JustPaste.it

amader-bodhodoy-kobe hobe

আমাদের বোধোদয় কবে হবে?

আবু আবদুল্লাহ্

 

সেই ছোটকাল থেকেই একটি ঘটনা শুনতে শুনতে বড় হয়েছি, তাতারীরা যখন বাগদাদ অবরোধ করে রেখেছিলে তখন বাগদাদের উলামায়ে কেরাম ‘কাকের গোস্ত খাওয়া জায়েয, না জায়েয নয়’ এই বিতর্কে ব্যস্ত ছিলেন। প্রথমে প্রথমে এ ঘটনা অবিশ্বাস্য মনে হতো, কিন্তু এখন যখন আমাদের ছোট ছোট শাখাগত মাসআলা নিয়ে বাড়াবাড়ি দেখি তখন আর এ ঘটনা অবিশ্বাস্য মনে হয় না। কাফেররা আফগানিস্তান-ইরাক, লিবিয়া সিরিয়ায়, মালি-সোমালিয়া, ইয়েমেন পাকিস্তানে সম্প্রসারণ বাড়াতে বাড়াতে কাশ্মীর-আসাম হয়ে আরাকানে আমাদের একেবারে নাকের ডগায় এসে উপস্থিত; তবুও আমাদের ইখতেলাফ শেষ হয় না। আমাদের ভূ-খন্ড যত বেশি আক্রান্ত হচ্ছে আমাদের ইখতেলাফ ততো বেড়ে চলছে। কথায় আছে, ‘হিন্দুদের বার মাসে তের পার্বন’! আর আমাদের বার মাসে কতো ইখতেলাফ তা একমাত্র আল্লাহই ভালো জানেন। মুসলিমবিশ্ব আক্রান্ত হবে তবুও আমাদের ইখতেলাফ শেষ হবে না! কাফেররা আমাদের নাকের ডগায় উপস্থিত হবে; তবুও আমরা ইখতেলাফ চালিয়ে যাবো। কসাই মোদী এসে এদেশকে কিনে নিয়ে যাবে তবুও আমাদের ইখতেলাফ ক্রমশ বাড়তে থাকবে। তাহলে কি আমাদের ইখতেলাফ ততোদিন চলবে যতদিন না দিল্লীর মুশরিক সেনাদের বুটের আওয়াজে আমাদের প্রভাতের ঘুম ভাঙ্গবে??

 

 

 

SHAYKH ANWAR AL AWLAKI ( R. )

 

 

মুসলিম উম্মাহ যখন ঘোরতর কঠিন সমস্যায় পতিত,

তখন আমাদের মোটেই উচিৎ নয় ছোটখাটো বিষয়গুলো নিয়ে যুক্তি ও তর্কে লিপ্ত হওয়া।”

 আল বালাগ

ম্যাগাজিন ইস্যু-১