JustPaste.it

some unknown fact about Suchitra Sen

User avatar
shambo mondal @shambo_mondal · Jan 19, 2023

yourparagraphtext20230117t125558543.png

নয় বছর হয়ে গেল তিনি নেই। তবু তিনি আছেন বাঙালির ভালোবাসায়, প্রেমের অনুভূতিতে। তিনি সুচিত্রা সেন। ২০১৪ সালের ১৭ জানুয়ারীর সকাল ছিল বড় বেদনার। এই জগত ছেড়ে অন্য ভূবনে পাড়ি দেন মিসেস সেন। দীর্ঘ দিন নিজেকে অন্তরালে রেখেছিলেন। নায়িকাকে নিয়ে জল্পনা কখনো কমেনি । এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে বিরল। একটা মানুষ কয়েক দশক ধরে নিজেকে লুকিয়ে রাখলেন, আর তাকে নিয়ে চর্চা বা আলোচনা বিন্দুমাত্র কমেনি । তিনি কেমন দেখতে হয়েছেন ? এই প্রশ্ন প্রত্যেক বাঙালির মনে ঘোরাফেরা করেছে। কিন্তু হায় ! সেই প্রশ্নের কোন উত্তর তাঁর শেষ দিন পর্যন্ত কেউ জানতে পারেনি। মৃত্যুতেও নিজেকে অন্তরালে রাখেন তিনি। এটাই ছিল তাঁর শেষ ইচ্ছা...।

READ MORE: https://banglarmukh2020.blogspot.com/2023/01/some-unknown-fact-about-Suchitra-Sen_0391274650.html