JustPaste.it

যারা আইটি বিষয়ে দূর্বল বা টেলিগ্রাম কি জিনিষ তাও জানেন না, তাদের জন্য টেলিগ্রাম আইডি খোলার এবং লগইন ও জয়েন করার সহজ একটি টিউটোরিয়াল।

**************************************

প্রতি মুহুর্তে মুজাহিদীনের সংবাদ সহজ, দ্রুত ও নিরাপদে পাওয়ার একটি মাধ্য হলে টেলিগ্রাম,

টেলিগ্রাম যদি শুধু সংবাদ দেখার উদ্যেশ্যে বানাতে চান, তাহলে শুধু একটি টেলিগ্রাম আইডি করলেই যথেষ্ঠ হবে,

আর যদি আপনি পোস্ট করবেন এমন খেয়াল থাকে তাহলে টেলিগ্রাম app নামিয়ে একটি টেলিগ্রাম আইডি থেকে একাধিক চ্যানেল খুলে নিতে পারবেন, এরপর সেই চ্যানেল থেকে পোস্ট করতে পারবেন,

তবে app নামিয়ে ডাইরেক্ট কাজ করা নিরাপদ নয়।

আমরা এখন শিখবো শুধু টেলিগ্রাম আইডি খোলার পদ্ধতি,

যা লাগবে:-

টেলিগ্রাম আইডি খুলতে এবং খুলার পর প্রতিবার লগইন করতে একটি নাম্বার লাগে,

আমরা যারা শুধু সংবাদ দেখার উদ্যেশ্যে টেলিগ্রাম আইডি খুলবো তারা স্বাভাবিক যে কোন সিমের নাম্বার দিয়েও আইডি খুলতে পারি, এতে স্বাভাবিকভাবে কোন সমস্যা হওযার কথা না, তবে সিমটি নিজ আইডি থেকে রেজিস্টেসন করা না হতে হবে এবং এমন সিম হলে ভালো হয় যা দিয়ে পরিচিত কাউকে কল করা হয়নি,

আর যারা বেশি নিরাপত্তা নিতে চাই বা পোস্ট করা উদ্যেশ্যে চ্যানেল খুলার জন্য আইডি করতে চাই, তারা textnow.com থেকে একটি আইডি খুলে সেই আইডির থেকে নাম্বার নিয়ে এরপর তা দিয়ে একটি টেলিগ্রাম আইডি খুলতে পারেন,

Textnow.com আইডি খুলার পদ্ধতি

Textnow আইডি খুলতে শুধু একটি মেইল লাগবে, আর সেই মেইলটি আমরা 10minutemail.com থেকে নিবো,

10minutemail.com থেকে মেইল নেওয়ার পদ্ধতি:-

আপনি 10minutemail.com এই লিংকে যাবেন, যাওয়ার পর নিচের চিত্রের মত একটা পেজ আসবে

 2XZSd4.jpg

 

এখান থেকে মেইলটি কপি করে নিয়ে নিন,

এরপর আপনি textnow.com তে যাবেন সেখানে যাওয়ার পর নিচের চিত্রের মত একটি পেজ আসবে, সেখান থেকে sing up free তে ক্লিক করবেন,

Nc4DPA.jpg

 

 

sing up free তে ক্লিক করার পর নিচের চিত্রের মত একটি পেজ আসবে, এবং সেখান থেকে sing up করে নিতে হবে, sing up এর নিয়ম জানতে চিত্রে দেওয়া নির্দেশনা ফালো করুন,

6RtyJZ.jpg

 

উল্লেখ্য: টেলেগ্রাম খুলার পর যতবার আপনি টেলেগ্রাম ডুকবেন ততবারই নাম্বার ভেরিফিকেশন প্রয়োজন পড়বে, আর যতবার নাম্বার ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে ততবারই আপনার textnow.com আইডিতে লগইন করতে হবে, আর যতবার textnow তে লগইন করবেন ততবারই আপনার ঐ মেইল এবং পাসওয়ার্ড এর  প্রয়োজন পড়বে, তাই আপনি এই মেইল এবং পাসওয়ার্ড আপনার কাছে সেভ করে রাখবেন অথবা মুখস্ত করে নিবেন,

(1) এই textnow তে আইডি করতে এবং আগের বানানো আইডিতে ডুকতে প্রায় জায়গায় কেপচা চায়, তাই কেপচা পুরণের নিয়ম নিচে দেওয়া হলো,

কেপচায় চার কোণ বিশিস্ট ঐ খালি স্থানে ক্লিক করলে নিচের চিত্রের ন্যয় একটা জায়গা আসবে,

tZ5e07.jpg

 

