❝আল্লাহর সাথে সততা❞
--- ইশরাক আবিদ----
আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য তার গোলামি করার জন্য। জেনে বা না জেনে আমরা লৌকিকতার মধ্যে পড়ে যাই, ইবাদতের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে করে আমরা রিয়ার মধ্যে না পড়ি, আমাদের ইবাদত করতে হবে ইখলাসের সহিত। আল্লাহ তায়ালা আমাদের যে সমস্ত ইবাদত ফরজ করেছেন বাধ্যতামুলক ঐ ইবাদতগুলো আমাদের করতে হবে আর আমাদের ইবাদত আমাদের জন্য খাছ। আমাদের কর্মের মাধ্যমে আমরা পরকালে জাযা পাবো। লোক দেখানো ইবাদত কোনো প্রকার আমল নেই বরং গুনাহ হবে। ইহকালে নিদ্রিষ্ট কিছু সময় শান্তি পেলেও পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রনাদায়ক শাস্তি। আল্লাহ তায়ালা যাদেরকে হিদায়াত দেন না তারা কখনো হিদায়াত প্রাপ্ত হয় না। লোক দেখানো ইবাদত যার করে তারা নিযেকে গর্ববোধ মনে করে থাকে কিন্তু বুঝতেছেনা তারা নিজেদেরকে প্রতারিত করতেছে। ইবাদত করতে হবে ভয় ও আসার মাধ্যমে। আমাদের উচিৎ যত বেশি সম্ভব গোপনে ইবাদত করা। যে ব্যক্তি ইবাদতের ক্ষেত্রে গোপনিয়্তা অবলম্বন কর আল্লাহ তায়ালা ইবাদতকারীকে ভালোবাসেন আমাদের যথা সম্বব বেশি বেশি গোপনে ইবাদত করতে হবে। কোনো প্রকার রিয়া করা যাবে না যেমন এক হাত দিয়ে দান করলে অন্য হাত না জানে। আমরা আল্লাহর পথে এক পা সামনে আসলে আল্লাহ দুই পা আমাদের দিকে আসেন। আমরা নেক কাজ করলে যতটা খুশি হই তার থেকে আল্লাহ তায়ালা বেশি খুশি হন আল্লাহ তায়ালা আমাদের বেশি বেশি নেক আমল নিষ্ঠার সাথে করা ও সমস্ত প্রকার রিয়া থেকে বেচে থাকার তৌফিক দান করুন। (আমিন)