বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস | ৩য় পর্ব | সওম সংক্রান্ত পাঁচটি হাদিস
=>১নং হাদিস | চাঁদ দেখে সওম পালন ও ইফতার করা
عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا تَصُوْمُوْا حَتّٰى تَرَوُا الْهِلَالَ وَلَا تُفْطِرُوْا حَتّٰى تَرَوْهُ فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوْا لَه».رواه محمد، والشيخان متنا
قال محمد رح: وبهذا نأخذ، وهو قول أبي حنيفة رحمه الله
উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা চাঁদ না দেখা পর্যন্ত সওম (রোযা) পালন করবে না এবং তা না দেখা পর্যন্ত সওম শেষ (ভঙ্গ) করবে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তোমরা যদি চাঁদ না দেখতে পাও তাহলে (শা‘বান) মাস ত্রিশ দিন পূর্ণ করো।
হাদিস।[১]
হাদিসের মান: সহিহ ।
==>২নং হাদিস | দ্রুত ইফতার করা
وَعَنْ سَهْلٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ. رواه محمد، والشيخان
قال محمد رح: تعجيل الإفطار وصلاة المغرب أفضل من تأخيرهما، وهو قول أبي حنيفة والعامة رحمهم الله
সাহল (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে।[২]
হাদিসের মান: সহিহ ।
বিঃদ্রঃ হাদীসে দ্রুত ইফতার করার জন্য খুব তাগিদ দেয়া হয়েছে। এর অর্থ হচ্ছে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে।
==>৩নং হাদিস | সাহরি খাওয়া
عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: تَسَحَّرُوْا فَإِنَّ فِى السَّحُوْرِ بَرَكَةً (مُتَّفَقٌ عَلَيْهِ)
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা ‘সাহরী’ খাও। সাহরীতে অবশ্যই বারাকাত আছে। (বুখারী, মুসলিম)[৩]
হাদিসের মান: সহিহ।
==>৪নং হাদিস | রমযানের শেষে লাইলাতুলকদর অনুসন্ধান করা
عن هشام بن عروة عن أبيه : أن رَسُوْلُ اللّٰهِﷺ قال: «تَحَرَّوْا لَيْلَةَ الْقَدْر فِى الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ
হযরত হিশাম ইবনে উরওয়ার পিতা থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কদর রজনীকে রমাযান (রমজান) মাসের শেষ দশ রাতে অনুসন্ধান করো। [৪]
==>৫নং হাদিস | রামাদানের কাজা রোজা আদায় করার পদ্ধতি
عن سعيد ابن حبير ، أنَّه قال فِيْ قَضاء رمَضان: فَرِّقْ إنْ شِئتَ
وقال إبراهيم (النخعي): متَتابعاً أحبُّ إليَّ
হযরত সাঈদ ইবনে জুবায়ের রাহি থেকে বর্ণিতঃ তিনি রমজানের কাজা আদায় সম্পর্কে বলেন: যদি তুমি চাও, বিরতি দিয়ে রমজানের কাজা আদায় করতে পারো। [৫]
................
নোট
[১] মুয়াত্তা মুহাম্মাদ ৩৩৬। আর হুবুহু মতনে হযরত উমার রাদি থেকে বর্ণিত হাদিস এসেছে বুখারী ১৯০৬, মুসলিম ১০৮০, নাসায়ী ২১২১, মালিক ১০০২, আহমাদ ৫২৯৪, দারিমী ১৭২৬, দারাকুত্বনী ২১৬৭, সুনানুল কুবরা লিল বাযহাক্বী ৭৯২২, ইবনু হিববান ৩৪৪৫, ইরওয়া ৯০৩, সহীহ আল জামি‘ ৭৩৫২, মিশকাতুল মাসাবিহ, হাদিস নং ১৯৬৯।
[২] মুয়াত্তা মুহাম্মাদ ৩৬৩, বুখারী ১৯৫৭, মুসলিম ১০৯৮, তিরমিযী ৬৯৯, মুয়াত্ত্বা মালিক ১০১১, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৭৫৯২, ইবনু মাজাহ ১৬৯৭, আহমাদ ২২৮০৪, দারিমী ১৭৪১, ইবনু খুযায়মাহ্ ২০৫৯, মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৭১৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৮১১৮, শু‘আবূল ঈমান ৩৬৩০, ইবনু হিববান ৩৫০২, ইরওয়া ৯১৭, সহীহাহ্ ২০৮১, সহীহ আত্ তারগীব ১০৭৩, সহীহ আল জামি‘ ৭৬৯৪, মিশকাতুল মাসাবিহ ১৯৮৪।
[৩] বুখারী ১৯২৩, মুসলিম ১০৯৫, তিরমিযী ৭০৮, নাসায়ী ২১৪৬, ইবনু মাজাহ ১৬৯২, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৭৫৯৮, ইবনু আবী শায়বাহ্ ৮৯১৩, ইবনু খুযায়মাহ্ ১৯৩৭, আহমাদ ১১৯৫০, দারিমী ১৭৩৮, সহীহ আত্ তারগীব ১০৬৩, মিশকাতুল মাসাবিহ,৯৮২।
[৪]মুয়াত্তা মুহাম্মাদ ৩৭৫।
[৫] আলমাওসুয়াতুল হাদিসিয়্যাহ লিমারউয়্যাতি আলইমাম আবি হানিফা ৪৫৮১ নং হাদিস।
---------------------
বিগত পর্বের লিংক
বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ১ম পর্ব || ঈমান || পাঁচটি হাদিস
https://dawahilallah.com/showthread.php?23294
বিষয়ভিত্তিক নির্বাচিত হিফজুল হাদিস || ২য় পর্ব || সলাত || পাঁচটি হাদিস
https://dawahilallah.com/showthread.php?23768
-------
চলবে ইনশাআল্লাহ...
<===========[]===========>