লেবেল কি? ও লেভেল কত প্রকার কি কি?
#লেবেল : পোশাক সম্পর্কিত সকল তথ্য পাওয়ার জন্য পোশাকের মধ্যে যে তথ্যলিস্ট সংযুক্ত করা হয় তাকেই লেবেল বলে।
#লেবেল প্রধানত দুই প্রকার।যথাঃ
1. মেইন লেবেল
2. সাব লেবেল
#মেইন লেভেল :- যে লেভেলে কোম্পানি ও দেশের নাম বড় করে সংযুক্ত থাকে তাকে মেইন লেভেল বলে।
#সাব লেভেল চার প্রকার,যথা :-
1. সাইজ লেবেল
2. কেয়ার লেবেল
3. প্রাইজ লেবেল
4. কম্পোজিশন লেবেল
#সাইজ লেভেল :- যে লেভেলে পোশাকের সাইজ লিখা থাকে তাকে সাইজ লেবেল বলে ।যেমনঃ S, M, L, , XL,XXL,3XL,32, 34, 36 ইত্যাদি ধরনের লেখা থাকে।
S for Small
M for Medium
L for Large
XL for Extra Large
XXL for Double Extra Large
#কেয়ার লেভেল :- পোশাক পরিচর্যা সঠিকভাবে সম্পন্ন করার জন্য কিছু নিয়মাবলি যে সাংকেতিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, তাকে কেয়ার লেবেল বলে ।আন্তর্জাতিকভাবে স্বীকৃত কেয়ার লেবেলিং কোড মূলত পাঁচটি চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়।যথা :-
1) ধৈাতকরণ প্রক্রিয়া
2) ক্লোরিন ব্লিচ
3) আয়রনিং কোড
4) ড্রাই ক্লিনিং কন্ডিশন
5) ড্রাই কন্ডিশন
#প্রাইজ লেবেল :- এই জাতীয় লেবেলে সাধারণত পোশাকের মুল্য কত শুধু সেইটাই লেখা থাকে।
#কম্পোজিশন লেবেল :- এই লেবেলে মাধ্যমে পোশাকে (কতটুকু কটন/কতটুকু পলিয়েস্টার )দিয়ে তৈরি করা হয়েছে তা সহজে বোঝা যায়।যেমন: (35/65,Cotton/Polyester)
#আপনার কাছে প্রশ্ন ???
#সবচেয়ে দামি লেবেল কোন তাঁতে বুনন করা হয়???
a) ডবি
b) জ্যাকার্ড
c) উভয়ই