JustPaste.it

Communism

User avatar
Ibn Ibrahim @ii · Nov 16, 2024
সাম্যবাদ

 

• সাম্যবাদ  শি*রক এবং কু*ফর। এটি স্বতন্ত্র একটি দ্বীন, জীবন ব্যবস্থা, ধর্ম। সুতরাং যে কেহ এর সাথে সম্পৃক্ত হবে, এর প্রচার ও প্রতিষ্ঠায় থাকবে, এর নেতা, উপদেষ্টা ও অন্য কোন দায়িত্বশীল হবে সে ব্যক্তি কা*ফি*র।
 
• সাম্যবাদ হলো ব্যক্তি মালিকানাহীন এমন একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবাদর্শ বা ধর্ম, যেখানে ব্যক্তিগত মালিকানার স্থলে উৎপাদনের সকল মাধ্যম এবং প্রাকৃতিক সম্পদ (ভূমি, খনি, কারখানা) রাষ্ট্রের মালিকানাধীন এবং নিয়ন্ত্রণাধীন থাকে। 
 
• শি*র*কি সাম্যবাদ হল কু*ফ*রি সমাজতন্ত্রের একটি উন্নত এবং অগ্রসর রূপ, তবে এদের মধ্যে পার্থক্যও রয়েছে।
 
• জা*হেল, ত*গু*ত কার্ল মার্কস যে মতাদর্শ উপস্থাপন করেছিলেন সেই মতে সাম্যবাদ হল সমাজের সেই চূড়ান্ত শিখর, যেখানে পৌঁছাতে হলে বিপ্লবের মাধ্যমে সমাজে (যাকাত বিহীন অর্থনৈতিক সমাজ ও) অর্থনৈতিক সাম্য স্থাপন করতে হবে। কোনো দেশে সাম্যবাদ থাকলে সেখানে ধনী গরীবের ব্যবধান থাকবে না। (অর্থাৎ আল্লাহ প্রদত্ত) সম্পদশালীর সম্পদ রাষ্ট্র নিয়ে নিবে এবং বণ্টন করবে ক্ষমতাশীনদের ইচ্ছানুযায়ী।) 
 
• সাম্যবাদ হল মহান স্রষ্টার দাসত্ব হতে স্বাধীন, দুনিয়ামুখী শ্রমজীবী মানুষের উঁচু মাত্রায় সুসংগঠিত সমাজ এবং মহান আল্লাহ তায়ালা ওয়াল হাকীম এর আইন ও শাসন বাদ দিয়ে তাতে কায়েম হবে সকল মানুষের স্বশাসন। 
 
• সেই সমাজে সমাজের কল্যাণের জন্য শরী*য়াহ নীতি বিমুখ হয়ে শ্রম হয়ে উঠবে প্রত্যেকের মুখ্য অপরিহার্য প্রয়োজনীয় বিষয় এবং এই প্রয়োজন উপলব্ধি করবে প্রত্যেকেই। প্রত্যেকের সামর্থ্য নিয়োজিত হবে সর্বসাধারণের সর্বাধিক পার্থিব (কথিত) কল্যাণের জন্য। 
 
• সাম্যবাদ ব্যক্তিকে ব্যাপক সামাজিক স্বাধীনতা দেয়। এতে রয়েছে কমিউন সংস্থাগুলিতে নির্বাচিত হওয়ার ও নির্বাচন করার এবং সমাজের প্রশাসনে অংশগ্রহণের অধিকার (অর্থাৎ ত*গু*ত হওয়ার ও ত*গু*ত বানানোর অধিকার); আখিরাত বিমুখ ও ইসলাম বিদ্বেষী শিক্ষা, বিনোদন ও ছুটির অধিকার; বৈষয়িক ও সাংস্কৃতিক উৎপাদনের সকল ক্ষেত্রে সৃজনশীল কাজের সুযোগ সুবিধা। সাম্যবাদ ব্যক্তিকে অপসাংস্কৃতিক সকল কুফলভোগের সুযোগসহ বিজ্ঞান ও শিল্পকলায় সক্রিয় অবদান যোজনে সাহায্য করে।
 
• সাম্যবাদ হচ্ছে সর্বহারা শ্রেণির একটা পূর্ণাঙ্গ মতাদর্শের ব্যবস্থা এবং একই সময়ে একটা নতুন সমাজ ব্যবস্থাও, দ্বীন-ধর্ম। ত*গু*ত সাম্যবাদীদের মতে, "সাম্যবাদ (ইসলাম সহ) অন্য যে কোনো মতাদর্শের ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা থেকে এটা ভিন্ন, কার্যকরী ও উত্তম। মানব ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বেশি সম্পূর্ণ, প্রগতিশীল, বিপ্লবী ও যুক্তিসংগত।"