একটি জরুরী প্রশ্নোত্তর।। কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করার কোন সুযোগ আছে?
প্রশ্ন:যদি কোন ভাই তাগুতের হাতে ধরা খায়; তখন যদি সে তাদের পক্ষ থেকে কষ্ট সহ্য করতে না পেরে নিজে নিজে আত্মহত্যা করে, তাহলে কি তার জন্য সেই সুযোগ আছে? নাকি তা আত্মহত্যা হবে??
উত্তর: কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যার কোন সুযোগ নেই। আত্মহত্যা হারাম হওয়ার ব্যাপারে ব্যাপক আয়াত ও হাদিস তো আমরা সকলেই জানি। আর কষ্ট হতে বাচার জন্য আত্মহত্যা হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট কিছু হাদিসও রয়েছে, যেমন সহিহ বুখারী ও মুসলিমের এক হাদিসে এসেছে,
عن سهل بن سعد الساعدي رضي الله عنه: أن رسول الله صلى الله عليه وسلم، التقى هو والمشركون، فاقتتلوا، فلما مال رسول الله صلى الله عليه وسلم إلى عسكره، ومال الآخرون إلى عسكرهم، وفي أصحاب رسول الله صلى الله عليه وسلم رجل، لا يدع لهم شاذة ولا فاذة إلا اتبعها يضربها بسيفه، فقال: ما أجزأ منا اليوم أحد كما أجزأ فلان، فقال رسول الله صلى الله عليه وسلم: «أما إنه من أهل النار»، فقال رجل من القوم: أنا صاحبه، قال: فخرج معه كلما وقف وقف معه، وإذا أسرع أسرع معه، قال: فجرح الرجل جرحا شديدا، فاستعجل الموت، فوضع نصل سيفه بالأرض، وذبابه بين ثدييه، ثم تحامل على سيفه، فقتل نفسه،
“এক যুদ্ধে মুসলিম বাহিনীর একজন মুজাহিদ অভূতপূর্ব বীরত্বের সাথে লড়ছিল। দিন শেষে উভয় বাহিনী যখন নিজ নিজ শিবিরে ফিরে আসলো, তখন সাহাবায়ে কেরাম সেই ব্যক্তির প্রশংসা করে বললেন, আমাদের কেউ আজ তার মতো বীরত্ব প্রদর্শন করতে পারেনি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো জাহান্নামী। পরের দিন সেই ব্যক্তি যুদ্ধ করতে করতে অনেক জখমী হয়ে গেলো। তখন সে নিজের বক্ষে তরবারী প্রবেশ করিয়ে আত্মহত্যা করলো। -সহিহ বুখারী, ২৮৯৮ সহিহ মুসলিম, ১১২
অপর হাদিসে এসেছে, “পূর্ববর্তী উম্মতের এক ব্যক্তির হাতে ঘা ছিল। যখন ঘায়ের কারণে তার কষ্ট হতে থাকে তখন সে হাতের ঐ অংশটা কেটে ফেলে। ফলে তা দিয়ে রক্ত বের হতে থাকে, অবশেষে তার মৃত্যু হয়। আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা আমার পূর্বেই নিজের ব্যাপারে ত্বরা করেছে, তাই আমি তার উপর জান্নাত হারাম করে দিয়েছি।” -সহিহ বুখারী, ৩৪৬৩ সহিহ মুসলিম, ১১৩ ফাতহুল বারী, ৬/৫০০ আরো দেখুন, সহিহ মুসলিম, ১১৬
তাই কোন ভাই তাগুতের হাতে অত্যাচারের শিকার হলে সবর করা কর্তব্য। এক্ষেত্রে সবরের আয়াত-সংক্রান্ত আয়াত ও হাদিসগুলো স্মরণ করলে ইনশাআল্লাহ কষ্ট হালকা হবে।
উত্তর প্রদানে-
মুহতারাম আদনান মারুফ হাফিযাহুল্লাহ
Senior Member
দাওয়াহ ইলাল্লাহ ফোরাম