কবিতা
জেহাদ আলেখ্য
মুহাঃ আলী আকবর
হে রোহিঙ্গা মুসলমান!
তোমরা নিঃস্ব তোমরা মজলুম তোমরা অন্ততরীণ
তোমাদের অন্তরে রয়েছে বল, একত্ববাদের ইয়াকীন।
কারবালার মতো আরাকান ভূমিতে রক্তের হোলিখেলা
রক্তে মাখা ঈদের জামায়াত, মসজিদ আজ নাট্যশালা।
সামরিক জান্তা নয়তো এ যেন আবু জেহেলের সন্তান
সুমাইয়ার মতো মা-বোন সেথায় হয় নিত্য অপমান।
অন্তরে তোমাদের বেলালের ঈমান, জাফরের মতো হিম্মত
আবিসিনিয়ায় নয় বাংলায় করিলে দলে দলে হিজরত।
কত ভাই যে নিয়েছে বিদায়-সাদা কফিনে মুখ ঢেকে
ওমরের মতো জেগে উঠেছে নিবীর ঘন অরন্যের বাঁকে।
রাসূলের প্রমিক ভুলে যেয়োনা ঐশী কোরআনের বাণী
শহীদ গাজীরা পান করিবে যেদিন আবে-কাওছারের পানি।
মুসলিম তারা লড়াকু সৈনিক কভু হয়না হিম্মত হারা
বাতিলের গদি দখল করে, বহিত তাদের শোণিত ধারা।
আল্লাহ্
শাহেদুল হক শিমুল
কে বানলো তারকারাজি
আকাশ ভরা জ্যোৎস্না
অথৈ জলে নৌকা ভাসে
বান ডেকে যায় বন্যা।
কে বানালো পশু পাখি
টিলা পাহাড় ঝর্ণা
বৃক্ষ রাজি মরু ভূমি
দুঃখ এবং কান্না।
কার নামেতে তসবি জপী
কার হাতেতে পাল্লা
পাপ ও পুণ্যের বিচার করেন
সে যে করুণাময় আল্লাহ্।
আমি শৃঙ্খলিত বলে
আমিনুর রহমান (আমীন)
তোমার অশ্ব খুরের ধ্বনি
স্তিমিত কেন বন্ধু
আমি শৃঙ্খলিত বলে?
তোমার শমশির কেন কোষবদ্ধ
কেন তুমি স্তবির, নীরব, নির্বাক?
চারিদিকে মার মার কাট কাট
উত্তপ্ত লহু আর বিভীষিকার সয়লাব,
শান্তির গোলাপ নিয়ে
তুমি আসতে পারনা বন্ধু?
জীবন বাজীতে দুরন্ত তাজী ছুতাও,
জালিমের প্রসাদ মিছমার করে দাও,
ছিন্নকর অহংকার উদ্ধ্যত মস্তক,
পারবে কি তুমি বন্ধু?
কেন পারনে না?
আমি শৃঙ্খলিত বলে?
আমার বিশ্বাস, পারবে
অবশ্যই তুমি পারবে।
আমাদের পরিচয়
কাজী হায়াত মাহমুদ
ও ভাই আমরা কারা? –মুসলমান,
ধর্ম মোদের খোদার দান,
দ্বীনের তরে লড়তে পারি,
করতে পারি মরণপণ।
সত্য সঠিক কুরআন খানি,
প্রাণের চেয়ে অধিক জানি,
জগত শ্রেষ্ট নবী মোদের
চোখের মনি, বুকের ধন।
তাইতো মোদের শক্তি এত,
করি না ভয়, মাথা নত,
পাহাড় সমান বাঁধা যত
রুখতে পারি মুষ্টি হাতে।
পাক কালেমার নিশান নিয়ে,
মিথ্যে বাতিল ঠেলে পায়ে,
চলবো বুকে সাহস নিয়ে,
সরল সঠিক সত্য পথে।
ন্যায়ের পক্ষে সন্ধি করি,
ভুলের বেড়া ভাঙ্গতে পারি,
যুদ্ধে মোদের শহীদ হওয়ার
অনেক অনেক প্রমাণ আছে।
এ পৃহতিবির বেদ্বীন যত,
জানে মোদের সাহস কত,
আফগানিস্তানে ধাওয়া খেয়ে
লেজ গুটিয়ে চলে গেছে।
উঠছে জেগে বিশ্ব জাহান
চেচনিয়া তার বিরাট প্রমাণ,
ইহুদীদের শক্ত ঘাটি
উঠছে কেঁপে ফিলিস্তিনে।
বীর মুজাহিদ মানে না ভয়,
ছুটতে পারে জয়ের নেশায়,
ভাঙ্গতে পারে ভুলের পাহাড়
শক্ত হাতে হ্যাঁচকা টানে।