 (১)এখানে দেখেন লেখা আসছে "select all images with cars" মানে আপনাকে বলতেছে নিচের ইমেজগুলোর মধ্য থেকে যেগুলোর মধ্যে গাড়ির চিত্র আছে সেগুলো সিলেক্ট করতে,

আমরা উপরের এই চিত্রটিতে ৯টি ইমেইজের মধ্য থেকে ৩টিতে আমরা গাড়ির চিত্র পেয়েছি, তাই আমরা এই ৩টিকে সিলেক্ট করে দিব,

এখানে আপনাকে একেক সময় একেক জিনিস সিলেক্ট করতে বলবে, এখন বলেছে গাড়িগুলো সিলেক্ট করতে আমরা গাড়ি সিলেক্ট করবো,

তো এখানে যে ৩টি স্থানে গাড়ির ছবি আমরা পেয়েছি সেটাতে আমি টিয়া কালারের একটি ফোটা দিয়ে দিয়েছি বুঝার জন্য, এই ৩টি স্থান সিলেক্ট করার পর এই স্থানগুলোতে আরেকটি ছবি আসতে পারে বা টিক চিন্হ বসে থাকতে পারে,

যদি আরেকটি ছবি আসে তাহলে দেখবেন সেটাতেও কি যা সিলেক্ট করতে বলেছে তা আবার আসছে, নাকি অন্য কিছু এসেছে, যদি অন্য কিছু আসে তাহলে কিছু করা লাগবেনা। আর যদি যা সিলেক্ট করতে বলেছে তা আসে তাহলে সেটাকেও সিলেক্ট করে দিবেন, এমনিভাবে, এক পর্জায়ে দেখবেন যা সিলেক্ট করতে বলেছে তা একটি ইমেজেও থাকবেনা,

আর যদি সিলেক্ট করার পর টিক চিন্হ বসে থাকে তাহলে যা সিলেক্ট করতে বলেছে সবগুলোকে সিলেক্ট করলেই চলবে,

(২)যাদি ”একটি ইমেজ সিলেক্ট করার পর আরেকটি ইমেজ আসে” এমন সিস্টেমের কেপচা আসে তাহলে সিলেক্ট সপ্মন্ন করার পর যখন যা সিলেক্ট করতে বলেছে তা একটা ইমেজেও না থাকবে তখন  VERIFY তে ক্লিক করবেন

আর যদি সিলেক্ট করার পর টিক চিন্হ স্থির থাকে বা বসে থাকে তাহলে যা সিলেক্ট করতে বলেছে সেই সবগুলোতে টিক বসানো হলেই VERIFY তে ক্লি করবেন।

বি. দ্র. VERIFY এর স্থানে কখনো কখনো NEXT লেখা আসতে পারে তখন আপনাকে আরাব ঠিক এই নিয়মে সিলেক্ট করার কথা বলতে পারে, তখন যথানিয়মে কাজ সম্পন্ন করবেন এরপর যখন  VERIFY  আসবে তখন সেটাতে ক্লিক করবেন,

সঠিক ভাবে কাজ সম্পন্য হলে নিচের মত দেখাবে

CJrU7r.png

 

বাস! আমাদের কেপচার কাজ শেষ

----

এখন আমারা SING UP  তে ক্লি করবো

এরপর আবার কেপচা আসতে পারে যথানিয়মে কেপচা পুরণ করার পর নিচের চিত্রের এর মত একটা যায়গা আসবে

এরপর নিচের চিত্রের মধ্যে দেওয়া নির্দেশনার অনুসরণ করুন,

upMkmC.jpg

(১) এখানে এরিয়া কোড চেয়েছে , আমি ইউনাইটেড স্টেট এর একটা এরিয়া কোড নিয়েছি তাহলো 555 ,  আপনারা এটাও নিতে পারেন , আর নয় অন্য কোন দেশের এরিয়া কোডও দিতে পারেন, এরপর continue তে ক্লিক করবেন

নিচে দুটি লিংক দিয়েছি যেগুলোতে অনেক এরিয়া কোড পাবেন,

https://www.allareacodes.com/

http://www.50states.com/areacodes/

 

continue তে ক্লিক করার পর কেপচা আসতে পারে, যথানিয়মে কেপচা পুরণ করবেন, এরপর নিচের চিত্রের মত আসবে,

 

RrcGJs.jpg

 

