্তান তোমাদের কৃপনতা বা নীচতা এবং কাপুরুষতার কারন।
এই দু’ধরনের অসুখই মানুষকে আক্রন্ত করে শুধু তারা ব্যতিত যাদেরকে আল্লাহ চান
আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ
অর্থঃ হে মুমিনগন! তোমাদের স্ত্রী ও সন্তান- সন্ততিগনের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রæ অতএব তাদের সম্পর্কে সতর্ক থাকবে।( সুরা তাগাবুন- ১৪)