JustPaste.it

Bangladesh Jamat Islami

User avatar
Ibn Ibrahim @ii · Nov 13, 2024
জামাআতে ইসলাম

 

ভ্রষ্টতা ও প্রমাণ: 
 
• (ভারতের বিষয়ে বক্তব্যে) পূর্বের জন্য ক্ষমা, এখন চেঞ্জ না হলে আন্তর্জাতিক নিয়ম-কানুন (অর্থাৎ তা*গুতি আইন) এর আশ্রয় নেব! (4: 60)
• এ দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন, সে যেকোনো ধর্মের মানুষ হোক, তার অধিকার সমান! (কু*ফরি দেশাত্মবোধ, জাতীয়তাবাদ, সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা) 
• হিংসা নয়, প্রতিহিংসা নয়, সকল ধর্মের মানুষের সাথে আমরা। (৬০:৪; ৪৮:২৯) (অর্থাৎ আসলুদ্দ্বীন আল বারা'আ নেই)
• জামাতে ইসলাম জনগণের সংগঠন, এখানে (হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ) যে কেউ আসতে পারে! (৫:৫৪) 
Video thumb

 
• আমরা মানুষ হিসেবে মানুষের কাছে এসেছি, এটা আমাদের দেখার বিষয় না কে আমরা কোন দল করি বা কে আমরা কোন ধর্মের অনুসরণ করি! (অর্থাৎ মানবতাবাদ)
Video thumb

 
• হিন্দুদের নিরাপত্তা - মানুষ মানুষের জন্য 
Video thumb

 
• হিন্দু সম্প্রদায়ের হার্ট ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শন করতে আসছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে • এ দেশ আমাদের সবার 
• আমার কথা হচ্ছে_ যারাই এদেশে জন্মগ্রহণ করে তারা এদেশের গর্বিত, মর্যাদাবান নাগরিক। 
• ধর্ম এখানে কারও অধিকার হরণ করতে পারে না। - ধর্মে কে কোনটা গ্রহণ করবে / অনুসরণ করবে এটা তার নিজস্ব ব্যাপার। 
• সংখ্যালঘু, সংখ্যাগুরুর কথা নেই আমরা সকলে বাংলাদেশি, আমরা সকলে এ দেশের নাগরিক...
Video thumb

 
• কোর্টে জামাত নেতার বক্তব্য:
(তা*গুতকে) মাননীয় মহামান্য প্রভৃতি বিশদ.. (অথচ ত*গুত অবশ্যই বর্জনীয়। তা বর্জন না করে কেউ মুসলিম হতে পারে না।)
Video thumb

 
• জামাতে ইসলাম জঙ্গিবাদে (সশ*স্ত্র জি*হাদ/ক্বি*তালে) বিশ্বাস করে না! (তাদেরই বক্তব্য) 
Video thumb

 
• সাবেক আমির গোলাম আজম: বড় বড় নেতা শেখ মুজিব এবং আব্দুল হামিদ খান ভাষানির সাথে উনি গণতন্ত্রের কাজ করেছেন। 
আতাউর গণি উসমানি এবং তা*গুত জিয়াউর রহমানকে শি*রকি গণতন্ত্র পুনর্গঠনের কৃতিত্ব দিচ্ছেন উনি। 
শ্রদ্ধার সাথে তিনি এ তা*গুতদেরকে স্মরণ করছেন!
https://youtu.be/TtS-vZuKAvI?feature=shared
 
• ১৫০০ অমুসলিম কর্মী এবং নেতা (তারাও বুঝি দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্যই জামাত করে নাকি গণতান্ত্রিক দ্বীন প্রতিষ্ঠার জন্যই জামাতকে তারা গ্রহণ করেছে)
Video thumb

 
• জামাতে ভিন্ন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য? নাকি তারা এটাতে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্য আর সম্প্রীতি পায়?)
• নারী অংশগ্রহণ বিষয় 
Video thumb

 
• জামায়াতের ১৭ (তা*গুত) এমপি
Video thumb