বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি | ইলিশ মাছের ভাজা রেসিপি।
ইলিশ মাছ মানেই বাঙালির প্রিয় মাছ, ইলিশের নামে জিভে জল এসে যায়, ইলিশ মাছের অসাধারন স্বাদ বাঙালি কোনোদিন ভুলতে পারবে না। আজ আমি আপনাদের দুটি অসাধারণ ইলিশ মাছের রেসিপি শেয়ার করছি, প্রথমটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি আর একটি হলো ইলিশ মাছের ভাজা রেসিপি।
বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি