JustPaste.it

➤কবিতা

==================


সেই দুশমন 
মোঃ ছিদ্দীকুর রহমান
--------------------------- ★

ইংরেজ সেই দুশমন আবার
আসছে মোদের দেশে,
হও হুঁশিয়ার ঘুরছে তারা
দ্বীন দরদী বেশে।
অভাবীদের সেবা করতে 
আসছে নাকি দেশে!
নয়রে তাহা, ঈমান নিয়ে 
ফিরবে আপন দেশে।
এনজিও তার নাম দিয়েছে
চলছে নানান বেশে।
সকাল- বিকাল তারা তৎপর 
মোদের সর্বনাশে।
কান ধরে দাও পথ দেখিয়ে 
নরক গামির দেশে
কাল বিলম্ব করলে পরে
পড়তে হবে ক্লেশে।

 

============

 

 

সত্যের পথে
এ.বি.এম. রফিকুল ইসলাম
------------------------★

মারামারি,  রাহাজানি আরো করে চুরি
অন্যায় খেয়ে খেয়ে বেড়ে গেছে ভুড়ি।
দিনে হয় মহাসাধু, রাতে হয় বীর
ঘরে ঘরে হানা দিয়ে ছূঁড়ে মারে তীর।
অলি গলি রাস্তায় তোলে ওরা চাঁদা 
কাজে কিন্তু মিল নেই কথায় বড় পাকা।
অত্যাচারে ভরে গেছে সোনার ছোট্ট দেশ
একে একে সব কিছু হয়ে যাচ্ছে শেষ।
ফতোয়াবাজ বলে বলে গালি দেয় যারা
সময় যে নেই ওদের জানে কি তাহা?
চারিদিকে জ্বলছে ইসলামের আলো
পুড়ে পুড়ে ছাই হবে হৃদয় যাদের কালো
শপথ করেছি মোরা ছুঁয়ে পাক কুরআন 
রাজি আছি করতে জান কোরবান।
দুই হাতে ধরেছি আলীর তলোয়ার
টার্গেট শুধু মোদের ভদ্র জানোয়ার।
সমূলে উপড়াবো বাতিলের কান্ড
সত্যের পথে মোরা হবো দোর্দণ্ড।

 

==============

 

পর্দা
মোছাঃ মাহমুদা আক্তার লিনা
------------------------★

পর্দা ইসলামে
করিয়াছে ফরজ
করিতেছে হেয়ালী
নেই কোন গরজ।
পর্দা অবরোধ
কখোনো মেনো না,
তসলিমা নাসরিনের 
মত কেউ হইয়ো না।
লম্পট বদমাশ 
লজ্জার নেই শেষ
নারী জাতির কলঙ্গ
বেহায়ার এক শেষ।
পুরুষের মত কেউ
অধিকার চেওনা
ইহকাল পরকাল
বিকিয়ে দিওনা।
হিংসা বিদ্বেষ 
প্রশ্রয় দিওনা
অতীতের আমলকে 
নিঃশেষ করো না।
বেপর্দায় ছুটাছুটি 
একদম ভাল নয়
দুদিনের দুনিয়া
এখানেই সব নয়
স্কুল কলেজ আর
মাদ্রাসার বোনেরা
আবেদন কোনদিন
পর্দা ছেড়োনা।

 

=============

 

তোল ঝঙ্কার
মুহম্মদ কফিল উদ্দিন
---------------------★

কিসের শঙ্কা তোল ঝঙ্কার 
ডাক দিয়ে যাই পথ চলার,
এগিয়ে চলো নির্ভিক চিত্তে
দূর হয়ে যাক ভয় জড়তার। 
এ জীবন নয় মরু সাহারার 
তবে কেন ওঠে শুধু হাহাকার।
মূল্য বোধের নির্মম মরা
মুছে ফেলে দাও চলো দুর্বার।
আমরা তো নই ভীরুর জাত
কাঁপিয়ে তোল মাখলুকাত,
হতাশার বুকে লাথি মেরে তব
জাগিয়ে তোল বল- চেতনার।
আমরা মানুষ সৃষ্টির সেরা
বিশ্বের বিস্ময় অনন্য মোরা,
অন্যায় পথ রোধ করে দাঁড়াও
জয় ধ্বনি তোল সৎ-সততার।