JustPaste.it

তালিবানের চীন সফর- কিছু কথা...

 

তা লি বা ন একটি কুফরি রাষ্ট্রের আমন্ত্রণে সে দেশে সফরে গিয়েছে এটি একটি রাজনৈতিক সফর।

 

এটাকে নাজায়েজ মনে করার কি কারণ খারেজি ও খারেজিমনাদের কাছে? 

 

এরা একটি ইস্যু আনছে যে চীন উইঘুরদের হত্যাকারী!

 

নিঃসন্দেহে ওরা উইঘুরদের হত্যাকারী, তো হত্যাকারীদের দেশে যাওয়া,

 

তার চোখে চোখ রেখে ইসলামি শাসনের কথা বলে আসা কেন নাজায়েজ? 

 

তাছাড়া এই বেকুবরা কি জানে উইঘুরদের প্রধান জি হাদি গোষ্ঠী তা লি বা ন দের অধীনে কাজ করে?

 

তা লি বা ন দের হাতে বাইয়াতবদ্ধ?

 

তা লি বা ন দের আশ্রয়ে থেকে চীনে হামলা চালায়?

 

এগুলা তো খোদ উইঘুর জি হা দি দে র পক্ষ থেকেই প্রমাণ রয়েছে! আমার বুঝে আসে না

 

তালিবের বিজয়ে এই নাদানদের মনকষ্টের কারণ কি ?