নবীন মুজাহিদদের পাতা
শব্দ করে হাসতে মানা
- খবরের কাগজের সম্পাদকঃ জনৈক প্রুফরিডারকে নিয়োগের আগে জিজ্ঞেস করলেন, আপনার কাজ কী জানেন?
প্রুফরিডারঃ হ্যাঁ, স্যার।
সম্পাদকঃ কি কাজ বলুন তো?
প্রুফরিডারঃ আপনার ভুল হলে তার দায়-দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়া।
* * * * *
দুই বন্ধু-শান্ত ও সুমনের কথোপোকথনঃ
শান্তঃ ডিম কত করে ভাই দোকানদার?
দোকানদারঃ চারটা তের টাকা।
সুমনঃ এক ডজন দাও।
শান্তঃ(সুমনকে)ভাবতে অবাক লাগে যে, এই ডিম থেকেই মুরগী বেরিয়ে আসে!
সুমনঃ এর থেকেও আশ্চর্যের ব্যাপার হলো, মুরগীটা এটুকু ডিমের ভিতর ঢোকে কিভাবে!
* * * * *
ছেলেঃ জানো মা আজ সামনের ঐ বাড়ীর কাকিমা আমাকে ডেকে ছিলো।
মাঃ ভালো ছেলেদের সবাই ডাকে। তা তোমাকে ডেকে ঐ কাকী মা কি বলল?
ছেলেঃ বললো যে, ওদের বাগান থেকে যদি আর কোনদিন আমাকে লুকিয়ে আম পাড়তে দেখে, তো ঠেঙিয়ে আমার পা ভেঙ্গে দেবে।
* * * * *
শহরের সবচেয়ে বিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারটির সঙ্গে একটা অ্যাপায়নমেনট করতে গেলে তাকে সেক্রেটারী জানাল, অন্ততঃ তিন সপ্তাহের আগে ডাক্তার বাবুর সঙ্গে কোন রকমেই দেখা করা সম্ভব নয়।
যে ভদ্রলোক আ্যাপয়নমেন্ট করতে চেয়েছিলেন তিনি তো খুব উদ্বিগ্নভাবে বলেন, তিন সপ্তাহ! তার আগে তো আমি মরেও যেতে পারি।
সেক্রেটারী খুব নিশ্চিন্তভাবে বললেন, তাতে কি হয়েছে? অ্যাপয়নমেন্ট আপনি যে কোন সময় বাতিল করে দিতে পারবেন।
* * * * *
- এক ভদ্রলোক নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার সামনে কোথা থেকে এক পাগলাটে ধরনের লোক উদয় হলো এবং বললো, সাহেব আমাকে দয়া করে সাহায্য করুন, আমি খুবই অভাগা। আমার কাছে এই গুলী ভর্তি রিভলবার ছাড়া আর কিছুই নেই।
* * * * *
ছাত্রঃ স্যার নতুন বইটা লেখবার ব্যপারে আপনাকে সব থেকে বেশী কোন জিনিসটা খুঁজতে হয়েছিল?
শিক্ষকঃ আমার চশমা।
* * * * *
শিক্ষকঃ বলতে পার সৃষ্টিকর্তা আল্লাহ কেন মনুষ্য শরীরে পেট সৃষ্টি করেছেন?
ছাত্রঃ প্যান্টের বোতাম আটকানোর জন্য।
* * * * *
বাড়ির মালিকঃ কি ব্যাপার, চার মাসের ভাড়া বাকী মাত্র পঞ্চাশ টাকা দিচ্ছ।
ভাড়াটেঃ এটা নিয়েই যাও ভাই, তোমার রান্না ঘরের জানালা বিক্রি করে তবে এটা দিতে পেরেছি।