উদারতাবাদ
• উদারনীতিবাদ বা উদারপন্থী মতবাদ ইসলামের জরু*রতে দীন "আল ওয়া*লা ওয়াল বা*রা'আ প্রত্যাখ্যান করে সর্ব ধর্মীয় ও জাতীয় সাম্য ও আল্লাহর দাসত্ব থেকে মুক্তির (বি*দ্রো*হের) উপর নির্ভর করে সৃষ্ট একধরনের বৈশ্বিক রাজনৈতিক ও জীবন দর্শন, দ্বীন। এ দুইটি নীতির উপর ভিত্তি করে উদারতাবাদকে অনেক বিস্তৃত আকার দেওয়া হয়েছে।
• অবাধ ও শান্তিপূর্ণ শির*কি নির্বাচন, আল্লাহর ক্ষ*মতা ও সার্বভৌমত্ব অ*স্বীকার করে জনগণের অধিকার, ত*গু*তি মিডিয়া ও সংবাদ প্রচারের স্বাধীনতা, সকল বাতিল ধর্মীয় স্বাধীনতা, যাকাত বিহীন মুক্তবাণিজ্য ও অর্থনীতি, ব্যক্তিগত মালিকানা প্রভৃতি ধারণার উদ্ভব ঘটেছে এ উদারতাবাদ দর্শনের উপর ভিত্তি করে।
• উদারতাবাদ শুধু যে রাষ্ট্রীয় হস্তক্ষেপ থেকে স্বাধীনভাবে বাতিল ধর্মাচরণের অধিকারকে রক্ষা করার চেষ্টা করে তাই নয়, বরং আল্লাহর মনোনীত একমাত্র স*ত্য দ্বী*ন-ইস*লামের প্রভাব থেকে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে মুক্ত করার প্রয়াসেও লিপ্ত হয়।
• ইস*লামের বিপরীতে উদারনীতিবাদের সাধারণ অর্থ হলো শ*রী*য়া*হ, খি*লা*ফা*হ/ইমা*রাহ এর বিরুদ্ধে ব্যক্তিস্বাধীনতা নীতি প্রতিষ্ঠা করা। অর্থাৎ যে যা ইচ্ছা করবে। হউক সমকা*মিতা, যিনা-ব্যভি*চার, অযাচার, অশ্লীলতা অথবা সুদ-জুয়া যার যা ইচ্ছা তা!
• (জা*হেল) রাষ্ট্রবিজ্ঞানী হব হাউসের মতে উদারনীতিবাদ হলো এমন একটি মতবাদ যেখানে প্রতিটি মানুষের স্বাধীনতা জীবনের কণ্ঠস্বর তাদের (প্রবৃত্তি) চিন্তা বিকাশ-এ বিকশিত হয়।
• যেখানে ইসলামের মূল হল তাওহিদ, এক আল্লাহর নিকট আত্মস*মর্পণ করা, আল্লাহর ইচ্ছার অ*ধীন থাকা; সেখানে উদারনীতিবাদের প্রধান ও প্রতিপাদই হলো (কথিত) স্বাধীনতা।
• উদারনীতি এমন একটি মতবাদ যেখানে ব্যক্তির স্বাধীনতাকে রক্ষা করা ও তাকে বে*প*রোয়া করাকে রাজনীতির মূল উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করা হয়।
• উদারতাবাদ যেমনি একটি রাজনৈতিক আন্দোলন, তদ্রুপ তা মানুষের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনেও সম্প্রসারিত হয়েছে। জন হলওয়েলের মতে, উদারতাবাদ নিছক একটি চিন্তাধারা নয়। এটি একটি জীবনদর্শন(দ্বীন) ও বটে। জীবনদর্শন (দ্বীন) হিসেবে তা মানুষের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক আকাঙ্ক্ষাসমূহকে প্রতিফলত করে।