JustPaste.it

পাঠকের কলাম:

কে আসেন কোরানের বিধান বাস্তবায়নে অকুতভয় সৈনিক?

==================================================

 

        এইমাত্র জাগো মুজাহিদ যে সংখ্যা পড়ে শেষ করলাম। পরিসংখ্যার ন্যায় ফারুক হোসেন খানের রচিত আমার দেশের চালচিত্র কলাম খুবই ভালো লাগলো। তার এই ধরনের ক্ষুরধার লেখনীর জন্য তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আল্লাহ যেন তাকে ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে অচেতন মুসলমানদের জিহাদি জজবায় উদ্বুদ্ধ করার কলম কে আরো শক্তিশালী করে দেন। গত জানুয়ারি সংখ্যায় তিনি দেশে মুরতাদদের প্রাদুর্ভাব এবং তাদের ধর্মের উপর ক্রমাগত আঘাত প্রতিরোধে মুসলমানদের আহ্বান জানিয়ে লিখেছেন, "কোরানের বিধান মোতাবেক নির্ভীকচিত্তে ওদের যোগ্য পাওয়ানা মিটিয়ে দিতে হবে, কে আসেন কোরানের বিধান বাস্তবায়ন করার নির্ভীক সৈনিক?'' মে সংখ্যায় তিনি আমাদের সমাজের ইসলামী আদর্শ বিচ্যুত মুসলমানদের পাশ্চাত্যের বিলাস প্রিয়তা ও অনুষ্ঠান সর্বোচ্চ ধর্মীয় উৎসব পালনের অনুকরণে ঈদ উদযাপন করাকে চ্যালেঞ্জ করে বলেছেন, এটা অনৈসলামিক উৎসব বই অন্য কিছু নয়।

 

        কিছু সংখ্যক দুর্নীতি পরায়ন আমলা ও সরকারী কর্মকর্তা যারা মেহনতি গরীব-দুঃখী দের সম্পদ লুট করে বিলাস বাসনে লিপ্ত, যাদের বোম্বে, সিঙ্গাপুরে গিয়ে ঈদের মার্কেট না করলে পেজটিজ বাছেনা তাদের লক্ষ্য করে চাবুকের কসাঘাত হেনেছেন। নৈতিকতা বর্জিত ফরজ পর্দাকে উপেক্ষা কারি ঐ সব নারীরা যারা প্রজাপ্রতির ন্যয় পর পুরুষের সামনে সৌন্দের্যের ডানা মেলে ধরতে না পারলে তৃপ্তি পান না, তাদের ঘৃণ্য মানসিকতা কে নিন্দা জানিয়েছেন। তিনি যেন বিশ্বের সকল তৌহিদি জনতাকে এসব বিভ্রান্ত মানুষের কাছে সত্যের আলো পৌঁছে দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন ''কে আছো ভাই সত্যের সাধক! সত্যের ঝান্ডাধারী যে সবদিকে জালাবে সত্তের মশাল।

 

        অতএব লেখোকের আহবানের সাথে ঐক্যমত ঘোষণা করে আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে বিভ্রান্ত মানুষের কাছে সত্যের আলো পৌঁছে দেই, ধর্মদ্রোহী ও সকল অশ্লীলতার বিরুদ্ধে ঘোষণা করেছি সর্বাত্মক জিহাদ।

-ইতি শিকদার আবুল বাশার, ইছামতী, তেরোখাদা, খুলনা।

 

*****