JustPaste.it

17 Itihas-kotha-bole

ইতিহাস কথাবলে...

 

হযরত নূহ আ . যখন কিস্তি তৈরি করছিলেন, তখন সে সময়ের কাফেররা তাকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতেছিল। সাহাবায়ে কেরাম রাযি. যখন রোম পারস্য বিজয়ের কথা বলেছিলেন, তখন সে সময়ের কাফেররা তাদেরকে নিয়ে উপহাস করেছিল। নূহ আ. এর কিস্তি কি কাজে আসেনি? সাহাবায়ে কেরাম রাযি. এর কথার কি প্রতিফলন ঘটেনি? কিন্তু সেই সব হাসি-ঠাট্টা আর উপহাসকারীদের শেষ পরিণতি কী হয়েছিল? ভারতীয় উপমহাদেশে বৃটিশ বেনিয়ারা যখন উলামায়ে কেরামদের ফাঁসীর কাষ্ঠে ঝুলাচ্ছিল, তখনো কিছু উলামা লেবাস ও নামধারী লোক স্বর্গসুখে ছিল। ওরা সর্বদা নিজেদের যুগের শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বুদ্ধিমান মনে করে। সংখ্যায় এবং ক্ষমতায় অপ্রতিদ্বন্দ্বী মনে করে। কথায় নয়, কাজেই হবে তাদের মোকাবেলা-ইনশাআল্লাহ

 আল বালাগ

ম্যাগাজিন ইস্যু-১