সমাজতন্ত্র
• সমাজতন্ত্র শি*রক এবং কু*ফর। এটি স্বতন্ত্র একটি দ্বীন, জীবন ব্যবস্থা, ধর্ম। সুতরাং যে কেহ এর সাথে সম্পৃক্ত হবে, এর প্রচার ও প্রতিষ্ঠায় থাকবে, এর নেতা, উপদেষ্টা ও অন্য কোন দায়িত্বশীল হবে সে ব্যক্তি কা*ফি*র।
• সমাজতন্ত্র হল সাম্যবাদী সমাজের প্রথম পর্যায়। এটি এমন একটি সামাজিক-অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পদ ও অর্থের মালিকানা সামাজিক বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন অর্থাৎ কোনো ব্যক্তিমালিকানা থাকে না। সমাজতান্ত্রিক ব্যবস্থায় জনসাধারণের প্রয়োজন অনুসারে পণ্য উৎপাদন হয়। সমাজতান্ত্রিক অর্থনীতিতে একটি দেশের কলকারখানা, খনি, জমি ইত্যাদি সামাজিক বা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে পরিগণিত হয়। সমাজতন্ত্র ব্যক্তিগত মালিকানার উৎখাত ঘটায়।
• উৎপাদনের উপায়ে সমাজতান্ত্রিক মালিকানা হলো এর অর্থনৈতিক ভিত্তি। পক্ষান্তরে, ইসলামে প্রত্যেকের জন্য আল্লাহর নির্ধারিত মালিকানা ও ওয়ারিশ রয়েছে।
• সমাজতন্ত্রে সামাজিক উৎপাদনের লক্ষ্য হয় আখিরাত বিমুখ হয়ে জনগণের পার্থিব স্বচ্ছলতা বৃদ্ধি ও সমাজের প্রতিটি লোকের সার্বিক অপবিকাশ সাধন।
• এই অর্থনৈতিক ব্যবস্থায় দেশের উৎপাদন ও বণ্টন ব্যবস্থা দেশ বা সমাজের পার্থিব দিকে লক্ষ্য রেখে করা হয়। অর্থাৎ আখিরাত নয় বরং সামাজিক কল্যাণ সাধনই এই অর্থ ব্যবস্থার মুল উদ্দ্যেশ্য।
• কু*ফ*রি সমাজতন্ত্র হল শি*র*কি সাম্যবাদের একটি প্রাথমিক রূপ, তবে এদের মধ্যে পার্থক্যও রয়েছে।
• সমাজতন্ত্রের প্রধান বুলি হলো 'প্রত্যেকে কাজ করবে তার সামর্থ্য অনুযায়ী এবং প্রত্যেকে গ্রহণ করবে তার প্রয়োজন অনু্যায়ী। অর্থাৎ এই অর্থব্যবস্থায় জাতীয় আয় বণ্টনের মূলনীতি হলঃ প্রত্যেকে তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। তাদের ধারণায়, এভাবে আয় ও সম্পদের সুষম বণ্টন নিশ্চিতের মাধ্যমে সামাজিক ন্যয়বিচার প্রতিষ্ঠিত হয়। এজন্য এই অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ ও মুনাফা অর্জন নিষিদ্ধ (হা*রাম)। তাদের মতে, সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হলে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে। ফলে সমাজে শ্রেণি বৈষম্য ও শ্রেণি শোষণ বিলুপ্ত হবে।
অর্থাৎ আল্লাহ প্রদত্ত সম্পদশালীর সম্পদ রাষ্ট্র নিয়ে নিবে এবং বণ্টন করবে ক্ষমতাশীনদের ইচ্ছানুযায়ী।
• সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় কর্তৃপক্ষের পরিকল্পনা মাফিক সকল অর্থনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয় তাই (তাদের মতে) এই অর্থব্যবস্থায় বেকারত্ব ও মুদ্রাস্ফীতির সম্ভাবনা থাকে না। অথচ বাস্তবে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।
• সমাজতান্ত্রিক ব্যবস্থায় দ্রব্যের মূল্য কেন্দ্রীয় ত*গু*ত পরিকল্পনা কতৃপক্ষই দ্রব্যসামগ্রীর দাম নির্ধারন করে থাকে।
• সমাজতান্ত্রিক সমাজের রাজনৈতিক ব্যবস্থার মূল উপাদানগুলি হল রাষ্ট্র, সমাজের নেতৃজনিত ও চালিকা।