মুক্তার মালা
জ্ঞানী শেষ্ঠ আবু আলী সিনা বলেন-
সকল পুণ্যের খনি হচ্ছে দশটি আচরণ-
(১) সত্যের নিষ্ঠা, (২) সকলের সাথে সুবিচার, (৩) প্রবৃত্তির প্রতি রূঢ়তা, (৪) আলেমের সাহচর্য, (৫) জ্ঞানীর প্রতি সম্মান প্রদর্শন, (৬) ছোটদের প্রতি স্নেহ-মমতা, (৭) বন্ধুদের সাথে বিশ্বস্ত থাকা, (৮) শত্রুদের ব্যাপারে ধৈর্য ধারণ করা, (৯) সংসার ত্যাগী ফকীর-দরবেশের সাথে উদার ব্যাবহার করা, (১০) জাহেলদেরকে জ্ঞান দান।
--যে ব্যক্তি সবসময় প্রতিশোধ গ্রহণ করার চিন্তায় থাকে, তার ক্ষত কখনও শুকায় না। --আবু আলী সিনা।
--ইবনে সুহাইম (রাহঃ) বর্ণনা করেন, আমীর মোয়াবিয়া (রাঃ) তখন মুসলিম জগতের খলিফা, একদা তখন একদিন তাঁর খেদমতে হাজির হয়ে দেখি তাঁর গলায় দড়ি বাঁধা। এবং একটি শিশু সেটি ধরে রয়েছে। আমি আশ্চর্যান্বিত হয়ে ব্যাপারটা লক্ষ্য করছি দেখে হযরত মোয়াবিয়া (রাঃ) বল্লেন কি করব ভাই। আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যাদের ঘরে শিশু আছে, তাদের উচিত কখনও কখনও নিজেরাও শিশুর মত হয়ে ওদের সাথে খেলায় অংশগ্রহণ করা। --তারীখুল খোলাফা
স্মরণ রেখো! ইসলাম যে সম্মান দান করেছে, তাতে তৃপ্ত না হয়ে যদি অন্য আরও কোনখান থেকে সম্মান অর্জন করতে চেষ্টা কর, তবে আল্লাহ পাক অবশ্যই তোমাদের লাঞ্ছিত করে ছাড়বেন। --হযরত ওমর (রাঃ)
শাসকরা যখন বিগড়ে যায়, তখন জনগণও বিগড়াতে শুরু করে। সর্বাপেক্ষা ইতর সেই ব্যক্তি, যার প্রভাবে তার অধীনদের মধ্যে অনাচার বিস্তার লাভ করে।
--হযরত ওমর (রাঃ)
এমন এক সময় আসবে, যখন শাসক সম্প্রদায় শুধুমাত্র রাজস্ব আদায়কারীর ভূমিকা পালন করেই কর্তব্য সামাধা করবে। এমতাবস্থায় লজ্জা, বিশ্বাস এবং দায়িত্ববোধ দুষ্প্রাপ্য হয়ে যাবে। --হযরত ওসমান (রাঃ)
যে ব্যক্তি কোরআন বুঝতে পেরেছে, তার হাতে সকল জ্ঞানের চাবি এসে গেছে।
--হযরত আলী (রাঃ)
অশ্লীল কথা যে বলে আর যে তা মানুষের সামনে প্রচার করে, উভয়েই সমান অপরাধী। --হযরত আলী (রাঃ)
যে এরুপ আকাংখা পোষণ করে যে, ঈমানের সাথে যেন তার মৃত্যু হয়, তার উচিত অন্যের সম্পর্কে সুধারণা পোষণ করা। --ইমাম শাফেয়ী (রাহঃ)
একজন রাখাল যখন সতর্কতাসূচক ধমক দেয়, তখন তার পশুগুলি সতর্ক হয়ে যায়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই যে, আল্লাহর কিতাব বার বার আমাদেরকে সতর্ক করে, কিন্তু আমরা সতর্ক হই না। --সুলাইমান সওরী (রাহঃ)
সৎকর্ম অন্তরে আলো এবং আমলের মধ্যে শক্তি সৃষ্টি করে। অনাচার অন্তরে অন্ধকার এবং আমলে দুর্বলতা সৃষ্টি করে। --সুলাইমান তাইমী (রাহঃ)
যে ব্যক্তি শাক-পাতা খেয়েই তৃপ্ত হতে পারে, তাকে কেউ গোলাম বানাতে পারে না। --মাসআদ বিন কোদাম (রাহঃ)
অন্যের নিকট হাত পাতার বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়ার মত কিছু সম্পদ সঞ্চয় করে রাখলে তাতে দরবেশী ক্ষতিগ্রস্ত হয় না। --আবদুল্লাহ ইবনে মোবারক (রাহঃ)
প্রকৃত খোদাভীরুদেরকে তিনটি বিষয় দান কারা হয়। মেজাজে স্নিগ্ধতা, চেহারায় অপার্থিব ঔজ্জল্য এবং প্রখর ব্যক্তিত্ব। --ইউসুফ ইবনে আসবাত (রাহঃ)
আহমাদ আল-ফিরোজী