Got it! ক্লিক করে কাজ শেষ করে দিবেন ইনশাআল্লাহ

 এখন আমরা যে নাম্বারটি পাইলাম তা দিয়ে  টেলেগ্রাম আইডি বানাবো ইনশাআল্লাহ

প্রথমে আপনি web.telegram.org এই সাইটে যাবেন,

এরপর নিচের চিত্রের মত একটি পেজ আসবে,

নিচের পিকে দেখানো নির্দেশনার অনুসরণ করুন,

SOqxdN.jpg

 

উপরের নির্দেশনা অনুজায়ি কাজ করার পর নিচের চিত্রের ন্যায় আসবে,

46lyWO.png

 

এখান থেকে  OK  ক্লিক করবেন

 

এরপর দেখবেন নিচের চিত্রের মত আসবে এবং সেখানে একটি কোড চাইবে,

কিছুক্ষণের মধ্যেই আপনার textnow.com  আইডিতে মেসেজের মাধ্যমে একটি ৫সংখ্যার কোড চলে যাবে,

YPTmEJ.jpg

 

 নিচের চিত্রে দেখুন আপনার textnow.com  আইডিতে নতুন মেসেজটি

UBmOhf.jpg

 

উপরের চিত্রের মার্ক করা স্থানে ক্লিক করার পরে আপনাকে মেসেজটি দেখাবে যেখানে আপনার ৫সংখ্যার কোডটি পাবেন,

নিচের চিত্রে দেখুন

XGkgSm.jpg

 

এবার এই ৫সংখ্যার কোডটি টেলেগ্রামের যে স্থানে কোড চেয়েছে সে স্থানে দিয়ে দিন ইনশাআল্লাহ,

কোডটি দেওয়া পর অটোমেটিক নিচের চিত্রের মত আসবে

নিচের চিত্রে দেওয়া নির্দেশনার অনুসরণ করুন,

c60lsI.jpg

 

NEXT ক্লিক করার সাথে সাথে আপনার টেলিগ্রাম আইডি বানানোর কাজ শেষ হয়ে যাবে,

আলহামদুলিল্লাহ আমাদের টেলেগ্রাম আইডি হয়ে গেলো

এখন আমরা শিখবো কিভাবে মুজাহিদীনদের টেলেগ্রাম চ্যানেল সমুহে জয়েন করবো,

আপনার টেলেগ্রাম আইডি বানানোর সকল কাজ সঠিক ভাবে সম্পন্ব হওয়ার পর পেজটি নিচের চিত্রের ন্যায় আসবে, জয়েন করার জন্য চিত্রের নির্দেশনা ফলো করুন

VJrsfy.jpg

 

আইডির উপর ক্লিক করার পর সাথে সাথেই দেখবেন, একেবারে নিচে নিল বুতোমে JOIN লেখা আসবে সেটাতে ক্লিক করুন,

||

||

bohraZ.jpg

 

আলহামদুলিল্লাহ!! আমরা জয়েন করাও শিখে ফেলেছি,

এখন আমাদের আরেকটি বিষয় শিখা বাকি আছে, সেটা হলো , আমরা যে টেলেগ্রামটি বানাইলাম, সেটাতে আবার কিভাবে ডুকবো? অর্থাৎ কিভাবে লগইন করবো,

আপনার বানানো টেলেগ্রাম আইডিতে লগইন করার জন্য আমাদেরকে  প্রথমে যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে  textnow.com তে আইডি খুলেছি, তা দিয়েই textnow.com এ লগইন করতে হবে, আর LOGIN অপসনটি আপনি এই সাইটে ডুকারপর আমরা যে স্থানে SING UP পেয়েছিলাম, তার পাশেই লেখা আছে LOGIN,

সেটাতে ক্লিক করলেই আমরা মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার স্থান পেয়ে যাবো, জায়গামত সব দিয়ে লগইন করে ফেলবো ইনশাআল্লাহ!!

এরপর আমরা নতুন টেব খুলে  web.telegram.org   তে যাবো ইনশাআল্লাহ

এরপর যে দেশের এরিয়া কোড দিয়ে textnow.com থেকে নাম্বার বানিয়ে ছিলেন, সে দেশ সিলেক্ট করবেন,

এরপর যথা নিয়মে নাম্বার দিবেন, এরপর এরপর NEXT ক্লিক করবেন, এরপর দেখবেন একটি কোড চাইবে, তখন আপনি textnow.com এ গিয়ে দেখবেন মেসেজের মাধ্যমে ৫ সংখ্যার কোডটি এসেছে, সেটাকে টেলেগ্রামের যে স্থানে কোড চেয়েছে ঐ স্থানে দিয়ে দিলেই ওকে হয়ে যাবে, ইনশাআল্লাহ!!

জিহাদী মিডিয়া জিহাদের অর্ধেক।