বগুড়ায় ইসলামী সংস্থা দাওয়াতুল হক’
সমাজ উন্নয়নের প্রশংসনীয় কর্মকান্ড শুরু
।।মোহাম্মদ আবদুর রহিম।।
বগুড়া, বর্তমানে যেখানে সূত্র ছাড়া কোন ধার-কর্জের চিন্তা করা যায় না। সেখানে বিনা সুদে ও কর্জে হাছনার নিয়মে-অর্থ বিতরণের কথা অনেকে হয়তো বিশ্বাস করতে চাইবেন না। আর অবিশ্বাস্য হলেও সত্য যে. বগুড়াতে দাওয়াতুল হক নামে একটি ব্যতিক্রমধর্মী সেবা সংগঠন এ কাজটি করে যাচ্ছে।
গত বছর বগুড়া শহরের কতিপয় ধর্মপ্রাণ সমাজসেবী ব্যক্তির সমন্বয়ে এ দাওয়াতুল হক গঠন করা হয়। বগুড়া জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ইয়াকুব এই সংগঠনের সভাপতি। পবিত্র কুরআন ও সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠিত এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বিওহীনদের স্বাবলম্বী হতে বিনা সুদে অর্থ সাহায্য প্রদান। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অনেক বিত্রহীনকে সাহায্য করেছে। বগুড়া থেকে ৩ মাইল পশ্চিমে শইরদিমী গ্রামটি বেছে নেওয়া হয়েছে উন্নয়নের জন্য। এ গ্রামের বেশ কয়েকজনকে কিনে দেয়া হয়েছে রিক্সা, ভ্যানগাড়ী, কারিগরি যন্ত্রপাতি। অনেককে দেয়া হয়েছে মুদি ও তরিতরকারী ব্যবসার মূলধন। প্রায় ২৫ জন অসহায় মহিলাকে এককালীন অর্থ সাহায্য দেয়া হয়েছে দান হিসাবে। এই অর্থ দিয়ে তারা হাঁস: মুরগী, গরু ও ছাগল কিনে লালন পালন করছে! গরীব কৃষকদের চাষাবাদের সময় কর্জে হাছনার মাধ্যমে সার কীটনাশক ও জালানি তেল সরবরাহ করা হচ্ছে। উক্ত গ্রামের একজন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের কথাও ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এছাড়া যারা কুরআন পড়তে জানেন না, তাদেরকে কুরআন শিক্ষাদানের বাবস্থা গ্রহণ করা হয়েছে। এই সংগঠনের অর্থ বা আয়ের উৎস হচ্ছে দানশীল ব্যক্তির দানের অর্থ যাকাত ও শরীয়তসম্মত সহযোগিতা। ধর্ম এবং কর্ম এই সংগঠনের মূল কথা। মহরদিমী গ্রামে শিক্ষা বিস্তারের জন্য একটি বহুমুখী আদর্শ মাদ্রাসা স্থাপন করা হয়েছে। গত ১২ আগষ্ট মাদ্রাসাটির উদ্বোধন করা হয়।