JustPaste.it

সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ০৩ | তাওহিদের রুকন সমূহ


তাওহিদের রুকন দুইটি।

১ | الكفر بالطاغوت তথা তাগুত বর্জন।

২ | الإيمان بالله الجبروت তথা ইমান অর্জন।


কুরানুল কারিম থেকে দলিল

 

ক.

لا إِكراهَ فِي الدّينِ قَد تَبَيَّنَ الرُّشدُ مِنَ الغَيِّ فَمَن يَكفُر بِالطّاغوتِ وَيُؤمِن بِاللَّهِ فَقَدِ استَمسَكَ بِالعُروَةِ الوُثقى لَا انفِصامَ لَها وَاللَّهُ سَميعٌ عَليمٌ

দ্বীন গ্রহণের ব্যাপারে কোন জবরদস্তি নেই। নিশ্চয় হিদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব, যে ব্যক্তি তাগূতকে অস্বীকার করে  এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

আল-বাকারাহ আয়াত ২৫৬


খ.

وَلَقَد بَعَثنا في كُلِّ أُمَّةٍ رَسولًا أَنِ اعبُدُوا اللَّهَ وَاجتَنِبُوا الطّاغوتَ فَمِنهُم مَن هَدَى اللَّهُ وَمِنهُم مَن حَقَّت عَلَيهِ الضَّلالَةُ فَسيروا فِي الأَرضِ فَانظُروا كَيفَ كانَ عاقِبَةُ المُكَذِّبينَ

আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং পরিহার কর তাগূতকে।    অতঃপর তাদের মধ্য থেকে আল্লাহ কাউকে হিদায়াত দিয়েছেন এবং তাদের মধ্য থেকে কারো উপর পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। সুতরাং তোমরা যমীনে ভ্রমণ কর অতঃপর দেখ, অস্বীকারকারীদের পরিণতি কীরূপ হয়েছে।

আন-নাহল আয়াত ৩৬


গ.

وَالَّذينَ اجتَنَبُوا الطّاغوتَ أَن يَعبُدوها وَأَنابوا إِلَى اللَّهِ لَهُمُ البُشرى فَبَشِّر عِبادِ

আর যারা তাগূতের উপাসনা পরিহার করে এবং আল্লাহ অভিমুখী হয় তাদের জন্য আছে সুসংবাদ; অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দাও।

আয-যুমার আয়াত ১৭

 

২ | ঈমান অর্জন।

কুরানুল কারিম থেকে দলিল

 

ক.

إِنَّمَا المُؤمِنونَ الَّذينَ آمَنوا بِاللَّهِ وَرَسولِهِ ثُمَّ لَم يَرتابوا وَجاهَدوا بِأَموالِهِم وَأَنفُسِهِم في سَبيلِ اللَّهِ أُولئِكَ هُمُ الصّادِقونَ

মুমিন কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি। আর নিজেদের সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এরাই সত্যনিষ্ঠ।

আল-হুযরাত আয়াত ১৫

 

খ.
وَالعَصرِ

إِنَّ الإِنسانَ لَفي خُسر

إِلَّا الَّذينَ آمَنوا وَعَمِلُوا الصّالِحاتِ وَتَواصَوا بِالحَقِّ وَتَواصَوا بِالصَّبرِ

 নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে,নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।

আল-আছর আয়াত ১-৩

 

গ.

আল ইমরান

وَلا تَهِنوا وَلا تَحزَنوا وَأَنتُمُ الأَعلَونَ إِن كُنتُم مُؤمِنينَ

আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাক।

আল-ইমরান আয়াত ১৩৯

 

বিঃদ্রঃ সম্মানিত তাওহিদবাদি ভায়েরা!
পবিত্র কুরআনুল কারিমে তাগুত শব্দটি ৮ বার এসেছে। এখানে তিনটি আয়াতের শুধু তরজমা দেওয়া হলো।বাকি তাগুত সম্পর্কে আটটি আয়াতসম্বলিত সংক্ষিপ্ত কিছু আলোচনা আলাদা সিরিজে লিখা হবে ইনশা আল্লাহ।
ইয়া আল্লাহ!
আপনি আমাদের মত দূর্বল,গুনাহগার ও অধম বান্দাদেরকে আমরণ তাওহিদের অটল অবিচল থাকার তাওফিক দান করুন!!
আমিন!ইয়া রাব্বাল আলামিন!! 

...........

যাস্টপেস্ট লিংক

 

-----------------

সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট -১ | তাওহিদের পরিচয় ও প্রকারভেদ

 

https://dawahilallah.com/showthread.php?22325-%26%232488%3B%26%232434%3B%26%232453%3B%26%232509%3B%26%232487%3B%26%232495%3B%26%232474%3B%26%232509%3B%26%232468%3B-%26%232468%3B%26%232494%3B%26%232451%3B%26%232489%3B%26%232495%3B%26%232470%3B-%26%232474%3B%26%232509%3B%26%232480%3B%26%232460%3B%26%232503%3B%26%232453%3B%26%232509%3B%26%232463%3B-%26%232535%3B-%26%232468%3B%26%232494%3B%26%232451%3B%26%232489%3B%26%232495%3B%26%232470%3B%26%232503%3B%26%232480%3B-%26%232474%3B%26%232480%3B%26%232495%3B%26%232458%3B%26%232527%3B-%26%232451%3B-%26%232474%3B%26%232509%3B%26%232480%3B%26%232453%3B%26%232494%3B%26%232480%3B%26%232477%3B%26%232503%3B%26%232470%3B

 

সংক্ষিপ্ত তাওহিদ প্রজেক্ট - ২ | তাওহিদের শর্তসমূহ

https://dawahilallah.com/showthread.php?22408-%26%232488%3B%26%232434%3B%26%232453%3B%26%232509%3B%26%232487%3B%26%232495%3B%26%232474%3B%26%232509%3B%26%232468%3B-%26%232468%3B%26%232494%3B%26%232451%3B%26%232489%3B%26%232495%3B%26%232470%3B-%26%232474%3B%26%232509%3B%26%232480%3B%26%232460%3B%26%232503%3B%26%232453%3B%26%232509%3B%26%232463%3B-%26%232536%3B-%26%232468%3B%26%232494%3B%26%232451%3B%26%232489%3B%26%232495%3B%26%232470%3B%26%232503%3B%26%232480%3B-%26%232486%3B%26%232480%3B%26%232509%3B%26%232468%3B%26%232488%3B%26%232478%3B%26%232498%3B%26%232489%3B

 

 

===========

চলবে ইনশা আল্লাহ

 

তথ্যসূত্র

১/ আততাওহিদ।

২/অনলাইন অফলাইনে প্রকাশিত বিভিন্ন কিতাব।

৩/মুজাহিদ উলামা মাশাইখদের অডিও ভিডিও।