কবিতা
মহামানব
কাজী হায়াত মাহমুদ
মহত্ত্ব, শ্রেষ্ঠত্ত্বে যার তুলনা বিরল,
যেইজন সদা সস্মরণীয়।
সৃষ্টির তরে যিনি সেরা উপহার,
আদর্শগণ যার অনুকরণীয়।
চরিত্র-মাধুর্য যারে দিয়েছে আসন,
সৃষ্টি সবার উপরে।
ত্যাগের নজীর যিনি রেখেছেন এমন,
দৃষ্টান্ত নেই জগত সংসারে।
উদারতা শুনে যার মুগ্ধ সবাই,
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
শান্তির স্বাদ পেত পাপী-দুঃখী জন,
যার কাছে এসে।
যার কাছে এসে।
যার অছিলাতে স্রষ্টা সৃষ্টি করিলেন,
এই নিখিল ধরণী।
তিনি নবী মুহম্মাদ, শ্রদ্ধাভাজন,
কুরআনে যার প্রশংসা শুনি।
হাজার দরুদ মোর এ মহামানবে,
ঠাই পেতে তাঁর পদতলে।
এমন দরদী যেন দেখা পেয়ে যাই
বিচারের মহাসংকটকালে।