JustPaste.it

কবিতা

 

তালিবান চাই

মোঃ শরীফুল ইসলাম

 

আফগানিস্তানে জুলুমবাজের

পতন হল ভাই

আমার দেশে এমন একটা

পরিবর্তন চাই

এই দেশেতে নেতা-নেত্রী

বদল হলেন অনেক

যোগ-বিয়োগের খতিয়ানে

সবার চাওয়া এক।

ইসলামই হল তাদের

একমাত্র বাধা

কুরআনের কথা শোনলে তাদের

চোখ হয়ে যায় সাদা।

অবশেষে সবার কাছে

চাওয়া মোদের একটাই

আমার দেশে আমরা সবাই

তালিবান চাই।

 

*************************

 

জবাব দাও

আব্দুল্লাহ আল ফারুক সাইফী

 

কোষবদ্ধ কেন তোমার তরবারী?

খাপে কেন তোমার খঞ্জর?

হ্রেষেনা কেন তোমার ঘোড়া?

গায়ে কেন মিহিন পোষাক?

তবে কি তুমি এখন মুজাহিদ নও?

তোমার তলোয়ার কি রক্তে রাঙা ছিল না?

ক্রুসধারীর গায়ে পড়েনি কি তোমার বুলেট?

তোমার দেহে কি ছিল না ধূলামলিন পোশাক?

বল বল কি হলো তোমার!

কেন তোমার চরিত্রে এমন পরিবর্তন?

তোমার জিহাদ কি শেষ?

আরাকান হতে কি ভেসে আসে না চিৎকার?

রাসূল কি শুধু এক রণাঙ্গনে যুদ্ধ করেছেন?

রাসূলের আদর্শ তোমায় কী শিখিয়েছে?

বলেনি কি, কিভাবে জবাব দিবে-

আগ্রাসী শক্তির?

তাহলে কেন তা প্রস্ফূটিত হয় না তোমার আত্মায়।

তোমার মাঝের সিংহটি কি ঘুমন্ত।

তবে কেন তোমার হতে গুঞ্জরিত হয়

রবিশঙ্করের সেতার?

বল, জবাব দাও!

 

*****