জ্ঞান-বিজ্ঞানের আসর
ইসলামী ইতিহাসের কয়েকটি মূল্যবান তথ্য
- সীরাতে-রাসূল (সাঃ) সর্বপ্রথম সংকলনকারী মুহাম্মদ ইবনে ইসহাক। মৃত্যু-১৫১ হিঃ। তারপর আব্দুল মালেক ইবনে হিশাম সীরাত শাস্ত্র অধিকতর সুসমৃদ্ধ করেন। মৃত্যু-২১০ হিঃ
- কুরআন ও হাদীসের শব্দকোষ সর্বপ্রথম সংকলন করেন আবু উবায়দা মামার আল মুসান্না তামীমী। তিনি বসরার অধিবাসী ছিরেন। মৃত্যু-২১০ হিঃ
- আল্লাহর নবী হযরত ইদ্রীস (আঃ) সর্বপ্রথম মানবজাতিকে অক্ষর জ্ঞান দান করেন।
- ইসলামের প্রথম মোয়াজ্জিন হযরত বেলাল হাবশী (রাঃ)।
- মুসলমানদের মধ্যে ইসলামের জন্য জেহাদের ময়দানে সর্বপ্রথম তরবারী কোষমুক্ত করেন হযরত যুবায়র ইবনে আওয়াম। তিনি রাসূলে খোদার (সাঃ) ফুফাতো ভাই ছিলেন। ষোল বৎসর বয়সে ইসলাম কবুল করেন এবং ৬৪ বৎসর বয়সে জিহাদের ময়দানে শহীদ হন।
- দুনিয়ার বুকে সর্বপ্রথম খোদায়ী দাবী করে নমরুদ।
- মসজিদে সর্বপ্রথম বাতি দেন সাহাবী হযরত তামীম দারী। রাসূলুল্লাহ (সাঃ) তার এই কাজে সন্তুষ্ট হয়ে বলেছিলেন,-তামীম, তুমি আল্লাহর ঘর আলোকিত করে ইসলামকে আলোকিত করেছে। আল্লাহ পাক তোমার অন্তরকে আলোকিত করবেন।
- মসজিদে সর্বপ্রথম মেহরাব তৈরী করেন হযরত ওমর ইবনে আবদুল আজীজ।
- হযরত আলী (রাঃ) তার সাগরেদ আবুল আসওয়াদের মাধ্যমে আরবী ব্যাকরণ সংকলন করেন। কুরআন শরীফে তিনিই সর্বপ্রথম যের-যবর দেওয়ার নিয়ম প্রবর্তন করেন।
- কুরআন শরীফের অক্ষরসমূহে নোক্তার প্রচলন করেন হাজ্জাজ বিন্ ইউসুফ। ইতিপূর্বে আরবী অক্ষরে নোক্তা বা বিন্দুর প্রচলন ছিল না।
- কাবা শরীফে সর্বপ্রথম গেলাফ পরান তোব্বা নামক ইয়ামানের জনৈক শাসনকর্তা। হযরত আমীর মোয়াবিয়া (রাঃ) পুরাতন গেলাফ বদল করে নূতন গেলাফ পরানোর ব্যবস্থা করেন।
- মসজিদে আজান দেওয়ার জন্য সর্বপ্রথম মিনারা তৈরী করেন আমীর মোয়াবিয়া (রা)।
- হিজরতের পর সর্বপ্রথম যে মোহাজের ইন্তেকাল করেন, তার নাম হযরত উসমান ইবনে মজউন। মৃত্যু হিজরী তৃতীয় সন।
- মোহাজেরদের ঘরে সর্বপ্রথম যে শিশু জন্মগ্রহণ করেন, তিনি হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর। হিঃ ১ম সন।
- হিজরতের পর আনসারগণের মধ্যে সর্বপ্রথম যে শিশু জন্মগ্রহণ করেন, তিনি হযরত নোমান ইবনে বশীর।
- সাহাবীগণের সমালোচনার সূত্রপাত করে সর্বপ্রথম আবদুল্লাহ ইবনে সাবা মুনাফেক। মুনাফেক চরিত্রের লোক ব্যতীত আজ পর্যন্ত কোন মুসলমান সাহাবীগণের সমালোচনা করতে সাহসী হয়নি।
- মুসলমানগণের মধ্যে রসায়নবিদ হিসাবে সর্বপ্রথম খ্যাতি অর্জন করেন আমীর মোয়াবিয়ার পৌত্র খালেদ ইবনে ইয়াজীদ।
-উম্মেহানী।
- ক্যামেস্ট্রি বা রসায়নশাস্ত্রের প্রথম আবিষ্কার ও গ্রন্থ প্রণেতা জাবের ইবনে হাইয়্যান ইমাম জাফর সাদেক(রাহঃ)-এর উস্তাদ ছিলেন।
- সর্বপ্রথম অভিধান রচনা করেন খলীফা ইবনে আহমদ। তিনি তাবেয়ী ছিলেন।
- সর্বপ্রথম ইসলামের ইতিহাস লেখার সূচনা করেন আব্দুল্লাহ ইবনে আবু রাফে'।
- হযরত নবী করীমের (সাঃ) সামরিক জীবনের বিস্তারিত বিবরণ সম্পর্কিত গ্রন্থ সর্বপ্রথম রচনা করেন মুহম্মদ ইবনে ইসহাক।
- হাদীস ও সাহাবীগণের আছার সম্পর্কিত বিষয়ে সর্বপ্রথম গ্রন্থ সংকলন করেন হযরত আবু যর গেফারী (রাঃ)।
- ফেকাহ শাস্ত্র সর্বপ্রথম সংকলন করেন আলী ইবনে রাফে। তিনি হযরত নবী করীম (সঃ) কর্তৃক মুক্ত করা একজন কৃতদাস ছিলেন।
- ফেকাহ শাস্ত্রে সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন সাঈদ ইবনে মুসাইয়্যিব (রাহঃ)। যিনি একজন তাবেয়ী ছিলেন।
- মক্কা থেকে হাবশায় সর্বপ্রথম হিজরত করেছিলেন হাতেব ইবনে ওমর (রাঃ)।
- সর্বপ্রথম মদীনায় হিজরত করেছিলেন মুসআব ইবনে উমাইর (রাঃ)।
- মদীনাবাসীগণের মধ্যে সর্বপ্রথম হযরত রসূলে কারীমের হাতে বাইআত করার সৌভাগ্য অর্জন করেছিলেন আসআদ ইবনে যুরারাহ (রাঃ)।
- সর্বপ্রথম ইলমে ফেকাহর মূলনীতি নির্ধারণ করেন ইমাম মুহাম্মদ আল বাকের (রাহঃ)। ইলমে ফেকাহর মূলনীতি সম্পর্কে সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন হেশাম ইবনুল হাকাম। তিনি ইমাম বাকের-এর সাগরেদ ছিলেন।
- ইলমে-হাদীসের বিচার বিশ্লেষণ সম্পর্কিত সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন সৈয়দ জামাল উদ্দীন বিন তাউম। হাদীস বিশ্লেষণ ও শুদ্ধাশুদ্ধ বিচার-পদ্ধতি সর্বপ্রথম নির্ধারণ করেন হাকেম নিশাপুরী।
-জান্নাত কাওনাইন