JustPaste.it

মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহায়তার বিধান বর্ণনায় শাইখ বিন বায রাহি. এর ৩ টি ফাতাওয়া

 

ফাতওয়া নং-১

مسائل في التعامل مع الفجار والمشركين وصلتهم

পাপাচারী ও মুশরিকদের সাথে আচরণ ও সম্পর্কের ক্ষেত্রে মাসায়েল বর্ণনায় শাইখ আব্দুল্লাহ বিন বায রাহি........  

س: ولا يكون من التعاون معهم على..؟
الشيخ: لا، إن كانوا ليسوا حربًا لنا فلا بأس، ذاك الحربي لا يعطى شيئًا لا قليل ولا كثير، الحربي لا يعطى ولو قرش واحد، لا يعطى شيئًا لأن هذا مظاهرة على المسلمين فيكون ردة عن الإسلام: وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ [المائدة:51] فالمحاربون لنا لا يعطون شيئًا، ولا يساعدون على شيء بالكلية.

অর্থঃ “প্রশ্নঃ মুসলিমদের বিরুদ্ধে তাদের সাথে পারস্পরিক সহযোগিতা ও করা যাবে না ?

উত্তরে শাইখ বিন বায রাহিঃ- যদি তারা (কাফিররা) আমাদের সাথে যুদ্ধে লিপ্ত না থাকে,তাহলে সমস্যা নেই। এধরণের হারবীকে ( অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত কাফির) কিছুই প্রদান করা যাবে না। না সামান্য, না অধিক পরিমাণে কোনো কিছু। হারবীকে কিছুই এমনকি এক পয়সা/আনাও দেওয়া যাবে না। হারবীকে কিছুই প্রদান করা যাবে না। কেননা তা মুসলিমদের বিরুদ্ধে (কাফিরকে) সহায়তার অন্তর্ভুক্ত। ফলে তা ইসলাম থেকে রিদ্দাহ বা দ্বীনত্যাগ বলে গণ্য হবে। আল্লাহর বাণীঃ- [যে ব্যক্তি তাদের সাথে তাওয়াল্লি বা বন্ধুত্ব/সুসম্পর্ক করবে,সে তাদেরই অন্তর্ভুক্তঃ মায়িদাহ-৫১]। সুতরাং আমাদের সাথে যুদ্ধরত (কাফিরদের)কে কিছুই প্রদান করা যাবে না এবং সার্বিকভাবে কোনো বিষয়ে তাদেরকে সাহায্য করা যাবে না। ”

;;

শাইখ বিন বাযের ফাতওয়ার সাইট থেকে এর টেক্সট ও অডিও লিংক....  https://goo.gl/hh2PK1

 

ফাতওয়া নং-২

حكم مظاهرة المشركين على المسلمين

السؤال: السائل في آخر أسئلته يقول: سماحة الشيخ! من نواقض الإسلام مظاهرة المشركين ومعاونتهم على المسلمين، نرجو أن توضحوا لنا ذلك، وهل كل الطوائف غير المسلمة تدخل في ذلك؟

الجواب: نعم، مظاهرة المشركين على المسلمين ردة عن الإسلام؛ لقوله جل وعلا: وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ[المائدة:51] كونه يظاهر الكفار من النصارى أو اليهود أو الشيوعيين أو غيرهم ضد المسلمين وينصرهم على المسلمين هذا تول للكفار وردة عن الإسلام نعوذ بالله، كما نص على ذلك أهل العلم في باب حكم المرتد نسأل الله العافية.
المقدم: جزاكم الله خيراً

অর্থঃ

"মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহায়তার বিধানঃ

প্রশ্ন- প্রশ্নকর্তা তার সর্বশেষ প্রশ্নে বলেনঃ সম্মানিত শাইখ !  ইসলামভঙ্গের একটি কারণ হচ্ছে- মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য ও সহায়তা করা। আমরা আশা করছি, আপনি উহা আমাদের জন্য একটু পরিষ্কার করবেন। মুসলিম ব্যতীত প্রত্যেক ধর্ম/দল-ই কী এর (মুশরিকদের হুকুমে) অন্তর্ভুক্ত হবে ?

উত্তরে শাইখ বিন বায রাহিঃ- হ্যাঁ, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য-সহায়তা করা ইসলাম থেকে রিদ্দাহ বা দ্বীনত্যাগ বলে গণ্য হবে। মহান আল্লাহ তা‘আলার বাণীঃ যে ব্যক্তি তাদের সাথে তাওয়াল্লি বা বন্ধুত্ব/সুসম্পর্ক করবে,সে তাদেরই অন্তর্ভুক্তঃ মায়িদাহ-৫১। বিষয়টি হচ্ছে, যে খ্রিস্টানিয়াহুদী, সমাজতান্ত্রিক অথবা এছাড়া অন্য যে কাউকে মুসলিমদের বিরুদ্ধে সহায়তা করবে এবং মুসলিমদের বিরুদ্ধে তাদেরকে সহায়তা করবে, এটি কুফফারদের সাথে তাওয়াল্লি এবং করা ইসলাম থেকে রিদ্দাহ বা দ্বীনত্যাগ। না’উযুবিল্লাহ। যেমনটি মুরতাদের হুকুম বর্ণনার অধ্যায়ে আহলুল-ইলমগণ দলীলসহ বর্ণনা করেছেন। আল্লাহ তা’আলার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।

উপস্থাপকঃ (শাইখ বিন বায কে উদ্দেশ্য করে)আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। " 

 

শাইখ বিন বাযের ফাতওয়ার সাইট থেকে এর টেক্সট ও অডিও লিংক.... https://goo.gl/jSbik4

 

ফাতওয়া নং-৩

শাইখ আব্দুল আযীয বিন বায রাহিঃ উনার ফাতাওয়ায় বলেন,

وقد أجمع علماء الإسلام على أن من ظاهر الكفار على المسلمين وساعدهم عليهم بأي نوعٍ من المساعدة فهو كافر مثلهم، كما قال سبحانه: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَتَّخِذُواْ الْيَهُودَ وَالنَّصَارَى أَوْلِيَاءَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ [المائدة:51]

 

অর্থঃ  ইসলামের আলিমগণ এ বিষয়ে ঐকমত্যে (ইজমা’) পৌছেছেন, যে ব্যক্তি মুসলিমদের বিরুদ্ধে কাফিরদেরকে যেকোনো প্রকারে সাহায্য-সহযোগিতা করবে, সে ব্যক্তি তাদের মতো-ই কাফির। যেমন আল্লাহ সুবঃ তাআলা বলেছেন, (হে ঈমানদারগণ ! তোমরা ইয়াহুদী ও খ্রিস্টানদেরকে বন্ধুরুপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা যালিমদেরকে হিদায়াত দান করেন না।) মায়িদাহ-৫১    মাজমুআল-ফাতাওয়া, ১/২৬৯)

 

অনুবাদকঃ  Zamil_Hasan

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তাওহীদ ও জিহাদের বিশুদ্ধ মানহাজের উপর গুরুত্বপূর্ণ কিছু লেখা সম্বলিত মূল পেইজ

লিংক...https://justpaste.it/tawhid_jihad