চরমোনাইর পীর সাহেবের গণতান্ত্রিক ভোট,নির্বাচনকে জিহাদ বলার ভিডিও সম্বলিত আমার পোস্ট দেয়ার পর জনাব #কাজী_সফি_আবেদীন নামে চরমোনাইর একজন সমর্থক আমার সেই পোস্টকে কেন্দ্র করে প্রশ্ন/জবাব/অভিযোগ সম্বলিত একটি পোস্ট দেন।

তিনি তার পোস্টের শুরুতেই আমার ব্যাপারে লিখেছেন, //কথিত জিহাদিস্ট আই এস অনলাইন পাব্লিশার//

প্রথমেই তিনি আমাকে //কথিত জিহাদিস্ট// বলে কটাক্ষ করেছেন। অথচ আল্লাহর রাসূল সাঃ বলেছেন, “মুসলিম ঐ ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে।”(সহীহ বুখারী)

একজন মুসলিম হিসেবে আমি তার ভাষা থেকে নিরাপত্তা লাভ করিনি। আমি কী চরমোনাইর পীরকে নিয়ে এধরণের কোনো কটাক্ষ করেছি ???
আমি কী এমন কোনো কথা বলেছি,যা চরমোনাইর পীর বলেননি ??? পারলে প্রমাণ করুন !!!
তাহলে কেনো এই কটাক্ষ,যা আল্লাহ তা’আলা সুস্পষ্টভাবে হারাম করেছেন !!! এটাই কী তাযকিয়াহ্* বা আত্মশুদ্ধির বহিঃপ্রকাশ !!!

আমাকে আইএস পাব্লিশার বলে আখ্যা দেয়ার মাধ্যমে এটা স্পষ্ট যে, তিনি আমার সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন না।এমনকি তিনি আমার কয়েকটি পোস্ট পড়লেও আমার পরিচর পাওয়ার কথা ছিলো। কিন্তু তিনি আমার পোস্ট পড়েছেন,এমন কোনো আলামত পাচ্ছি না। আমাকে আইএস পাব্লিশার বলে ট্যাগ দেয়ার ক্ষেত্রে তিনি ২ টি পন্থার যেকোনো ১ টি পন্থা অবলম্বন করেছেন। ১। ধারণা করেছেন। অথবা ২। কারো কাছ থেকে শুনেছেন ।

এধরণের মন্দ ধারণার ক্ষেত্রে রাসূল সাঃ হাদীসে বলেছেন, “তোমরা (মন্দ) ধারণা থেকে বেঁচে থাকো। কেননা মন্দ ধারণা নিকৃষ্টতম মিথ্যা।”(সহীহ মুসলিম )