JustPaste.it

ইমারাতে ইসলামীর কেন্দ্রীয় মুফতি বোর্ডের সদস্য

শায়েখ মৌলবি মুহাম্মাদ উমর হানিফ রহিমাহুল্লাহর

ওফাত উপলক্ষে ইমারাতে ইসলামীর শোক বার্তা

সম্মানিত মুসলিম উম্মাহকে আমরা অত্যান্ত দুঃখ ও বেদনার সাথে শাইখ মৌলবি মুহাম্মাদ উমর হানিফ রহিমাহুল্লাহর ওফাতের শোক সংবাদ জানাচ্ছি। তিনি ইমারাতে ইসলামী আফগানিস্তানের কেন্দ্রীয় মুফতি বোর্ডের সদস্য ও উচ্চ আদালতের দারুল ইনশার (লিখনি সংক্রান্ত বিভাগ) সাবেক প্রধান ছিলেন। শায়েখ গত ০৫/১১/১৪৩৭ হিজরিতে অসুস্থতার কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শায়েখ মৌলবি উমর হানিফ রহিমাহুল্লাহ রুশদের বিরুদ্ধে জিহাদ চলাকালে ও ইমারাতে ইসলামীর শাসনামলে এতো মহান মহান খিদমত আঞ্জাম দিয়েছেন ও জিহাদে এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

প্রশাসনিক বিষয়ে সুউচ্চ ইলমি যোগ্যতার পাশাপাশি তিনি একজন শক্তিশালী ব্যক্তিত্ব ও বুদ্ধিদীপ্ত অভিজ্ঞতার অধিকারী ছিলেন। ইমারাতে ইসলামীর শাসনামলে উচ্চ আদালতের দারুল ইনশার নেতৃত্ব প্রদানে অনেক গুরুত্বপূর্ণ ও প্রশংসাযোগ্য খিদমত আঞ্জাম দিয়েছেন। 

ইমারাতে ইসলামী তাঁর বাস্তবায়ন করে যাওয়া কাজ ও খিদমতসমূহকে মুল্যায়ন ও দামি মনে করে। এবং তাঁর চলে যাওয়াটাকে অপূরণীয় ক্ষতি মনে করে। আমরা শায়েখের ওফাতের পরিপ্রেক্ষিতে তাঁর খান্দান ও পরিবার-পরিজনকে অত্যান্ত শোক ও সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা যে, তিনি যেন মনোরম ও সুবিশাল জান্নাতে তাঁর বাসস্থান বানিয়ে দেন ও তাঁর শোকসন্তপ্ত খান্দান ও পরিবারকে সবরে জামিল ও উত্তম পুরস্কার দান করেন। আমিন।  

ওয়াসসালাম

ইমারাতে ইসলামী আফগানিস্তান

০৬/১১/১৪৩৭ হিজরি

WORD

http://up.top4top.net/downloadf-225ijj41-docx.html

http://www.up-00.com/?54a9

PDF

http://up.top4top.net/downloadf-2259o5k2-pdf.html

http://www.up-00.com/?84a9

 

প্রকাশনা ও পরিবেশনা


প্রকাশকাল

১৩ আগস্ট ২০১৬ ইংরেজি

আপনাদের নেক দুয়ায় আমাদের ভুলবেননা!

মুহতারাম ভাইয়েরা! আমরা আমাদের উসামা মিডিয়ার উত্তরাত্তর সফলতা ও উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের একান্ত দুয়া ও পরামর্শ কাম্য। সকল ভাইদের প্রতি আহবান আমরা সবাই যেন শেয়ার করে ছড়িয়ে দেই ।
বারাকাল্লাহু ফিকুম।




https://usamamediaweb.wordpress.com/home/


https://www.facebook.com/USAMAMEDIA/?fref=nf


https://twitter.com/usama_media